Bartaman Patrika
হ য ব র ল
 

মিঠে রোদ্দুরে দে ছুট 

মিঠে রোদ গায়ে মেখে লাফ ঝাঁপ দৌড় হুড়োহুড়ি... । স্কুলের স্পোর্টস মানেই একরাশ আনন্দ। জেতা হারার হিসেব মেলানো নয়। তোমাদের জন্য লিখল বিভিন্ন স্কুলের ছোট্ট বন্ধুরা।


আমার স্কুলের স্পোর্টস
স্পোর্টস শব্দটি শুনলেই সবার আগে যা মনে পড়ে তা হল কমলালেবুর রঙের মিঠেরোদ্দুরের শীতসকালে হইহই এক খেলার মাঠ যেখানে আমরা ভুবনমালা-কুন্দমালা-কাদম্বিনী-চন্দ্রমুখীরা রঙে রঙে ছড়িয়ে পড়ি।সেদিনটায় না থাকে বইখাতার স্তূপ পর্বত না থাকে পরীক্ষার গ্রস্ত উপত্যকা!
সকালের প্রার্থনাসভায় সত্যিকারের আনন্দ নিয়ে আমরা শপথ নিই খেলাধুলোর  সমস্ত নিয়ম মান্য করেই আজকের প্রতিযোগিতায় ভাগ নেব। বছরের এই  দিনটিতে যেন দিদিমণিরাও ক্লাসরুমের গাম্ভীর্যের মুখোশটা সরিয়ে রেখে আমাদের খেলার সাথী হয়ে ওঠেন। শিশুশ্রেণী-মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সবার জন্য দৌড়-বস্তাদৌড়-লাফদড়ি-শটপাট-হাইজাম্প-লংজাম্প-রিলে রেস-যেমন খুশি সাজোর তালিকার পর সবচেয়ে মজা হয় নবম-একাদশের দড়িটানাটানি আর  দিদিমণিদের খেলার ইভেন্ট দুটোতে! খেলার জগতের বিখ্যাত মানুষদের এইদিন স্কুলের মাঠে পাই বিশেষ অতিথি হিসেবে। মন না চাইলেও সব খুশির দিনের মতোই ফুরিয়ে আসে বেলা, বেথুনস্কুলের প্রাক্তনীছাত্রী হয়েও যোগ দিতে পারব এইদিন একটি বিশেষ ইভেন্টে জানা থাকলেও স্কুলের এই প্রিয় পোশাকের দিকে  আর ওই কাপ-মেডেলের দিকে তাকিয়ে মনকেমনের দোটানা নিয়ে বাড়ির পথ ধরি। বুকের মধ্যে গুনগুন করি,‘বেথুন স্কুল -সে যে গো মোর’—শহর কলকাতায় ক্লাসরুমের পাশেই এমন সবুজমাঠের খেলাভরা আর কটি স্কুল আছে বলো তো! 


সারাবছর অপেক্ষা করে থাকি
প্রতি বছরের মতো এবছরও আমার বিদ্যালয়ে অর্থাৎ বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত ১০ জানুয়ারি। নতুন বছরের শুরু থেকেই ছাত্রদের মধ্যে এই মহামিলনের দিনটিকে ঘিরে উদ্দীপনা শুরু হয়। প্রতি বছরের মতো এ বছরও ক্রীড়ার এই মহোৎসবে যোগদানকারী ছাত্রদের আরও উৎসাহী করার উদ্দেশ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক ধরণীধর রায়চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব প্রসাদরঞ্জন রায়। অনুষ্ঠানের সূচনা হয় কুচকাওয়াজ, ক্রীড়া পতাকা উত্তোলন ও শপথবাক্য পাঠ করার মাধ্যমে। অভিভাবকগণ যাঁরা এই মহামিলনে অংশ নেন তাঁদের মনোরঞ্জনের জন্য দুটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দের জন্যও দুটি আকর্ষণীয় বিভাগ ছিল। সব ছাত্রদের জন্য আয়োজিত হয়েছিল ‘যেমন খুশি সাজো’। অবশেষে ধন্যবাদ জ্ঞাপন, পুরস্কার বিতরণ এবং পতাকা অবনমনের মাধ্যমে আমাদের এই মহাযজ্ঞের সমাপ্তি ঘটে। বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য আমি সারাবছর অপেক্ষা করে থাকি। প্রতিযোগিতার প্রাথমিক পর্বের দিনগুলি ও চূড়ান্ত পর্যায়ের দিনের উদ্দীপনা ও আনন্দের স্মৃতি আজীবন আমাদের মনে থেকে যাবে।


জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়

বিদ্যালয়জীবনের পড়াশুনা ও পরীক্ষার একঘেয়েমির মাঝে শীতের মিঠে রোদ গায়ে মেখে উপস্থিত হয় বার্ষিক ক্রীড়া-প্রতিযোগিতা। বিগত কয়েক বছর ধরে কোনও ক্রীড়া শিক্ষিকা না থাকা সত্ত্বেও সব শিক্ষিকা প্রচেষ্টা ও আমাদের ছাত্রীদের অদম্য উৎসাহে প্রতিবছর সফলতার সঙ্গে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দলগত কুচকাওয়াজ ও শপথবাক্য পাঠের মাধ্যমে শুভ সূচনা ঘটে। শীতের দুপুরের অলসতা কাটিয়ে ওই একটা দিন ছাত্রীরা উৎসুক হয়ে উঠি—চারটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে। বছরের এই সময়টা বন্ধুত্ব ভুলে আমরা সবাই নিজেদের দলের প্রতি অনেকটা বেশি দায়িত্ববান, শ্রদ্ধাশীল হয়ে উঠি। মূল পর্বের নির্বাচনী প্রতিযোগিতা থেকেই এই রেষারেষি শুরু হয়। কয়েকটা দিনের জন্য পড়াশুনায় খানিকটা ফাঁকি দিয়ে সবাই ব্যস্ত হয়ে ওঠে দলগত প্রতিযোগিতাতে সেরা দেওয়ার ‘স্ট্রাটেজি’ তৈরিতে। এর সঙ্গে তাল মিলিয়ে চলে কুচকাওয়াজের অনুশীলন। কারণ, ক্রীড়া প্রতিযোগিতার সেরা দল প্রাপ্ত নম্বর থেকে বোঝা গেলেও কুচকাওয়াজে বিজয়ী দলের নাম ঘোষণা হয় সবশেষে। নিজের দলকে শ্রেষ্ঠ স্থান লাভ করানোটাই হয়ে ওঠে ধ্যানজ্ঞান। এসবের মাঝে, একেবারেই ছোট ছোট বোনের ব্যাঙ দৌড়, লজেন্স দৌড় আমাদের আনন্দ দেয়। একইসঙ্গে উপভোগ করি আমাদের ভারসাম্য দৌড়, প্রতিবন্ধক দৌড়। আবার, যখন একক বিভাগে নিজের দলের না হয়ে নিজের শ্রেণীর কোনও বন্ধু জয়লাভ করে, দলকে না জেতাতে পারার দুঃখের মধ্যেও সহপাঠী হিসেবে বুক গর্বে ভরে ওঠে। কিন্তু, এই দলাদলিও শেষ হয়ে যায় বিভাগীয় রিলেতে। মাধ্যমিক বিভাগের চার দলের সেরা চার দৌড়বাজ কাঁধে কাঁধ মিলিয়ে নামে উচ্চমাধ্যমিক বিভাগকে হারানোর জন্য। আর
দল নয় তখন সবাই মিলে ‘চিয়ার আপ’ করে সব দলের জন্য। প্রতিযোগিতার নিয়ম মেনে কেউ জেতে কেউ বা হারে। অবশেষে কুচকাওয়াজের দ্বারা জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নতুন করে শুরু হয় আগামী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার স্বপ্ন দেখা। প্রতিবছরই এই কয়েকটা দিন আমাদের কর্তব্যনিষ্ঠ, নিয়মানুবর্তী, শৃঙ্খলাপরায়ণ ও ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়ে যায়।  

