Bartaman Patrika
হ য ব র ল
 

আগামী মঙ্গলবার শুরু মাধ্যমিক
পরীক্ষার শেষ মুহূর্তে ভালো
নম্বর পাওয়ার কিছু টিপস

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। তাই আজ তোমাদের জন্য মার্কশিট বিভাগে রইল বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার টিপস। আলোচনা করেছেন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।
বাংলা
পরামর্শে বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী
আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনটিতেই অনায়াসে প্রচুর নম্বর জিতে নিয়ে বাকি পরীক্ষায় মনোবল বাড়িয়ে নিতে স্নেহের ছাত্রছাত্রীদের জন্য রইল শেষমুহূর্তের কয়েকটি পরামর্শ। পাঠ্যবই, সহায়কবই এবং ব্যাকরণবই খুঁটিয়ে পড়ার পাশাপাশি এগুলিও দেখো:
 পাঠ্যাংশের বিশিষ্ট শব্দাবলির যথার্থ অর্থ ও প্রয়োগের প্রসঙ্গ সম্পর্কে নিশ্চিত হও। যেমন-- রথীন্দ্রর্ষভ, কর্বূরদল, মাঞ্জস, শমীবৃক্ষমূল, ছায়াবৃতা, নূতনের কেতন, হিমানীর বাঁধ, প্রদোষকাল ইত্যাদি।
 কারক, বিভক্তি, উপপদ, সমাস, বহুব্রীহি ইত্যাদির আক্ষরিক অর্থ জেনে রেখো।
 পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ব্যাকরণের নিবিড়পাঠে বিষয়গুলি উদাহরণসহ আয়ত্তে রেখো। যেমন অনুসর্গের বিভিন্ন নাম ও প্রয়োগ, ব্যাসবাক্যসহ বিভিন্ন সমাস বিশ্লেষণ, বাক্যনির্মাণের শর্ত ও বাক্যের শ্রেণীবিভাজন, বাচ্যের বৈচিত্র্য ও বাচ্যান্তর ইত্যাদি।
 নাট্যাংশ থেকে: সিরাজ, ঘসেটিবেগম,
মীরজাফর, লুৎফার চরিত্রের বিশিষ্টতা স্মরণীয়।
 সহায়ক পাঠের থেকে : দারিদ্র্য, বঞ্চনা তথা কপটতার বিরুদ্ধে কোনির সংগ্রাম, ক্ষিতীশের প্রাণপণ সহযোগিতা এবং অবিরত কোনির আবেগে/ক্ষমতায় শান দেওয়া, লীলাবতীর আপাত ঔদাসীন্যে তাৎপর্যময় উপস্থিতির ব্যাখ্যা-বিশ্লেষণ আয়ত্তে রেখো।
 ফেসবুক-হোয়াটস্অ্যাপ  তথা মোবাইল ব্যবহারের সতর্কতা/উপযোগিতা,রক্তদান, সেফ ড্রাইভ সেভ লাইফ,সাম্প্রদায়িক সম্প্রীতি,নির্মল বিদ্যালয় ও সর্বশিক্ষা অভিযান,কুসংস্কার প্রতিরোধ, কন্যাশ্রী প্রকল্প, খেলার দুনিয়ায় ভারত,পরিবেশে ভারসাম্য রক্ষায় ছাত্রসমাজ প্রভৃতি সাম্প্রতিক বিষয়াদির তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ প্রতিবেদন/সংলাপ/প্রবন্ধ রচনার জন্য আয়ত্তে রেখো।
কয়েকটি বিষয় মনে রেখো,
 পরীক্ষায় লেখা শুরুর আগে পনেরো মিনিটের প্রশ্নবাছাই করার সময় নিজের সর্বাধিক সক্ষমতাকে গুরুত্ব দিও। সব থেকে ভালো তৈরি উত্তর আগে লেখো(অবশ্যই MCQ, SAQ  -র পরে।)
 প্রশ্নানুযায়ী উত্তর লেখার সময় পর্ষদনির্দিষ্ট শব্দসংখ্যার মান্যতারক্ষা বাঞ্ছনীয়।পরিচ্ছন্ন ও নির্ভুল বানানে লেখা যথাযথ, সংহত উত্তর তোমাদের সাফল্য এনে দেবেই।
ইংরেজি
পরামর্শে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এর ইংরেজির শিক্ষক উৎপল ভৌমিক
 Seen এবং Unseen-এ Passage-গুলো খুব যত্ন নিয়ে পড়বে। পেনসিল ধরে ধরে পড়বে। MCQ-এর সঠিক Answer select করে একবার Check করে নাও। Complete the Sentences-এ প্রথম অংশটি বুঝে নিয়ে বাকি অংশটি Passage থেকে select করো। বাক্যগঠন লক্ষ রাখো। Full stop (.) দেওয়ার পর আর লিখবে না।
