Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ভারতের ডিপসিক মোমেন্ট
সুদীপ্ত রায়চৌধুরী

‘সবার মুখে একটা কথা প্রায়ই শুনি... কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আমেরিকা ও চীনের মধ্যে কমপক্ষে এক-দু’বছরের ব্যবধান থাকবেই। কিন্তু বাস্তবে ব্যবধান সময়ের নয়। আসল ব্যবধান হল নিজস্বতা ও অনুকরণের মধ্যে। যদি সেখানে পরিবর্তন না আসে, তাহলে চীনকে আজীবন অনুগামী হয়েই থেকে যেতে হবে।’ বছরখানেক আগে এক সাক্ষাৎকারে কথাগুলি বলেছিলেন লিয়াং ওয়েনফেং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ‘ডিপসিক’-এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও।
লিয়াং ওয়েনফেং নামটা অবশ্য তখন একেবারেই অচেনা। হবে নাই বা কেন! সাক্ষাৎকারের মাত্র কয়েক মাস আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে হ্যাংঝাউতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। তাও আবার নিজের তৈরি করা একটি হেজ ফান্ডের অর্থ ব্যবহার করে। ‘প্রতিষ্ঠান’ শব্দটার পরিধি যতটা বড়, তার মধ্যে বোধহয় তখনও ডিপসিককে ধরা যায় না। বরং ‘স্টার্ট আপ’ বললেই বুঝতে সুবিধা হয়। কিন্তু চীনের বাজারে এমন স্টার্ট আপ নতুন বা বড় কোনও বিষয় নয়। শয়ে শয়ে রয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও বাকিদের থেকে একটু অন্যরকম স্বপ্ন দেখেছিলেন ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইলেক্ট্রনিক ইনফর্মেশন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া লিয়াং। তিনি বিশ্বাস করতেন এআই দুনিয়ায় চীন আজীবন আমেরিকার অনুসরণকারী হিসেবে থাকতে পারে না।
নিজের স্বপ্নের উপর বিশ্বাস, আর তা সত্যি করার জন্য যথাযথ পরিকল্পনা-এই দুয়ের মিশেলে কী কী হতে পারে, সময়ে সময়ে তার সাক্ষী হয়েছে ইতিহাস। লিয়াংয়ের স্বপ্নপূরণও কিছুটা সেরকমই। চলতি বছরের ২০ জানুয়ারি বাজারে আসে ‘ডিপসিক-আর ১’। নতুন এই ‘ওপেন সোর্স রিজনিং মডেল’ বাজারে পা রাখতেই তোলপাড় পড়ে যায় বিশ্বজুড়ে। ঠিক যেমনটা হয়েছিল ২০২২ সালে। ওপেনএআই চ্যাটজিপিটি বাজারে ছাড়ার পর। তবে সেই তুলনায় এবারের ছবিটা বেশ অনেকটাই আলাদা। আসলে ডিপসিক ওপেন সোর্স হওয়ার কারণে যে কোনও ব্যবহারকারী এটিকে ডাউনলোড করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। চীনের সংস্থার এই ঘোষণার পরে প্রথম ধাক্কা এসে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা ‘এনভিডিয়া’-র শেয়ার পড়ে যায় প্রায় ১৭ শতাংশ। একদিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬০ হাজার কোটি ডলারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ লক্ষ কোটি টাকা! ধস নামে ব্রডকম, মাইক্রোসফ্ট, গুগল, ন্যাসড্যাকের শেয়ারেও। চাপে পড়ে যায় ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি’। 
চাপ যে শুধু মার্কিন শেয়ার বাজার বা বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার উপরেই পড়েছে এমনটা নয়, চীনের এই চমক উদ্বেগে ফেলে দিয়েছে সদ্যনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। নাহলে শপথগ্রহণের মাত্র কয়েকদিনের মাথায়, হানিমুন পিরিয়ডের মধ্যেই চীনের এআইকে নিয়ে মুখ খুলতে হয় বিশ্বের সর্বশক্তিধর দেশের প্রেসিডেন্টকে! ট্রাম্প সাফ বলেছেন, ‘ডিপসিক যে ঝড় তুলেছে, তাতে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির ঘুম ভাঙা উচিত।’
