হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
এই ঘটনার পরই ট্রাম্পের নির্দেশে রিসলিউট ডেস্ক বদলে ফেলা হয়। হঠাৎ ১৪৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী টেবিল বদল কেন? এব্যাপারে ট্রাম্প জানিয়েছেন, সাময়িকভাবে সেটি বদলানো হয়েছে। যদিও অনেকেই বলতে শুরু করেছেন, মাস্কের ছেলের নাকের ময়লা মোছার কারণেই বদলে দেওয়া হয়েছে ওই টেবিল।