 True or False-এর ক্ষেত্রে প্রশ্নে দেওয়া Sentence-গুলো বুঝে নেবে প্রথমে। Supporting Sentence-এ বাক্যে কোনও রূপ পরিবর্তন করবে না। Chart-type প্রশ্নে Cause-Effect, Statement-Reason ভালো করে চিন্তাভাবনা করে লিখবে। Answer the questions-এ প্রশ্নটি বুঝবে ভালো করে আর কোন tense-এ Questionটি আছে তা বুঝে সঠিক উত্তর লিখবে। যেমন What did Swami fail to decide about Samuel? Answer-এ লিখবে Swami failed to decide... এভাবে। Questionটি Simple past-এ ছিল। Answerও Simple past এ লিখবে।
 Section-B-তে Unseen passage থেকে important 4টে শব্দ নিয়ে তাদের meaning দেওয়া থাকে। এই meaning-গুলো ভালো করে বুঝলেই Word-গুলো Select করতে পারবে। এছাড়াও অজানা শব্দ আগে পরের line-গুলোর অর্থ অনুযায়ী সঠিকভাবে অনুমান করা যায়। Grammar-এর উত্তর লেখার সময় Tense-এর জ্ঞান সবচেয়ে আবশ্যক। প্রতিটি Sentence মাতৃভাষায় মনে মনে অনুবাদ করে নিলে Tense এবং Verb-এর form নির্ধারণে কখনও ভুল হবে না। Phrasal Verb-এর ক্ষেত্রেও এই সতর্কতা কাজে লাগবে। Voice, Narration বা Transformation rule মেনে করবে। Article ও Preposition সঠিক বসাবে।
 Section-C-তে প্রতিটি Writing-এর প্রত্যেক Points-এর জন্য আলাদা বাক্য গঠন করবে। Paragraph-এ অবশ্যই Introduction ও Conclusion দেবে। প্রতিটি Writing-এ সঠিক form থাকতেই হবে। Sentence-এর Structure বা Verb-এর form-এ ভুল হলে সেই Point-এ কোনও নম্বর পাবে না। লেখা শেষে Fresh হয়ে খাতা খুব ভালো করে Check করবে। সব কিছু Pencil-এ লিখে Pen দিয়ে পরে লিখবে। তাহলে অনেক সুবিধে হবে। Spelling এর rules (put + ing=putting come+ing=coming, carry+es=carries, quarrel+ed=quarrelled) মনে রেখো। verb-এর শেষে consonant ও তার পূর্বে একটি vowel থাকলে ed বা ing যোগের সময় consonant টি double হয়। এছাড়া Auxiliary verb (be, have, do) আর subject Doer কি না (active না passive voice) লক্ষ রেখে লিখবে। খুব শান্ত মাথায় প্রশ্নপত্র পড়বে। বিশেষত Writing Skill-এর topicগুলো ভালো করে বুঝে নাও লেখার আগে। তাহলেই পরীক্ষা ভালো হবে।
ইতিহাস
পরামর্শে সংস্কৃত কলেজিয়েট স্কুলের ইতিহাসের শিক্ষক সঞ্জয় পাল
ইতিহাসের ক্ষেত্রে যেগুলি মাথায় রাখলে ভালো হয়, সেগুলি হল—
 হাতের লেখা সবসময় পাঠযোগ্য হওয়া বাঞ্ছনীয়।
 সঠিক দাগ নম্বর লেখা অত্যন্ত জরুরি।
 প্রশ্নে যতটুকু চাওয়া হচ্ছে ততটুকুই লেখো অর্থাৎ ‘To the point’ answer দাও।
 সাল-তারিখ যথাযথ লেখো—যেখানে সাল-তারিখ চাওয়া হচ্ছে না সেখানে অযথা লেখার দরকার নেই।
 একটা প্রশ্নের উত্তর শেষ হলে একটা মার্জিন দাও অথবা একটু গ্যাপ দিয়ে পরের উত্তর লেখো।
 পৃষ্ঠার একদম শেষ পর্যন্ত না লিখে ১ ইঞ্চির মতো ফাঁকা রাখো।
 যে প্রশ্নের উত্তর ভালো হবে মনে করছ সেগুলি আগে লেখো, যেটা ভেবে লিখতে হবে সেটা পরে লেখো।
 লেখার সময় খেয়াল রাখো কী লিখছ—তাহলে সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেওয়া যাবে, শেষে পুনরায় পড়ার সময় নাও পেতে পারো।
 সময়ের আগে শেষ করার জন্য প্রশ্নের মান অনুযায়ী সময় বিভাজন করে লেখো।