এখানেই সাফল্য লিয়াং ওয়েনফেংয়ের। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অবিসংবাদী ‘নেতা’ বললে প্রথমেই মাথায় আসে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় রাজত্বের প্রায় পুরোটাই ওপেনএআই, গুগল, মেটা, মাইক্রোসফ্ট, অ্যামাজন, আইবিএম, এনভিডিয়া, অ্যাডোবে, অ্যানথ্রোপিকের মতো বহুজাতিক টেক জায়ান্ট সংস্থাগুলির দখলে। আর এর প্রত্যেকটিরই জন্ম মার্কিন মুলুকে। আপাতত এদের হাত ধরেই বাজারে লগ্নি হচ্ছে কোটি কোটি ডলার। কারণ এখান থেকেই তো আসবে ভবিষ্যতের মুনাফা। কিন্তু ওয়েনফেংয়ের স্টার্ট আপের হাত ধরে সেই বাজারে থাবা বসিয়েছে চীন।
শুধু বাজার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার এই নব অধ্যায়ে প্রযুক্তি ও সেই খাতে খরচও কয়েক গুণ কমিয়ে চমক দিয়েছেন লিয়াং। বর্তমানে বেজিংকে অত্যাধুনিক এনভিডিয়া এআই চিপ রপ্তানি বন্ধ রেখেছে ওয়াশিংটন। কিন্তু ডিপসিক তাদের এআই মডেলের জন্য ব্যবহার করেছে মাত্র ২ হাজার এনভিডিয়া এইচ-৮০০ জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট)। তা নিয়েই চ্যাটজিপিটি ৪-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি লিয়াংয়ের। খরচের হিসেবও বেশ আকর্ষণীয়। ডিপসিকের ‘আর-১’ মডেল তৈরিতে খরচ হয়েছে ৫৬ লক্ষ মার্কিন ডলার। অথচ ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-৪ তৈরিতে খরচ পড়েছে ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি। 
এ থেকে দুটো বিষয় দিনের আলোর মতো স্পষ্ট। প্রযুক্তি আর অর্থ কোনওটাই যে সাফল্যের পথে বড় কোনও বাধা নয়, তা একেবারে হাতেকলমে দেখিয়ে দিয়েছেন লিয়াং। আগামীতে সেই পথেই এগতে পারে ভারতও। কম খরচে উচ্চমানের ল্যাঙ্গুয়েজ মডেল হাতের নাগালে এলে বদলে যাবে ভারতীয় এআই মার্কেটের ছবিটা। বিভিন্ন ক্ষেত্রে সেই মডেল যেমন কার্যকর হবে, তেমনই বাড়বে ব্যবহারকারীর সংখ্যাও। তার জন্য প্রয়োজন ডিপসিকের মতো ওপেন সোর্স। এই ধরনের প্রযুক্তি পেলে ভারতীয় স্টার্টআপগুলির কাজ আরও সহজ হবে। ইতিমধ্যে অনেকেই ডিপসিক মডেলের লোকাল ইস্টলেশন তৈরি করে ফেলেছে। ফলে তাদের আর চীনে থাকা সার্ভারের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এদেশের বাজারেও রীতিমতো হইচই ফেলে দিয়েছে ডিপসিক। মূলত বিনামূল্যে প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়ার কারণেই। অ্যাপফিগারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ডিপসিকের মোট ডাউনলোডের ১৫.৬ শতাংশই হয়েছে ভারতে। এই পরিস্থিতিতে দেশের ডিজিটাল জনতার মন জয়ে ময়দানে নেমেছে মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১০ মাসের মধ্যে নিজেদের এআই অ্যাপ আনবে ভারত। দেশের প্রয়োজনীয়তা বুঝেই তৈরি করা হচ্ছে এআই মডেলগুলি। ডিপসিক এআই মাত্র ২ হাজার জিপিইউ ও চ্যাটজিপিটি ২৫ হাজার জিপিইউ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। সেখানে ভারতে তৈরি নতুন এআই মডেলটি ১৫ হাজার জিপিইউ দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত হবে। আর জিপিইউ প্রশিক্ষণ যত বেশি হবে, কোনও এআই চালিত অ্যাপের দক্ষতাও ততই বাড়বে। তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঘোষণার দিনকয়েক পরে, ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩ সালে কৃষি, স্বাস্থ্য ও পুনর্নবীকরণযোগ্য শহরের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল। এবার ৫০০ কোটি টাকা ব্যয়ে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপিত হবে। দেশের এআই বিকাশের ক্ষেত্রে নির্মলার এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু কিছু প্রশ্ন আছে। বছর বছর নানা প্রকল্প ঘোষণা হচ্ছে। ভালো কথা। কিন্তু কার্যক্ষেত্রে তার প্রতিফলন দেখা যাচ্ছে না কেন? আসলে এর জন্য দায়ী গতানুগতিক স্রোতে গা ভাসিয়ে আমাদের ছক ভাঙতে না চাওয়ার সুললিত স্বভাব। আমরা পড়ছি। জানছি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাও করছি। মেধায় কোনও কমতি নেই। কিন্তু দুনিয়াকে চমকে দেওয়ার মতো এআই মডেল তৈরি করার কাজে তা ব্যবহার হচ্ছে না। তাহলে কীসে হচ্ছে? না, যে সমস্ত প্রযুক্তি হাতের কাছে রয়েছে, তা দিয়ে চলছে নানা অ্যাপ্লিকেশন তৈরির কাজ। এই ভাবনাচিন্তায় পরিবর্তন না এলে ছবিটা বিশেষ বদলাবে না। আমেরিকা, চীনের তৈরি করা প্রযুক্তি ব্যবহার করতে হবে আজীবন। থাকতে হবে বেশ কয়েক বছর পিছিয়েই। নিজস্বতা ও অনুকরণের মধ্যেকার ব্যবধান যেমনটা হয় আর কী।
কথায় বলে, ‘নেসেসিটি ইজ দ্য মাদার অব অল ইনভেনশন’। ডিপসিক নিয়ে আজ বিশ্বজুড়ে যতই লাফালাফি হোক, বাঘা বাঘা তথ্যপ্রযুক্তি সংস্থার বিশেষজ্ঞরা এই মডেলকে প্রশংসায় ভরিয়ে দিন না কেন, তা কিন্তু একদিনে তৈরি হয়নি। লাগাতার দু’বছর নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করে, রাতের পর রাত জেগে কয়েকশো ইঞ্জিনিয়ার-গবেষক মিলে এই এআই মডেলটি তৈরি করেছেন। আমাদেরও নজর দিতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক মৌলিক গবেষণায়। সরকার কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ দেবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে অন্যান্য সংস্থাকেও। গবেষণার জন্য দিতে হবে সময়, অর্থ। কবে সরকারের তরফে কী প্রযুক্তি আনা হবে, সেদিকে হা-পিত্যেশ করে চেয়ে না থেকে জোর দিতে হবে স্টার্ট আপে। যেমন ডিপসিকের বাড়বাড়ন্ত দেখে এগিয়ে এসেছেন ওলার সিইও ভবীশ আগরওয়াল। তাঁর তৈরি করা ইউনিকর্ন স্টার্টআপ ক্রুট্রিম ইতিমধ্যে বেশ কিছু নতুন ‘ওপেন-সোর্স’ এআই মডেল প্রকাশ করেছে। পাশাপাশি, ভারতের জন্য উন্নতমানের এআই প্রযুক্তি তৈরির জন্য ক্রুট্রিমে এবছর ২ হাজার কোটি ও আগামী বছর ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেও জানিয়েছেন ৩৯ বছরের এই উদ্যোগপতি। তবে একটা ক্রুট্রিমে কিছু হবে না। ময়দান অনেক বড়। এই লড়াইয়ে আমেরিকা, চীনের মোকাবিলা করতে হলে এগিয়ে আসতে হবে আরও অনেক সংস্থাকে। সে বড়-মাঝারি সংস্থা বা স্টার্ট আপ—যাই হোক না কেন। ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে হবে। প্রয়োজনে তথ্য বিনিময় করতে হবে। আনতে হবে ওপেন সোর্স মডেল। যারা এগিয়ে রয়েছে কয়েক পা, তারা যদি নতুনদের সাহায্য না করে, লক্ষ্যপূরণ হবে না। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগতে পারলে তবেই সফল হবে ‘মেক ইন ইন্ডিয়া’র স্বপ্ন।
আসলে আমাদের সব আছে। শুধু দরকার লিয়াং ওয়েনফেংয়ের মতো স্বপ্ন দেখার সাহস। আর সেই স্বপ্ন সত্যি করার তাগিদ।
15th  February, 2025
রাজনীতির ওঠাপড়া