খেলা মানুষকে পরিশ্রমী ও সংযমী করে তোলে
আমি একজন আদিবাসী ছাত্র হিসেবে আমাদের বিদ্যালয়ের আবাসিক আশ্রমে থেকে পড়ার সুযোগ পেয়েছি। খেলাধুলোয় অংশ নিয়ে যে আত্মবিশ্বাস জন্মায়, তা দিয়ে আমি বিদ্যালয়ে অনুষ্ঠিত সব প্রতিযোগিতা যেমন বিতর্ক, নাটক, আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণ করি। এতে আমার পড়াশোনার মানও অনেক উন্নত হয়েছে। জ্ঞান হওয়ার পর থেকেই পড়াশোনা ও খেলাধুলা সমান্তরাল ভাবে আমার রক্তে প্রবাহিত হতে থাকে। স্বাভাবিকভাবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ, সাফল্যলাভ ও পুরস্কার প্রাপ্তি একটি উল্লেখযোগ্য ঘটনা। ৪০০ মিটার দৌড়, হাইজাম্প, লংজাম্প ইত্যাদি ইভেন্টগুলিতে আমার সক্রিয় অংশগ্রহণ আমাকে খেলার প্রতি অনেকখানি আকর্ষিত করেছে। গতবছর ২৫ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পতাকা উত্তোলন করে শুভ সূচনা করেছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার কবীর বোস ও আমাদের আশ্রম সম্পাদক স্বামী জয়ানন্দ মহারাজজি। খেলার নিয়মানুযায়ী উচ্চতা অনুসারে জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র তিনটি বিভাগ থাকে। প্রতি বিভাগে ৬টি ইভেন্টের মধ্যে একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টিতে অংশগ্রহণ করতে পারে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও বিজিত প্রতিযোগীদের আগামী দিনে কঠিন লড়াইয়ে অনুপ্রাণিত করেন। আমি লংজাম্পে ব্যর্থ হলেও বাকি ২টি ইভেন্টে ২০০ মিটার ও ৪০০ মিটারে দৌড়ে প্রথমস্থান অধিকার করেছিলাম। খেলার প্রয়োজনীয়তা, শৃঙ্খলা, দক্ষতা জীবনের প্রতিটি পদক্ষেপে কতখানি জরুরি তা প্রধান অতিথির ভাষণ থেকে জানতে পেরেছিলাম। এত বছর ধরে খেলায় অংশগ্রহণ করে আমার মনে হয়েছে যে দক্ষতা ও লড়াই সাফল্যলাভের মূল চাবিকাঠি। নিয়মিত শরীর চর্চাই সুস্থ মন ও জীবনী শক্তির প্রধান রসদ। খেলা মানুষকে পরিশ্রমী ও সংযমী করে তোলে। অবশেষে বলতে পারি বিদ্যালয়ের ক্রীড়া আমাদের পরবর্তী জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাজল রেসে প্রথম হয়েছিলাম

এমনিতে আমাদের স্কুলের নিজস্ব মাঠ নেই, খেলা বলতে টিফিনের সময় স্কুলের ক্লাস রুমের সামনে বারান্দায় অথবা সামনে ছোট্ট প্রাঙ্গণে। আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ভরসা প্রেসিডেন্সি কলেজের মাঠ। ছেলেবেলায় প্রায় ছ’বছর বয়সে হিন্দু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এক বিশেষ ঘটনা আজও আমার স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে। ‘পাজ্‌ল রেস’ ইভেন্টের নিয়মানুযায়ী দৌড় শুরু করে কিছু দূরে বক্সে এলোমেলো পাজ্‌ল রেসকে সাজিয়ে, দৌড়ে ফিনিশিং লাইনে পৌঁছাতে হবে। আমার এই প্রিয় ইভেন্ট যথারীতি শুরু হল। তাড়াতাড়ি দৌড়ে পাজ্‌ল রেস-এর সামনে পৌঁছে একেবারে বসে পড়ে ধীর-স্থিরভাবে সাজানো শুরু করলাম, সবাই চিৎকার করছে ‘তাড়াতাড়ি সাজিয়ে দৌড়ো, দৌড়ো ...!’ তখন হুঁশ ফিরে পেয়ে প্রাণপণে ছুটতে লাগলাম, দেখি আমার আগেই অনেকে পৌঁছে গেছে। বিষণ্ণ মনে মায়ের হাত ধরে মাঠ থেকে বেরচ্ছি ,তখন মাইকে প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হচ্ছে, ‘পাজ্‌ল রেস-এ প্রথম বিপ্রজিৎ পোদ্দার, দ্বিতীয়...’। মুহূর্তের জন্য মনে হল কী শুনছি, কোনও কথাই যেন কানে যাচ্ছে না, হতবাক হয়ে মায়ের মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম ! সেই বয়সে প্রথম ধীর-স্থিরতা ও বিচক্ষণতার  পুরস্কার পেলাম,আজও জীবনে তা মেনে চলার চেষ্টা করি।
13th  January, 2019
বইমেলা কি পড়ার আগ্রহ ফেরাবে? 

