হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
সংগঠন সূত্রে জানা গিয়েছে, মালদহ, কলকাতা, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব চাঁচলের এই অনুষ্ঠানে হাজির হবেন। মালদহ চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু ও সম্পাদক উত্তম কুমার বসাক সহ জেলার ১৮৩টি ইউনিটের ব্যবসায়ী নেতৃত্ব উপস্থিত থাকবেন। এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রবিবার সকাল ৯টা নাগাদ ব্যবসায়ীদের নিয়ে চাঁচল সদরজুড়ে শোভাযাত্রা হবে। তারপরই সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণের মঞ্চে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করা হবে। সেখানে এলাকার ব্যবসায়ীদের উন্নতি সাধনের লক্ষ্যে বক্তব্য রাখবেন বিভিন্ন প্রান্ত থেকে আসা বাণিজ্য সংগঠনের নেতৃত্ব। পাশাপাশি সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।
অনুষ্ঠানে এলাকার নতুন ব্যবসায়ীদের নথিভুক্তকরণ করা হবে। প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও রয়েছে। চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাদের সদস্য সংখ্যা প্রায় ৮০০ জন। প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে সক্রিয়ভাবে সংগঠনে যুক্ত। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাণগোপাল পোদ্দার বলেন, সুবর্ণজয়ন্তীতে এলাকার শতাধিক প্রবীণ ব্যবসায়ীকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। আগামীতে ব্যবসায়ীদের উন্নতি, সরকারের নীতি নির্ধারণে ব্যবসায়ীদের মতামত প্রদান সহ একাধিক বিষয়ে সুবর্ণজয়ন্তীতে বার্তা দেওয়া হবে। নিজস্ব চিত্র