এই রাজ্যের দুই প্রধান বিরোধী দলের গ্রহণযোগ্যতা শূন্যে উড়ে বেড়ানো দিশাহীন বেলুনের মতো! আসলে আসন্ন নির্বাচনে সিপিএম, বিজেপি কেউ ক্ষমতা দখলের জন্য লড়াই করছে না। সিপিএম লড়ছে শূন্যের গ্লানি মোচনের লক্ষ্যে। যদিও তাও খুব সহজ হবে না। আর বিজেপি লড়ছে, গতবারের ৭৭টি আসনের অন্তত অর্ধেক আসনে মানরক্ষার টার্গেট হাতে নিয়ে।
বিশদ

ছেঁড়া কাঁথা, তবুও লাখপতি হতে চায় বিজেপি

বঙ্গ বিজেপির অবস্থা যত করুণই হোক না কেন, ‘ভোট পুজো’র ঢাকে কাঠি পড়লেই দিল্লির নেতাদের বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে। ফের বাড়বে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা। কিন্তু তাতে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলাবে না। কারণ বিজেপি আছে টিভিতে, বামেরা আছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু মমতা আছেন মাঠে, ময়দানে, মানুষের পাশে। তাই মাটি দখলের লড়াইয়ে তিনিই এগিয়ে যান অনায়াসে।
  বিশদ

22nd  February, 2025
ব্যর্থ নবরত্নসভা এবং দিল্লির নারী মুখ্যমন্ত্রী 
সমৃদ্ধ দত্ত

নরেন্দ্র মোদির আমলে মনোনীত বিজেপি’র প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তাকে কি দৃষ্টান্তমূলক এক সফল শাসক হয়ে ওঠার সুযোগ আদৌ তাঁর দল দেবে? এটা কিন্তু এক বড়সড় সুযোগ বিজেপির কাছে। প্রমাণ করা যে, তারা নারী ক্ষমতায়নের একটি জোরদার উদাহরণ স্থাপন করে যাচ্ছেন। নাকি দিল্লির মুখ্যমন্ত্রী আর একজন পুতুল হবেন?
বিশদ

21st  February, 2025
‘আত্মঘাতী বাঙালি’র মুখের ভাষা আজ বিপন্ন
তাপসী দাস

সাহেবদের ভাষা বিহনে এখন উচ্চশিক্ষার জগৎ অন্ধকার। শৈশব থেকে তাই ইংরেজি শিখতে হবে। কিন্তু তার সঙ্গে মাতৃভাষা বাংলা ভুলতে হবে কেন? তাকিয়ে দেখুন, দক্ষিণ ভারতের দিকে। ইংরেজি সেখানেও স্বমহিমায় বিরাজমান। তবে কখনওই মাতৃভাষাকে বিসর্জন দিয়ে নয়। আজ দক্ষিণ ভারতের ছেলেমেয়েরা দেশ-বিদেশ সর্বত্রই উচ্চ পদমর্যাদার চাকরিতে বহাল। অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে যদি ভাষাকে যুক্ত করা না যায়, তবে সেই ভাষা একদিন হারিয়ে যেতে বাধ্য।
বিশদ

21st  February, 2025
মিস্টার কো-প্রেসিডেন্ট!
মৃণালকান্তি দাস

মাস্ক এমনভাবে মার্কিন কংগ্রেসের উপরও ছড়ি ঘোরাতে শুরু করেছেন, যেখানে বিভ্রান্ত রিপাবলিকান পার্টির মাথারাও। মাস্ক একেবারে ট্রাম্প সুলভ। প্রতিদিনই কার্যত উল্টোপাল্টা কিছু না কিছু বলেই চলেছেন। সারাক্ষণ সংবাদমাধ্যমের চর্চায় থাকতে ভালোবাসেন। ফলে রিপাবলিকান পার্টি ও ট্রাম্পের প্রশাসনে মাস্কের প্রভাব বাড়ছে দিন-দিন। ‘মাস্কম্যানিয়া’ নামে একটা শব্দই তৈরি হয়ে গিয়েছে আমেরিকায়।
বিশদ

20th  February, 2025
নতুন লড়াইয়ে দৃপ্ত হবে একুশের ময়দান
সন্দীপন বিশ্বাস

বাংলাদেশে উন্মত্ত এই নতুন প্রজন্ম কি চেনে আব্দুল গাফফার চৌধুরীকে? এই মুহূর্তে যারা দাপাদাপি করে দেশটাকে আর একটা পাকিস্তান বানাতে চাইছে, তারা কি চেনে আব্দুল লতিফ কিংবা আলতাফ মামুদকে? এই আত্মঘাতী প্রজন্ম চেনে না রফিক, আজাদ, জব্বারকেও।
বিশদ

