হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
ডিপিএসসির চেয়ারম্যান মহম্মদ নাজিমুদ্দিন আলি বলেন, আমি সদ্য এই পদে নিযুক্ত হয়েছি। ডিআই প্রাইমারিও জেলায় নতুন। তাই পরিকল্পনা করেই এদিন দুটি স্কুলে আমরা পরিদর্শনে যাই। স্কুলে শিক্ষক শিক্ষিকারা যথাসময়ে উপস্থিত হচ্ছেন কিনা, মিড ডে মিল ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, বিদ্যালয় পরিচালনায় আর কী প্রয়োজন, ইত্যাদি বিষয়ে তথ্য নেওয়া হয়। পাশাপাশি প্রথম, দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের আমরা ক্লাস নিয়েছি।
রুনিয়া এফপি স্কুলের শিক্ষক দীপঙ্কর বর্মন বলেন, ডিআই প্রাইমারি ও ডিপিএসসি’র চেয়ারম্যান এদিন আমাদের স্কুল পরিদর্শনে এসে নানা বিষয়ে খোঁজখবর নেন। স্কুল পরিচালনার ক্ষেত্রে অভাব অভিযোগও শোনেন। পড়ুয়াদের ক্লাসও করান। নিজস্ব চিত্র