 ওয়ারনিং ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পৃষ্ঠাগুলি নম্বর অনুযায়ী গুছিয়ে নিয়ে খাতা বেঁধে ফেলো।
যা পড়েছ তার সঙ্গে এগুলি এক ঝলক দেখে রেখো—
 শিক্ষা বিস্তারে রামমোহন রায়/ বিদ্যাসাগর/ খ্রিস্টান মিশনারিদের অবদান।
 নীল বিদ্রোহ/ কোল বিদ্রোহ/ মুন্ডা বিদ্রোহ।
 একা আন্দোলন/ বারদৌলি সত্যাগ্রহ/ নমঃশূদ্র আন্দোলন।
 IACS/ বসুবিজ্ঞান মন্দির/ দেশীয় রাজ্য পুনর্গঠনে বল্লভভাই প্যাটেলের অবদান ইত্যাদি।
ভূগোল
পরামর্শে হেয়ার স্কুলের ভূগোলের শিক্ষক
কিংশুক মণ্ডল
 সর্বপ্রথম হাতের লেখা ও আঁকা পরিষ্কার করতে হবে। আঁকার ক্ষেত্রে সঠিকভাবে চিহ্নিতকরণ করতে হবে। যতটা সম্ভব বানান ভুল না হওয়ার দিকে সতর্ক হতে হবে। উত্তরপত্রে কোনওভাবে লাল ও সবুজ কালি ব্যবহার করবে না। পেন পরিবর্তন করতে ইনভিজিলেটর বা তত্ত্বাবধায়কের অনুমতি খাতায় নিয়ে নেবে।
 উত্তরপত্রের প্রশ্নের প্রদত্ত ক্রমিক নম্বরগুলি নির্দিষ্টক্রমে সাজিয়ে লিখতে হবে। একটি উত্তর শেষের পর খাতায় আড়াআড়িভাবে লাইন টানলে ভালো হয়। কোনও প্রশ্নের উত্তর মনে না পড়লে সেই উত্তরের জন্য প্রয়োজনীয় জায়গা ফাঁকা রেখে অন্য উত্তর লিখতে শুরু করতে হবে। সময় নষ্ট করা যাবে না।
 প্রথমে অবজেকটিভ ও অন্যান্য প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। তারপর কোন প্রশ্নগুলি করবে প্রশ্নপত্রে প্রথমে চিহ্নিত করে নেবে। নির্দিষ্ট সংখ্যার প্রশ্নের পরিবর্তে অতিরিক্ত প্রশ্ন উত্তর করলে ক্ষতি নেই। কিন্তু সময় বেশি লাগবে। এক্ষেত্রে সঠিক উত্তর বা বেশি নম্বরের উত্তরটিই নেওয়া হয়।
 ২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে উদাহরণ থাকলে দিতে হবে কিন্তু আঁকার প্রয়োজন নেই। ৩ ও ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আঁকা থাকলে দিতে হবে। এর জন্য নম্বর নির্দিষ্ট থাকে। শিল্পের কেন্দ্রীভবন, বণ্টন ও কৃষির বণ্টনের ক্ষেত্রে মানচিত্র অঙ্কন আবশ্যিক।
২, ৩ এবং ৫ নম্বরের ক্ষেত্রে বৈশিষ্ট্য, পার্থক্য নির্দিষ্ট করে বলে দেওয়া থাকলে তার থেকে বেশি লেখার প্রয়োজন নেই। কিন্তু নির্দিষ্ট করা না থাকলে কমপক্ষে যথাক্রমে ২, ৩ ও ৫টি বৈশিষ্ট্য বা পার্থক্য দিলেই হবে। তবে সেগুলি নির্ভুল হওয়া দরকার আর যদি সন্দেহ থাকে তাহলে বেশি লিখতে পারো।
 মানচিত্র করার ক্ষেত্রে চিহ্ন/প্রতীক ও নাম অবশ্যই উল্লেখ করতে হবে। মানচিত্রের মধ্যে শুধুমাত্র চিহ্ন বা প্রতীক ব্যবহার করে মানচিত্রের ফাঁকা অংশে নির্দেশিকা তৈরি করে সেখানে চিহ্ন/প্রতীক সহ নাম উল্লেখ করতে হবে। যেমন ভারতের ম্যাঞ্চেস্টার চিহ্নিতকরণের ক্ষেত্রে আহমেদাবাদ স্থানটি চিহ্নের সাহায্যে দেখিয়ে নির্দেশিকায় ওই চিহ্ন দিয়ে লিখতে হবে ভারতের ম্যাঞ্চেস্টার আহমেদাবাদ। অন্যথায় শুধুমাত্র চিহ্ন ও ভারতের ম্যাঞ্চেস্টার সঠিক দেখালেও  নম্বরের বেশি পাবে না।
 আঁকা ও মানচিত্রে পেনসিল রং ব্যবহার করতে পারো। এছাড়াও প্রশ্ন নম্বর লেখায় কোনও কিছু বাদ বা ভুল থাকলে তা মিলিয়ে নেওয়ার জন্য পরীক্ষার নির্দিষ্ট সময়ের মধ্যে ৫/১০ মিনিট সময় হাতে রাখতে হবে। এ জন্য ঘড়ির সময় ধরে লিখতে হবে।
অঙ্ক
