উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
মার্কিন গবেষকদের মতে, প্রতিদিন স্নান করলে ত্বকের বেশ ক্ষতি হতে পারে। মূলত শরীরের ময়লা, ঘাম ধুয়ে ফেলার জন্যই আমরা স্নান করে থাকি। তবে বিশেষজ্ঞদের দাবি— শরীরের ময়লা, ঘাম ধোয়ার সঙ্গে স্নানের কোনও সম্পর্ক নেই।
একাধিক মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন স্নান করাটা অনেকটাই সামাজিক রীতি বা অভ্যেস। এ বিষয়ে তাদের যুক্তি হল, শরীরের নিজস্ব ক্রিয়াই ত্বককে ময়লা হওয়ার হাত থেকে রক্ষা করে। তবে স্নান একেবারে বন্ধ করার পক্ষেও কোনও যুক্তি দেননি তাঁরা।
বস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, শরীরে এমন কিছু ভালো বা উপকারী ব্যাকটেরিয়া জন্মায় যা নানা বিষাক্ত উপাদানসমূহের হাত থেকে ত্বককে রক্ষা করে। প্রতিদিন স্নানের ফলে উপকারী ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে ধুয়ে বেরিয়ে যায়। আর সে কারণে শরীরেরই ক্ষতি হয়।
এছাড়া নিয়মিত স্নানের ফলে নখের খুব ক্ষতি হয়। মার্কিন ওই গবেষকদের মতে, স্নানের সময় নখ অতিরিক্ত জল শোষণ করে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
বস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, শুষ্ক আবহাওয়ায় নিয়মিত গরম জলে স্নান করলে ত্বক তার আর্দ্রতা দ্রুত হারিয়ে ফেলে। এছাড়াও প্রতিদিন গরম জলে স্নান করলে হজমেও নানা সমস্যা দেখা দেয়। গবেষকদের মতে, শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে স্নানের জল সামান্য উষ্ণ হলে ক্ষতি নেই। তবে উষ্ণ জল দিয়ে স্নানের ক্ষেত্রে সময় কমিয়ে দেওয়া প্রয়োজন।