বইমেলা শেষ আগামীকাল। রাত ন’টায় ঢং ঢং করে ঘণ্টা বাজলেই শুরু হয়ে যাবে দল বেঁধে গান আর মেলা প্রদক্ষিণ। বইকে ঘিরে খাওয়া-দাওয়া, আড্ডা আর হইচই বচ্ছরকার মতো শেষ। বইমেলা নিয়ে রইল কিছু কথা। 
বিশদ

10th  February, 2019
আজ বিদ্যাদেবীর আরাধনা 

দেবী সরস্বতীর উল্লেখ প্রথম পাওয়া যায় ঋগ্বেদে। সরস্বতী-লক্ষ্মী-পার্বতী, এই ত্রিদেবীর অন্যতম হলেন তিনি। ধ্যানমন্ত্রে তাঁকে শ্বেতবর্ণা, শ্বেতবস্ত্র পরিহিতা, শ্বেতপদ্মে আসীন, মুক্তোর হারে ভূষিতা, বীণাপুস্তকধারী এক দিব্য নারীমূর্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।  বিশদ

10th  February, 2019
আগামী মঙ্গলবার শুরু মাধ্যমিক
পরীক্ষার শেষ মুহূর্তে ভালো
নম্বর পাওয়ার কিছু টিপস

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। তাই আজ তোমাদের জন্য মার্কশিট বিভাগে রইল বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার টিপস। আলোচনা করেছেন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। 
বিশদ

10th  February, 2019
পৃথিবীর কয়েকটি উঁচু মূর্তি

স্ট্যাচু অব ইউনিটি: ভারতের গুজরাতে তৈরি হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি। উচ্চতা ১৮২ মিটার। সর্দার সরোবর বাঁধের কাছে তৈরি এই মূর্তি ৫৮ মিটার বেসের উপর রাখা হয়েছে। ২০১৩ সালের অক্টোবরে এর নির্মাণ কাজ শুরু হয়। বায়ুর গতিবেগ ঘণ্টায় ২২০ কিলোমিটার হলেও মূর্তির ক্ষতি হবে না। আবার ৬.৫ কম্পন মাত্রাও ক্ষতি করতে পারবে না।
বিশদ

03rd  February, 2019
বইমেলায় এখন আর বই চুরি নেই!

মাঠের একটা ফাঁকা জায়গায় বসে বাদামভাজা খেতে খেতে আমরা যে যার মতো বইয়ের পাতা ওল্টাছিলাম। এই সময় ছোটকাকু বললেন, সেই কবে থেকে বইমেলায় আসছি। আমাদের কৈশোর কালে দেখেছি সববয়সি সব পাঠকের হাতে কোনও না কোনও বই। সেই ছবি এখন বদলে গিয়েছে।
বিশদ

03rd  February, 2019
অসাধারণ যন্ত্রমানবীর গল্প

 তোমাদের কী ইচ্ছে আমি জানি না। তবে আমার একটা নিজস্ব রোবট রাখার খুব ইচ্ছে। ইচ্ছেটা অনেকটা শুকনো সন্দেশের পর জল খাওয়ার মতোই তীব্র। হ্যাঁ, রোবটটা শুধু আমার কথাই শুনবে। এই ধরো স্কুলে যেতে দেরি হয়ে যায় অনেকের। তখন রোবটটা তোমাকে কোলে করে নিয়ে সাঁ করে আকাশে উড়ে যাবে। তারপর স্কুলের মাঠে আলতো করে নামিয়ে দেবে। সব বন্ধুরা কেমন দেখবে হাঁ করে। রাস্তায় ছেলেধরা ঘুরছে?
বিশদ

