হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ রাজেশ নিজের আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন। আচমকা একটি বাইকে চেপে আসে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। হেলমেটধারী ওই দু’জনের মধ্যে পিছনের সিটে বসা এক দুষ্কৃতী পিস্তল বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রাজেশের পাঁজরে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। এদিন সকালে গুলিবিদ্ধ প্রোমোটারকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসার নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিসের ডিসি (নর্থ) বিশপ সরকার বলেন, ‘মুখঢাকা অবস্থায় দুই দুষ্কৃতী এসে গুলি চালিয়েছে। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্যবসায়িক শত্রুতার কারণেই এই ঘটনা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ বছরে রাজেশ সিংয়ের নামে থানায় নতুন কোনও অভিযোগ না হলেও তার আগে খুন, লুটপাট, আগ্নেয়াস্ত্র রাখা সহ একাধিক দুষ্কৃতীমূলক অভিযোগ রয়েছে। ইতিপূর্বে দু’টি খুনের ঘটনায় বেশ কয়েক বছর জেলও খেটেছেন ওই প্রোমোটার। তবে বর্তমানে জমি-জমা, ফ্ল্যাট কেনাবেচার সঙ্গে যুক্ত তিনি। তাই তার উপর গুলি চালানোর ঘটনা পুরনো শত্রুতা বা গ্যাং ওয়ারের অংশ হতে পারে বলে মনে করছেন হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, ‘এই ফ্ল্যাটে রাজেশের সঙ্গে তাঁর পরিবারের কেউই থাকেন না। মাঝেমধ্যে রাতের দিকে এই ফ্ল্যাটে আসেন রাজেশ।’ জনবহুল এলাকায় এভাবে গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত আবাসনের অন্যান্য বাসিন্দারা।