19th  February, 2025
সমাজে আলোর দিশারি দুই চিরজাগ্রত আলোকবর্তিকা
অতূণ বন্দ্যোপাধ্যায়

শীতের শেষ বসন্তের আগমন। বসন্ত যেন নতুনের শুরু। প্রকৃতি এই সময় শীতের রুক্ষতা ত্যাগ করে নতুন করে প্রাণবন্ত হয়ে ওঠে। শীত বিদায়ের সঙ্গে সঙ্গে গাছে গাছে গজিয়ে ওঠা নতুন কচি কচি পাতায় প্রকৃতি তার অপরূপ রূপে সেজে ওঠে। ফুল ফোটে।
বিশদ

18th  February, 2025
তথ্য গোপনে প্রাপ্তিটা কী?
শান্তনু দত্তগুপ্ত

কুম্ভ থেকে দিল্লি
কিছুই তো হয়নি! পদপিষ্ট? না না, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। এটাই প্রাথমিক বয়ান। প্রয়াগের কুম্ভ থেকে দিল্লি স্টেশন পর্যন্ত। চারদিকে পড়ে আছে মৃতদেহের স্তূপ।
বিশদ

18th  February, 2025
বাজেটে পরিত্যক্ত উপদেবতারা 
পি চিদম্বরম

 

তামিল ভাষায় একটি প্রবাদ আছে এইরকম: ‘পেটে টান পড়লে দশটার মধ্যে দশটাই উড়ে যাবে’। দশটি হল সম্মান, বংশ, শিক্ষা, উদারতা, জ্ঞান, দান, তপস্যা, প্রচেষ্টা, অধ্যবসায় এবং আকাঙ্ক্ষা। আধুনিক যুগে, নির্বাচনের সময় দশটি—এবং আরও—অনেক গুণ অদৃশ্য হয়ে যায় বলে মনে হয়।
বিশদ

17th  February, 2025
বিকশিত গেরুয়া, দেশ ও মানুষ সেই তিমিরেই?

বিকশিত ভারত, না বিকশিত বিজেপি। গেরুয়া নেতামন্ত্রীদের লাফিয়ে সম্পদ বৃদ্ধি, না গরিবের ঘরে দু’মুঠো খাবার? ‘মেক ইন্ডিয়া গ্রেট’ যেন শেষে ‘মেক বিজেপি গ্রেট’-এ পর্যবসিত না হয়। তাহলে ইতিহাস কিন্তু দেশের স্বঘোষিত ‘বিশ্ব কাঁপানো সেবক’কে ক্ষমা করবে না।
বিশদ

16th  February, 2025
বাংলা যে দিল্লি নয় জানে বিজেপিও
তন্ময় মল্লিক

২৭ বছর পর দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল হারায় বঙ্গ বিজেপি প্রচণ্ড উত্তেজিত। তাই একুশে সংখ্যাগরিষ্ঠতার অর্ধেক পুঁজি জোগাড়ে ব্যর্থ হয়েও বাংলায় সরকার গড়ার হুঙ্কার দিচ্ছে। 
বিশদ

15th  February, 2025
এগারো বছরের বঙ্গবঞ্চনার পিছনে রহস্য কী? 
সমৃদ্ধ দত্ত

বঞ্চনা। অবহেলা। উপেক্ষা। রাজনৈতিক প্রতিহিংসা। এসব কারণের উল্লেখ করে বহুবার নানা সমালোচনা করা হয়েছে। সুতরাং এই একই অভিযোগে আবার সরব হওয়ার সত্যিই অর্থ হয় না। কিন্তু একটানা এগারো বছর ধরে লাগাতার একই প্যাটার্ন দেখার পর বঙ্গবাসীর মধ্যে একটি বিস্ময়কর প্রশ্ন তৈরি হচ্ছে।
বিশদ

14th  February, 2025
একনজরে
দেউচা-পাচামি নিয়ে বিজেপির চক্রান্ত ফাঁস! বহিরাগতদের বীরভূমের ‘মূলবাসী’ সাজিয়ে প্রকল্প ভেস্তে দিতে চলছে গেরুয়া উস্কানি। ছবি ও তথ্য প্রমাণ হাজির করে বিজেপির বিরুদ্ধে সরব হল ...

