উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
রোগ প্রতিরোধে পেয়ারা—
১ ডায়াবেটিস: এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফলে পেয়ারা খেলে রক্তে সুগার শোষিত হয় ধীরে ধীরে। এছাড়া পেয়ারা পাতা থেঁতো করে তার রস পান করলে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।
২ ডায়ারিয়া ও রক্ত আমাশায়: শুধু ফল নয়, পেয়ারা পাতার রসেও থাকে অ্যান্টিঅক্সিজেন্ট উপাদান। ডায়ারিয়া ও রক্ত আমাশা সারাতে ১০ থেকে ১২টি পেয়ারা পাতা চার কাপ জলে ফুটিয়ে এককাপ পরিমাণ থাকতে নামিয়ে নিন। পেয়ারা পাতার ক্বাথ এইসব রোগ সারাতে সাহায্য করে।
৩ কোলেস্টরল কমায়: পেয়ারা পাতার রস খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডস কমাতে সাহায্য করে।
৪ উচ্চ রক্তচাপ: পেয়ারায় থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। ফলে কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সাহায্য করে।
৫ ক্যান্সার প্রতিরোধ: পেয়ারা পাতার রসে অ্যান্টিক্যান্সার ও অ্যান্টি টিউমার প্রভাব আছে। পেয়ারায় থাকা লাইকোপিন, কুয়েরসিটিন ও ভিটামিন সি ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই ধরনের উপাদান শরীরে ক্ষতিকর ফ্রি র্যা ডিকেলস কমায়। বিশেষ করে লাইকোপিন নামে উপাদানটি পাকস্থলী, ব্রেস্ট, প্রস্টেট ও মুখের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
৬ বয়স কম দেখাতে: ত্বক টানটান থাকলে বয়সও কম দেখায়। পেয়ারায় থাকে প্রচুর জরুরি খনিজ এবং পুষ্টি উপাদান যা ত্বকের জরা-বার্ধক্য কমায়। প্রতিদিন পেয়ারা খেলে ত্বকের বলিরেখা পড়া প্রতিরোধ হয়। এছাড়া ব্রণ, ফুসকুড়ি হওয়া রোধ হয়। আবার পেয়ারা পাতা জলে ফুটিয়ে মুখ ধুলে ত্বক উজ্বল হয়।
৭ কোষ্ঠকাঠিন্য: পেয়ারায় প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য হওয়া আটকায়। অর্শ রোগে পেয়ারা খুব উপকারী। পেয়ারা খেলে পৌষ্টিকতন্ত্র পরিষ্কার থাকে।
৮ ওজন ঝরাতে: পেয়ারায় প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীর থেকে ফ্যাট ঝরাতে সাহায্য করে।
৯ দাঁতের রোগে: দাঁতের যন্ত্রণা কমাতে, গলা খুশখুশ করলে, মাড়ির ফোলাভাব ও রক্তপাতজনিত সমস্যা কমাতে সাহায্য করে পেয়ারা পাতা। পেয়ারা পাতা জলে ফুটিয়ে, সামান্য উষ্ণ অবস্থায় ওই জল দিয়ে কুলি করলে উক্ত সমস্যাগুলি কমে। মুখের দুর্গন্ধও নাশ হয়।
১০ সর্দি-কাশি: নিয়মিত পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সাধারণ সর্দিকাশি হয় না চট করে। এছাড়া সর্দিকাশির সময়েও পেয়ারা খেলে রোগ সারাতে সাহায্য করে।
১১ দৃষ্টিশক্তি: পেয়ারায় থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
লিখেছেন: ডাঃ দেবজ্যোতি দাস, চিকিৎসাবিজ্ঞানী, সেন্ট্রাল আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট অব আয়ুর্বেদিক ড্রাগ ডেভেলপমেন্ট।