পরামর্শে বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের (আলিপুর) অঙ্কের শিক্ষিকা সঙ্গীতা বসু মৈত্র
 প্রথমেই প্রশ্নপত্র বারতিনেক পড়ে সহজ অঙ্ক দিয়ে পরীক্ষা শুরু করা উচিত।
 প্রতি প্রশ্নের দাগ নম্বর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 M.C.Q বা ১ নম্বরের Objective প্রশ্নের উত্তরে অঙ্ক কষে দেখানো বাধ্যতামূলক নয় কিন্তু ২ নম্বরের Obj. প্রশ্নে অঙ্ক কষে দেখাতে হবে।
 প্রথম প্রশ্ন থেকে শুরু করে পরপর উত্তর দিলে ভালো হয় কিন্তু এটি বাধ্যতামূলক নয়। সঠিক দাগ নম্বর দিয়ে যে কোনও প্রশ্নের উত্তর আগে দেওয়া যায়।
 প্রয়োজনীয় ‘রাফ’ Calculation, উপরে ‘রাফ’ লিখে, উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে বা খাতার পিছনে করা যায়। পেন্সিল দিয়ে করে ‘রাফ’ অংশের Calculation মুছে দেওয়া বা কেটে দেওয়া ঠিক নয়।
 ‘=’ চিহ্ন বা ‘Or’ লিখতে ক্রমাগত ভুল হলে এবং ভুল একক লেখার জন্য বা একক না লেখার জন্য নম্বর কাটা যাবে।
 উপপাদ্য এবং প্রয়োগের ক্ষেত্রে চিত্র পেন্সিলে আঁকতে হবে। চিত্র না আঁকলে/ ভুল চিত্র আঁকলে/ চিহ্নিতকরণ ভুল হলে কোনও নম্বর পাওয়া যায় না।
 সম্পাদ্যের চিত্র পরিচ্ছন্ন এবং চিহ্নিত হওয়া বাঞ্ছনীয়।
 পাটিগণিত, পরিমিতি, Statistics-এর অঙ্কে সূত্র লিখে প্রতীক উল্লেখ করলে ভালো হয়।
 ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্বের অঙ্কে ছবি এঁকে উন্নতি/ অবনতি কোণ দেখাতে হবে। ছবি ভুল হলে কোনও নম্বর পাওয়া যায় না।
 যেহেতু partmarking থাকে তাই কোনও অঙ্ক আংশিক করা সম্ভব হলেও তা করা উচিত।
 Overwriting কখনও নয়। ভুল হলে সংখ্যা কেটে পরিষ্কার করে লেখা উচিত।
 দুটি অঙ্কের মাঝে যথেষ্ট জায়গা রাখা এবং খাতায় পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
 বৃত্ত সম্পর্কিত, বৃত্তস্থ কোণ এবং বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এ বছরের জন্য গুরুত্বপূর্ণ।
 সম্পাদ্যের ক্ষেত্রে মধ্যসমানুপাতী নির্ণয় এবং পরিবৃত্ত অঙ্কন তৈরি রাখা দরকার।
জীবনবিজ্ঞান
পরামর্শে বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত
 উত্তরপত্র পরিচ্ছন্ন রাখবে। প্রশ্নপত্রে প্রশ্নের ক্রম বজায় রেখে উত্তর পরপর করতে পারলে সবচাইতে ভালো হয়। কোনও একটি প্রশ্নের মধ্যে থাকা অংশ-প্রশ্নগুলির উত্তর যেন খাতার নানা জায়গায় ছড়িয়ে না করা হয়। তারা যেন একজায়গায় পরপর থাকে।
 বাংলা ভার্সান’র প্রশ্নের মানে বুঝতে অসুবিধা হলে অনেকে ইংরেজি ভার্সানের প্রশ্নে চোখ বুলিয়ে দেখে নেয় ঠিক কী জানতে চাওয়া হয়েছে, এই অভ্যাস কিন্তু ভালো। ইংরেজি ভার্সন’র বেলায় এর উল্টোটাও হতে পারে।
 টীকা, পার্থক্য, তাৎপর্য, গুরুত্ব ও স্তম্ভমিল জাতীয় প্রশ্নের উত্তর প্রশ্নানুযায়ী বিশেষ যত্ন নিয়ে দিতে হবে। বর্ণনামূলক উত্তরের বেলায় যতটা সম্ভব ‘পয়েন্ট-ওয়াইজ’ উত্তর লিখতে পারলে ভালো হয়।
 ছবি’র প্রশ্নে পরিচ্ছন্ন ‘ডায়াগ্রাম’ দরকার। তাকে দেখতে সুন্দর করবার দরকার নেই। শুধু মাথায় যেন থাকে , যে ডায়াগ্রামটি সায়েন্টিফিক হচ্ছে কি না।