তেলেঙ্গানার নাগরকুর্নুলে ভেঙে পড়ল নির্মীয়মান সুড়ঙ্গের ছাদ। উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গের ভয়ঙ্কর স্মৃতি উস্কে দিল শনিবারের এই ঘটনা। জানা গিয়েছে, অন্তত ৮ জন ভিতরে আটকে পড়েছেন। ...

বৃদ্ধার হাত ধরে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে শোরগোল পড়েছিল এলাকায়। অভিযুক্ত বৃদ্ধকে এবার পিটিয়ে খুন করল বৃদ্ধার পরিবারের লোকজন। শুক্রবার রাতে এই ঘটনায় শোরগোল বালুরঘাটে। ...

উচ্ছেদ বন্ধ করতে বর্ধমান শহরে জবরদখলকারীদের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের এক ‘বাহুবলী’। কয়েক মাস আগে পুরকর্তৃপক্ষ গোলপবাগ সহ বিভিন্ন এলাকা থেকে জবরদখলকারীদের সরিয়ে দেয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: ইংরেজ কবি জন কিটসের মৃত্যু
১৮৪০: সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহর জন্ম
১৮৮৬: বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান এ্যালুমিনিয়াম উৎপাদনের সুত্র আবিষ্কার করেন
১৯০৪: ভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সংস্কারক ও ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সাইন্স এর প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকারের মৃত্যু 
১৯১৩: জাদুকর প্রতুলচন্দ্র সরকার বা সিনিয়ার পিসি সরকারের জন্ম
১৯৬৫: ইংরেজ কমিক অভিনেতা, লেখক ও চলচ্চিত্র পরিচালক স্ট্যান লরেলের মৃত্যু
১৯৬৯: অভিনেত্রী মধুবালার মৃত্যু
১৯৬৯: অভিনেত্রী ভাগ্যশ্রীর জন্ম
১৯৬৯: অভিনেতা আয়ুব খানের জন্ম
১৯৭৪: ফ্যাশন ডিজা‌ইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের জন্ম
১৯৭৪: দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস জন্মগ্রহণ করেন
১৯৮১: ইংরেজ ফুটবলার গ্যারেথ ব্যারি জন্মগ্রহণ করেন।
১৯৮২: অভিনেতা ও মডেল করণ সিং গ্রোভারের জন্ম
১৯৯৮: ক্রিকেটার রমন লাম্বার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ ফাল্গুন, ১৪৩১, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫। দশমী ১৯/৩৩ দিবা ১/৫৬। মূলা নক্ষত্র ৩১/৩০ রাত্রি ৬/৪৩। সূর্যোদয় ৬/৬/৫১, সূর্যাস্ত ৫/৩৩/২৫। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৩ গতে ৯/৫৬ মধ্যে। রাত্রি ৭/১৩ গতে ৮/৫৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৩ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ১/৪৪ মধ্যে। রাত্রি ৬/২৩ গতে ৭/১৩ মধ্যে পুনঃ ১২/১৫ গতে ৩/৩৬ মধ্যে। বারবেলা ১০/২৪ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ১/২৪ গতে ২/৫৭ মধ্যে। 
১০ ফাল্গুন, ১৪৩১, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫। দশমী দিবা ১০/২৯। মূলা নক্ষত্র দিবা ৩/৫৫। সূর্যোদয় ৬/১০, সূর্যাস্ত ৫/৩২। অমৃতযোগ দিবা ৬/৪০ গতে ৯/৪৮ মধ্যে এবং রাত্রি ৭/১৭ গতে ৮/৫৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪০ মধ্যে ও ১২/৫৬ গতে ১/৪৩ মধ্যে এবং রাত্রি ৬/২৮ গতে ৭/১৭ মধ্যে ও ১২/১০ গতে ৩/২৬ মধ্যে। বারবেলা ১০/২৬ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ১/২৬ গতে ৩/০ মধ্যে। 
২৪ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহন বাগান, পরপর দু’বার এই খেতাব জিতল সবুজ-মেরুন শিবির

11:55:09 PM

এক্সিট পোলের হিসেব অনুযায়ী জার্মানির জাতীয় নির্বাচনে জয়ী ফ্রেডরিচ মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট

11:13:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি

10:21:00 PM

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন কোহলি

10:14:41 PM

মুর্শিদাবাদের বেলডাঙায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক মহিলা ও শিশু

10:01:00 PM

দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে বাইকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু

10:01:00 PM