03rd  February, 2019
মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে
কীভাবে নম্বর বাড়াবে ? 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ভৌতবিজ্ঞান। মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে বেশি নম্বর পাওয়ার জন্য যে যে বিষয়গুলি খুঁটিয়ে পড়বে পরামর্শ দিচ্ছেন কল্যাণনগর বিদ্যাপীঠ, রহড়ার ভৌতবিজ্ঞানের শিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়। 
বিশদ

20th  January, 2019
বাঁচবো-র উদ্যোগে সুন্দরবনে শিশুদের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান 

স্বামীজির ১৫৭তম জন্মবার্ষিকীতে গত ১২ জানুয়ারি জাতীয় যুব দিবসের দিনে সুন্দরবনের ছোট ছোট শিশুরা তুলে ধরল তাদের ক্রীড়া নৈপুণ্য। পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁচবো পরিচালিত বিকশিত স্কুলের ৩ থেকে ৭ বছরের এক ঝাঁক ছাত্রছাত্রী অংশ নিয়েছিল বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠানে।  
বিশদ

20th  January, 2019
ছোট্ট সুভাষের দেশপ্রেম 

মাথায় টুপি, কোট, টাই, প্যান্টের সুভাষকে ক্লাসে অন্যান্য ধুতি-পাঞ্জাবি পরা ছাত্রদের মাঝে বড়ই বেমানান লাগছিল। সুভাষ নিজেও সেটা অনুভব করছিল। তবুও মাথা উঁচু করে পণ্ডিত মশাইয়ের চোখে চোখ রেখে বসেছিল সে। 
বিশদ

20th  January, 2019
সার্কাস সার্কাস

সার্কাস দেখার মজাই আলাদা। কিন্তু কীভাবে এল এই সার্কাস? কোথায় প্রথম সার্কাসের দল তৈরি হয়েছিল? জানো কি? সঞ্জয় চট্টোপাধ্যায় জানাচ্ছেন তোমাদের।
শীতের ছুটি মানেই দেদার মজা! মিঠে রোদ গায়ে মেখে ঘুরে বেড়ানো এবং খাওয়া-দাওয়া। আর কাছেপিঠে বেড়ানো মানেই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিকো পার্ক, ইকো পার্ক, বিড়লা তারামণ্ডল এবং অবশ্যই উপরি পাওনা সার্কাস।
 
বিশদ

20th  January, 2019
মাধ্যমিকে জীবন বিজ্ঞানে
কীভাবে নম্বর বাড়াবে ?

মাধ্যমিকে জীবন বিজ্ঞানের ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ অধ্যায় খুঁটিয়ে পড়ো পরামর্শ দিচ্ছেন বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত। মাধ্যমিক ২০১৯-এ জীবন বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির দুচার কথা নিয়ে এই আলোচনা শুরু করা যায়। প্রস্তুতির প্রথম পর্যায় সম্পূর্ণ, কারণ নির্বাচনী পরীক্ষা শেষ। সেখানে সিলেবাস আগাগোড়া পড়ে ফেলা হয়েছে একবার। এবার প্রস্তুতি ফাইনাল ম্যাচের। তবে এই আলোচনায় আমরা আজ জীবন বিজ্ঞান পাঠ্যক্রমের প্রথম ইউনিট, ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ নিয়ে কিছু কথা বলে নিতে চাই।
বিশদ

13th  January, 2019
ব্ল্যাকবোর্ড 

চিলড্রেন’স সায়েন্স কংগ্রেস
তোমরা হয়তো অনেকেই জানো গত ৭ জানুয়ারি শেষ হয়েছে চিলড্রেন’স সায়েন্স কংগ্রেস। এটি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের একটি অন্যতম বিভাগ। ছোটদের আরও বেশি করে বিজ্ঞানমনস্ক করে তুলতেই এই উদ্যোগ। 
বিশদ

13th  January, 2019
ছোটদের রান্নাঘর

তোমাদের জন্য শুরু হল একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন কাফে ড্রিফটার রেস্তরাঁর শেফ সুপ্রিয় সিং। 
বিশদ

06th  January, 2019
শীতের রোদ গায়ে মেখে চড়ুইভাতি 

চড়ুইভাতি, বনভোজন বা পিকনিক যে নামেই ডাকা হোক না কেন শীতকাল এলেই শুরু হয়ে যায় তার তোড়জোড়। তারপর একদিন ভোরবেলায় সদলবলে হুশ করে বেরিয়ে পড়া...। আমাদের দেওয়া বিজ্ঞপ্তির জবাবে ছোট্ট বন্ধুরা লিখে পাঠিয়েছে তাদের চড়ুইভাতির গপ্পো।  
বিশদ

06th  January, 2019
একনজরে
 বিএনএ, চুঁচুড়া: শ্রীরামপুরে দিল্লি রোড লাগোয়া বন্ধ বিস্কুট কারখানার দখল নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে ওই বন্ধ বিস্কুট কারখানার দরজায় সম্পত্তি দখলের নোটিস দেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকরা। ...