এবার উত্তরপত্রের বাইরের আর দু’ একটি কথা বলব। মাধ্যমিক যেহেতু স্কুলজীবনের সবচাইতে বড় পরীক্ষা আর স্কুলের বাইরে গিয়ে অচেনা পরিবেশে সেটা দিতে হয়, সেটা নিয়ে বাড়তি চাপ থাকবেই। পরামর্শ হল, একেবারে চাপ নিও না। চাপমুক্ত থাকো। টেনশনের কিছু নেই। বাড়ির বড়দেরও বলো তোমরা বড় হয়ে গিয়েছ। তোমাদের ভালো মন্দ তোমরা বুঝে নিতে পারবে, তাঁরা যেন বেশি চিন্তা না করেন। আর পরীক্ষা দিতে বসে, মনে রাখবে কেউ তোমার বন্ধু নয়, কেউ শত্রুও নয়। কাজেই কোনও পরামর্শ, অন্তত পরীক্ষার সময়, দেওয়া বা নেওয়ার দরকার নেই। পরীক্ষা হলের শান্ত পরিবেশটা কাজে লাগিয়ে খুব ভালো করে উত্তর লিখতে হবে, সেটাই তোমার একমাত্র কাজ। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে, জানি।
ভৌতবিজ্ঞান
পরামর্শে হিন্দু স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক দীপক ঘোষ
 বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ও স্তরগুলির কাজ, সৌরকোষ এবং বিকল্প জ্বালানি।
 বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প ও তার গাণিতিক প্রশ্ন। আদর্শ ও বাস্তব গ্যাসের পার্থক্য এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক-এর মান ও একক।
 শুদ্ধতার শতাংশ হার নির্ণয়ের গাণিতিক প্রশ্ন, ভর—ভর গাণিতিক সমস্যা।
এরপর পদার্থবিদ্যার অংশ—বইয়ের চার থেকে সাত নম্বর অধ্যায় এর অন্তর্ভুক্ত।
 a, b ও g-এর সম্পর্ক, তাপ পরিবহণ সংক্রান্ত ব্যাখ্যামূলক সমস্যা, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক।
 বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক, অবতল দর্শনের ব্যবহার, আলোক বিচ্ছুরণ, প্রিজমের কোণ ও আপাতন কোণের সম্পর্ক এবং চোখের দৃষ্টি সমস্যার প্রতিকার ও পরিপূরক বর্ণ, চিহ্নিত চিত্র দিতে হবে প্রয়োজন মতো।
 ওহমের সূত্র, রোধাঙ্ক এবং এই সংক্রান্ত গাণিতিক প্রশ্ন, ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম, গৃহস্থালি বর্তনীর উপাদান, তড়িৎ ক্ষমতার একক, LED এবং CFL বাতি।
 নিউক্লীয় বিজ্ঞান, তেজস্ক্রিয়তার একক ও ব্যবহার। a, b ও g রশ্মির আধানের তুলনা। সব শেষে রসায়ন অংশে আট থেকে তেরো নম্বর অধ্যায়—
 পরমাণুর ব্যাসার্ধ ও তড়িৎ ঋণাত্মকতার ক্রমে তুলনা, প্রচলিত শ্রেণীগত নাম, ল্যানথানাইড ও অ্যাক্টিনাইড, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য।
 আয়নীয় ও সমযোজী যৌগের পার্থক্য, সংকেত ভর এবং লুইস ডট গঠন।
 ধাতব পরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও এগুলির উদাহরণ। তড়িৎ বিশ্লেষণে জারণ-বিজারণ ক্রিয়া এবং তড়িৎ লেপন।
 H2S-এর পরীক্ষাগার প্রস্তুতি ও বিজারণ ধর্ম, নাইট্রোলিম, স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি।
এই অংশ শমিত সমীকরণ বিশেষ প্রয়োজন, বর্ণ, গন্ধ, গ্যাস নির্বাসন ও অধঃক্ষেপণ উল্লেখ করাও দরকার।
 থার্মিট পদ্ধতি, Zn, Cu ও Al-এর আকরিক, খনিজ ও আকরিকের পার্থক্য। মরিচাজনিত ক্ষয় রোধের উপায়।
 IUPAC নাম, ইথিলিনের বিক্রিয়া, জৈব ভঙ্গুর পলিমার, রেক্টিফায়েড ও ডিনেচার্ড স্পিরিট এবং সমবায়বতার উদাহরণ।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
10th  February, 2019
বইমেলা কি পড়ার আগ্রহ ফেরাবে? 

