বিদ্যায় অস্থির মানসিকতা থাকবে। কর্মপ্রার্থীদের কোনও শুভ যোগাযোগ হতে পারে। রাগ বা জেদের বশে কারও ... বিশদ
কী কী পাওয়া যাবে জানাই আপনাদের। চমকদার দেওয়ালের জন্য আছে নানা ধরনের নানান দামের ওয়াল পেপারের সম্ভার। আবার আপনার যদি বাসনা থাকে শোওয়ার ঘরের একটা দেওয়ালে আপনাদের যুগলের একটা দারুণ মুহূর্তের ছবি দিয়ে ওয়াল পেপার তৈরি করাবেন বা আপনার ছোট্ট সোনার একটা হাসিমুখ ছবি থাকবে দেওয়াল জুড়ে। তাও তৈরি করে দেবে এরা। আজকাল লিভিং রুমের একটা দেওয়াল অনেকে হাইলাইট করাতে চান। তার জন্যও আছে হরেক অপশন। ওয়াল ও সিলিং প্যানেলের জন্য আছে জিপসাম, পিভিসি ও ডব্লুপিসি-র ডেকর।
ফ্লোরিংয়ের জন্য কম থেকে বেশি সবরকম দামে অনেকরকম অপশন আছে। পিওর উডেন ফ্লোরিং, উডেন লুক ফ্লোরিং, পিভিসি ফ্লোরিং, ভিনাইল ফ্লোরিং, জিম ফ্লোরিং, ওয়াল টু ওয়াল কার্পেট, টাইলস কার্পেট, আর্টিফিসিয়াল গ্রাস ফ্লোরিং ইত্যাদি রয়েছে। এছাড়া নানান সাইজের কার্পেট রানার পাবেন।
ব্লাইন্ডস এখন মডার্ন লাইফ স্টাইলের অঙ্গ। জানালা, ব্যালকনি ইত্যাদির জন্য নানান শেপের, নানান ডিজাইনের ব্লাইন্ডস রয়েছে এখানে। রোলার, জেব্রা, উডেন, রোমান ইত্যাদি ভ্যারাইটির দাম সাইজ অনুযায়ী। এছাড়া জানালা দরজার রেডিমেড পর্দা, অর্ডার নিয়ে মাপ অনুযায়ী তৈরি পর্দাও পাবেন এখানে।
আর আছে টেকনো ক্র্যাফটের তৈরি মডিউলার ফার্নিচার ও মডিউলার কিচেন। ডাবলবেড ২৩,৮০০ টাকা থেকে দাম শুরু। হাইড্রলিক স্টোরেজ ডাবল বেড ৫৬ হাজার টাকা। টুডোর ওয়ার্ডরোব ১৯৬০০ টাকা, থ্রি ডোর ওয়ার্ডরোব ৩০,৮০০ টাকা থেকে শুরু। আপনার ঘরের সাইজ দেখে মাপ অনুযায়ী ফার্নিচার তৈরিও করে দেবে এরা। মডিউলার কিচেনও তৈরি করে দেবে কিচেনের সাইজ অনুযায়ী। ঘর সাজানোর সব সমাধান এক ছাদের তলায় বিএনআর ডেকর এলএলপি-র স্টোরে।
ঠিকানা: হ্যারিংটন ম্যানসন, ৮, হো চি মিন সরণী, ফার্স্ট ফ্লোর, রুম নং: ২৪বি,
কলকাতা-৭১, ফোন: ৮৭৭৭২৭৯৯৪১
সোমা লাহিড়ী