সংবাদদাতা, রামপুরহাট: নাতির উপনয়নের জন্য সোনার গয়না কিনে বাড়ি ফেরার পথে কেপমারদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন রামপুরহাট থানার খরুণ গ্রামের প্রাক্তন শিক্ষক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের জনবহুল কামারপট্টি মোড়ে।  ...

সংবাদদাতা, গাজোল: মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাসস্ট্যান্ডের পরিকাঠামো উন্নয়নের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। এজন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ২০ লক্ষ টাকা অনুমোদন করেছে। বাসস্ট্যান্ডকে ওই টাকায় ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।   ...

 চেন্নাই, ১২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের সুবাদে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন পেস অলরাউন্ডার বিজয় শঙ্কর। তিনি বলেছেন, ‘ভারতীয় দলে থাকার সুবাদে সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম
১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর হয়।
১৯৪৫: অভিনেতা বিনোদ মেহরার জন্ম
১৯৬০: ফ্রান্সের সফল পরমাণু পরীক্ষা
১৯৮৫: টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.০৪ টাকা ৭১.৭৪ টাকা
পাউন্ড ৮৯.৬৫ টাকা ৯২.৯০ টাকা
ইউরো ৭৮.৪৪ টাকা ৮১.৪২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১, ৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ২৩/৫২ দিবা ৩/৪৭। কৃত্তিকা ৪০/৩৩ রাত্রি ১০/২৭। সূ উ ৬/১৪/১৩, অ ৫/২৭/৫২, অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৯/৫৮ গতে ১১/২৮ মধ্যে পুনঃ ৩/১২ গতে ৪/৪৩ মধ্যে। রাত্রি ৬/১৯ গতে ৮/৫১ মধ্যে পুনঃ ১/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ৯/২ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/১৫ মধ্যে, কালরাত্রি ৩/২ গতে ৪/৩৮ মধ্যে।
২৯ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ১০/৩৭/৩১। কৃত্তিকানক্ষত্র সন্ধ্যা ৫/৫৭/২৪, সূ উ ৬/১৫/২৬, অ ৫/২৬/৭, অমৃতযোগ দিবা ৭/৪৪/৫১ মধ্যে ও ৯/৫৯/০ থেকে ১১/২৮/২৫ মধ্যে ও ৩/১১/৫৯ থেকে ৪/৪১/২৪ মধ্যে এবং রাত্রি ৬/১৭/২৪ থেকে ৮/৫১/১৬ মধ্যে ও ১/৫৯/০ থেকে ৬/১৫/২৫ মধ্যে, বারবেলা ১১/৫০/৪৬ থেকে ১/১৪/৩৬ মধ্যে, কালবেলা ৯/৩/৬ থেকে ১০/২৬/৫৬ মধ্যে, কালরাত্রি ৩/৫২/২৫ থেকে ৫/২৮/৩৬ মধ্যে।
৭ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম১৯৩১ - ব্রিটিশ ...বিশদ

07:03:20 PM

ঝাড়গ্রামে গাড়ি উল্টে জখম ৬ মাধ্যমিক পরীক্ষার্থী
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে জখম ৬ ...বিশদ

05:14:00 PM

কাটোয়ায় পরীক্ষার সেন্টার থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীনি, চাঞ্চল্য 

03:33:32 PM

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে মন্ত্রী গৌতম দেব 

02:27:00 PM

দমদমে সুড়ঙ্গে আটকে গেল মেট্রো
ফের বিভ্রাট মেট্রোয়। এদিন বেলা ১২:৫৮ মিনিটে দমদম ও বেলগাছিয়ার ...বিশদ

02:23:00 PM