বইমেলা শেষ আগামীকাল। রাত ন’টায় ঢং ঢং করে ঘণ্টা বাজলেই শুরু হয়ে যাবে দল বেঁধে গান আর মেলা প্রদক্ষিণ। বইকে ঘিরে খাওয়া-দাওয়া, আড্ডা আর হইচই বচ্ছরকার মতো শেষ। বইমেলা নিয়ে রইল কিছু কথা। 
বিশদ

10th  February, 2019
আজ বিদ্যাদেবীর আরাধনা 

দেবী সরস্বতীর উল্লেখ প্রথম পাওয়া যায় ঋগ্বেদে। সরস্বতী-লক্ষ্মী-পার্বতী, এই ত্রিদেবীর অন্যতম হলেন তিনি। ধ্যানমন্ত্রে তাঁকে শ্বেতবর্ণা, শ্বেতবস্ত্র পরিহিতা, শ্বেতপদ্মে আসীন, মুক্তোর হারে ভূষিতা, বীণাপুস্তকধারী এক দিব্য নারীমূর্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।  বিশদ

10th  February, 2019
পৃথিবীর কয়েকটি উঁচু মূর্তি

স্ট্যাচু অব ইউনিটি: ভারতের গুজরাতে তৈরি হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি। উচ্চতা ১৮২ মিটার। সর্দার সরোবর বাঁধের কাছে তৈরি এই মূর্তি ৫৮ মিটার বেসের উপর রাখা হয়েছে। ২০১৩ সালের অক্টোবরে এর নির্মাণ কাজ শুরু হয়। বায়ুর গতিবেগ ঘণ্টায় ২২০ কিলোমিটার হলেও মূর্তির ক্ষতি হবে না। আবার ৬.৫ কম্পন মাত্রাও ক্ষতি করতে পারবে না।
বিশদ

03rd  February, 2019
বইমেলায় এখন আর বই চুরি নেই!

মাঠের একটা ফাঁকা জায়গায় বসে বাদামভাজা খেতে খেতে আমরা যে যার মতো বইয়ের পাতা ওল্টাছিলাম। এই সময় ছোটকাকু বললেন, সেই কবে থেকে বইমেলায় আসছি। আমাদের কৈশোর কালে দেখেছি সববয়সি সব পাঠকের হাতে কোনও না কোনও বই। সেই ছবি এখন বদলে গিয়েছে।
বিশদ

03rd  February, 2019
অসাধারণ যন্ত্রমানবীর গল্প

 তোমাদের কী ইচ্ছে আমি জানি না। তবে আমার একটা নিজস্ব রোবট রাখার খুব ইচ্ছে। ইচ্ছেটা অনেকটা শুকনো সন্দেশের পর জল খাওয়ার মতোই তীব্র। হ্যাঁ, রোবটটা শুধু আমার কথাই শুনবে। এই ধরো স্কুলে যেতে দেরি হয়ে যায় অনেকের। তখন রোবটটা তোমাকে কোলে করে নিয়ে সাঁ করে আকাশে উড়ে যাবে। তারপর স্কুলের মাঠে আলতো করে নামিয়ে দেবে। সব বন্ধুরা কেমন দেখবে হাঁ করে। রাস্তায় ছেলেধরা ঘুরছে?
বিশদ

03rd  February, 2019
মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে
কীভাবে নম্বর বাড়াবে ? 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ভৌতবিজ্ঞান। মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে বেশি নম্বর পাওয়ার জন্য যে যে বিষয়গুলি খুঁটিয়ে পড়বে পরামর্শ দিচ্ছেন কল্যাণনগর বিদ্যাপীঠ, রহড়ার ভৌতবিজ্ঞানের শিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়। 
বিশদ

20th  January, 2019
বাঁচবো-র উদ্যোগে সুন্দরবনে শিশুদের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান 

স্বামীজির ১৫৭তম জন্মবার্ষিকীতে গত ১২ জানুয়ারি জাতীয় যুব দিবসের দিনে সুন্দরবনের ছোট ছোট শিশুরা তুলে ধরল তাদের ক্রীড়া নৈপুণ্য। পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁচবো পরিচালিত বিকশিত স্কুলের ৩ থেকে ৭ বছরের এক ঝাঁক ছাত্রছাত্রী অংশ নিয়েছিল বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠানে।  
বিশদ

20th  January, 2019
ছোট্ট সুভাষের দেশপ্রেম 

মাথায় টুপি, কোট, টাই, প্যান্টের সুভাষকে ক্লাসে অন্যান্য ধুতি-পাঞ্জাবি পরা ছাত্রদের মাঝে বড়ই বেমানান লাগছিল। সুভাষ নিজেও সেটা অনুভব করছিল। তবুও মাথা উঁচু করে পণ্ডিত মশাইয়ের চোখে চোখ রেখে বসেছিল সে। 
বিশদ

20th  January, 2019
সার্কাস সার্কাস

সার্কাস দেখার মজাই আলাদা। কিন্তু কীভাবে এল এই সার্কাস? কোথায় প্রথম সার্কাসের দল তৈরি হয়েছিল? জানো কি? সঞ্জয় চট্টোপাধ্যায় জানাচ্ছেন তোমাদের।
শীতের ছুটি মানেই দেদার মজা! মিঠে রোদ গায়ে মেখে ঘুরে বেড়ানো এবং খাওয়া-দাওয়া। আর কাছেপিঠে বেড়ানো মানেই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিকো পার্ক, ইকো পার্ক, বিড়লা তারামণ্ডল এবং অবশ্যই উপরি পাওনা সার্কাস।
 
বিশদ

20th  January, 2019
মাধ্যমিকে জীবন বিজ্ঞানে
কীভাবে নম্বর বাড়াবে ?

মাধ্যমিকে জীবন বিজ্ঞানের ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ অধ্যায় খুঁটিয়ে পড়ো পরামর্শ দিচ্ছেন বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত। মাধ্যমিক ২০১৯-এ জীবন বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির দুচার কথা নিয়ে এই আলোচনা শুরু করা যায়। প্রস্তুতির প্রথম পর্যায় সম্পূর্ণ, কারণ নির্বাচনী পরীক্ষা শেষ। সেখানে সিলেবাস আগাগোড়া পড়ে ফেলা হয়েছে একবার। এবার প্রস্তুতি ফাইনাল ম্যাচের। তবে এই আলোচনায় আমরা আজ জীবন বিজ্ঞান পাঠ্যক্রমের প্রথম ইউনিট, ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ নিয়ে কিছু কথা বলে নিতে চাই।
বিশদ

13th  January, 2019
ব্ল্যাকবোর্ড 

চিলড্রেন’স সায়েন্স কংগ্রেস
তোমরা হয়তো অনেকেই জানো গত ৭ জানুয়ারি শেষ হয়েছে চিলড্রেন’স সায়েন্স কংগ্রেস। এটি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের একটি অন্যতম বিভাগ। ছোটদের আরও বেশি করে বিজ্ঞানমনস্ক করে তুলতেই এই উদ্যোগ। 
বিশদ

13th  January, 2019
মিঠে রোদ্দুরে দে ছুট 

মিঠে রোদ গায়ে মেখে লাফ ঝাঁপ দৌড় হুড়োহুড়ি... । স্কুলের স্পোর্টস মানেই একরাশ আনন্দ। জেতা হারার হিসেব মেলানো নয়। তোমাদের জন্য লিখল বিভিন্ন স্কুলের ছোট্ট বন্ধুরা।
 
বিশদ

13th  January, 2019
ছোটদের রান্নাঘর

তোমাদের জন্য শুরু হল একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন কাফে ড্রিফটার রেস্তরাঁর শেফ সুপ্রিয় সিং। 
বিশদ

06th  January, 2019
শীতের রোদ গায়ে মেখে চড়ুইভাতি 

চড়ুইভাতি, বনভোজন বা পিকনিক যে নামেই ডাকা হোক না কেন শীতকাল এলেই শুরু হয়ে যায় তার তোড়জোড়। তারপর একদিন ভোরবেলায় সদলবলে হুশ করে বেরিয়ে পড়া...। আমাদের দেওয়া বিজ্ঞপ্তির জবাবে ছোট্ট বন্ধুরা লিখে পাঠিয়েছে তাদের চড়ুইভাতির গপ্পো।  
বিশদ

06th  January, 2019
একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার আইনজীবীরা তাঁদের সব দাবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ রাজ্যের অন্যত্র স্মারকলিপি মারফত জমা করলেন। আইনজীবীদের কল্যাণে ও কিছুটা মামলাকারীদের ...

 বিএনএ, চুঁচুড়া: শ্রীরামপুরে দিল্লি রোড লাগোয়া বন্ধ বিস্কুট কারখানার দখল নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে ওই বন্ধ বিস্কুট কারখানার দরজায় সম্পত্তি দখলের নোটিস দেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকরা। ...

সংবাদদাতা, রামপুরহাট: নাতির উপনয়নের জন্য সোনার গয়না কিনে বাড়ি ফেরার পথে কেপমারদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন রামপুরহাট থানার খরুণ গ্রামের প্রাক্তন শিক্ষক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের জনবহুল কামারপট্টি মোড়ে।  ...

 পালঘর, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলার বাইসর থেকে গ্রেপ্তার করা হল ২৩ বছরের এক যুবককে। মঙ্গলবার পুলিস জানিয়েছে, রবিবার হোটেলে আটকে রেখে ফয়জল সাইফি নামে ওই যুবক প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ করে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম
১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর হয়।
১৯৪৫: অভিনেতা বিনোদ মেহরার জন্ম
১৯৬০: ফ্রান্সের সফল পরমাণু পরীক্ষা
১৯৮৫: টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.০৪ টাকা ৭১.৭৪ টাকা
পাউন্ড ৮৯.৬৫ টাকা ৯২.৯০ টাকা
ইউরো ৭৮.৪৪ টাকা ৮১.৪২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১, ৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ২৩/৫২ দিবা ৩/৪৭। কৃত্তিকা ৪০/৩৩ রাত্রি ১০/২৭। সূ উ ৬/১৪/১৩, অ ৫/২৭/৫২, অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৯/৫৮ গতে ১১/২৮ মধ্যে পুনঃ ৩/১২ গতে ৪/৪৩ মধ্যে। রাত্রি ৬/১৯ গতে ৮/৫১ মধ্যে পুনঃ ১/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ৯/২ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/১৫ মধ্যে, কালরাত্রি ৩/২ গতে ৪/৩৮ মধ্যে।
২৯ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ১০/৩৭/৩১। কৃত্তিকানক্ষত্র সন্ধ্যা ৫/৫৭/২৪, সূ উ ৬/১৫/২৬, অ ৫/২৬/৭, অমৃতযোগ দিবা ৭/৪৪/৫১ মধ্যে ও ৯/৫৯/০ থেকে ১১/২৮/২৫ মধ্যে ও ৩/১১/৫৯ থেকে ৪/৪১/২৪ মধ্যে এবং রাত্রি ৬/১৭/২৪ থেকে ৮/৫১/১৬ মধ্যে ও ১/৫৯/০ থেকে ৬/১৫/২৫ মধ্যে, বারবেলা ১১/৫০/৪৬ থেকে ১/১৪/৩৬ মধ্যে, কালবেলা ৯/৩/৬ থেকে ১০/২৬/৫৬ মধ্যে, কালরাত্রি ৩/৫২/২৫ থেকে ৫/২৮/৩৬ মধ্যে।
৭ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম১৯৩১ - ব্রিটিশ ...বিশদ

07:03:20 PM

ঝাড়গ্রামে গাড়ি উল্টে জখম ৬ মাধ্যমিক পরীক্ষার্থী
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে জখম ৬ ...বিশদ

05:14:00 PM

কাটোয়ায় পরীক্ষার সেন্টার থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীনি, চাঞ্চল্য 

03:33:32 PM

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে মন্ত্রী গৌতম দেব 

02:27:00 PM

দমদমে সুড়ঙ্গে আটকে গেল মেট্রো
ফের বিভ্রাট মেট্রোয়। এদিন বেলা ১২:৫৮ মিনিটে দমদম ও বেলগাছিয়ার ...বিশদ

02:23:00 PM