যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে। ... বিশদ
বাংলায় একুশের নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়। সেই বছর থেকে বন্ধ ১০০ দিনের কাজের প্রকল্প। পরের বছর আবাস যোজনার টাকাও। প্রাপকের তালিকায় ছিল প্রায় ৩৯ লক্ষ পরিবার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ, তালিকা সংক্ষিপ্ত করে দাঁড় করাতে হবে ১১ লক্ষ ৩৬ হাজারে। হাতে সময় মাত্র তিন মাস। সব কাজ ফেলে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হল তালিকা। কিন্তু কেন্দ্র টাকা দিল না। কারণ দিল্লির সরকারের উদ্দেশ্য ছিল, পঞ্চায়েত ভোটের আগে গ্রাম বাংলায় বিশৃঙ্খলার সলতেটা পাকানো, গরিব মানুষকে পাকাবাড়ি দেওয়া নয়।
বিজেপি নেতৃত্ব জানত, সার্ভে শুরু হলেই শাসক দলের উপর ক্ষোভ আছড়ে পড়বে। কারণ ৬৫ শতাংশের নাম বাদ দিলে বঞ্চিত হবে হাজার হাজার গরিব। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুঃস্থ সেজে থাকা বিত্তবানদের নামও সামনে আসবে। সেইসব বাড়ির ছবি দেখিয়ে বঞ্চিত মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালা যাবে। তাতে পঞ্চায়েত ভোটে বিপাকে পড়বে রাজ্যের শাসক দল। বিজেপির পরিকল্পনা ছিল নিখুঁত। সার্ভে শুরু হতেই হইচই পড়ে গিয়েছিল। কারণ সামনে এসেছিল তালিকায় থাকা তৃণমূল নেতার চারতলা বাড়ির ছবি। তাতে বিজেপির ঘোঁট পাকানোর উদ্দেশ্য সফল হলেও গরিবের কোনও উপকার হয়নি। কেন্দ্র টাকা না দেওয়ায় এখনও হাজার হাজার গৃহহীনের দিন কাটছে ঝুপড়িতে, খোলা আকাশের নীচে।
কেন্দ্র বাংলার গরিবদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেননি। বাংলা আবাস প্রকল্পে গরিবদের পাকা বাড়ি দেওয়ার ঘোষণা করেছেন। তারই তালিকা তৈরি হচ্ছে। এখনও বহু সম্ভ্রান্ত পরিবারের নাম রয়েছে। যদিও সার্ভের সময় দেওয়া তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি হয়েছিল। কিন্তু ত্রুটিপূর্ণ তালিকা তৈরির দায় রাজ্যের শাসক দল অস্বীকার করতে পারে না। পঞ্চায়েতের দণ্ডমুণ্ডের কর্তাদেরই স্বচ্ছ তালিকা তৈরির দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু, নেননি। তাদের উদাসীনতা, অপদার্থতার দায় বইতে হচ্ছে সরকারকে।
সরকারি প্রকল্প থেকে যাতে কেউ বাদ না পড়েন তারজন্য বারবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চালু করেছেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়াতে সেই কাজে যুক্ত করেছেন সরকারি কর্মীদের। বাংলা আবাসেরও স্বচ্ছ তালিকা চাইছেন। তাই তালিকা যাচাইয়ের দায়িত্ব সরকারি কর্মীদের। পঞ্চায়েত স্তরের সাধারণ কর্মী থেকে জেলাশাসক পর্যন্ত তালিকা তদারকি করছেন। প্রতিটি জেলায় বাদ যাচ্ছে হাজার হাজার নাম। তারপর সেই তালিকা টাঙিয়ে দেওয়া হবে পঞ্চায়েত থেকে জেলা, সর্বত্র। থাকবে অনলাইনেও। এরপরেও কোথাও কোনও অসঙ্গতি থাকলে রয়েছে সংশোধনের সুযোগ।
এত কিছুর পরেও চূড়ান্ত তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হবে, এমন গ্যারান্টি নেই। তাকে নির্ভুল করার দায়িত্ব বিরোধীদেরও। স্বচ্ছ তালিকার দাবিতে মিছিল মিটিং হোক। কিন্তু সেটা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। গরিব মানুষগুলোকে সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার উদ্যোগও নিতে হবে। বাদ পড়া দুঃস্থদের নামের তালিকা প্রশাসনকে দিতে হবে। সেটা না করলে গরিব মানুষ আক্ষরিক অর্থেই ‘রাজনীতির পণ্যে’ পরিণত হবে।
বিধানসভা নির্বাচন আর বছর দেড়েকও নেই। আর জি কর কাণ্ডের প্রকৃত সত্য সামনে এসেছে। তাই বিরোধীদের হাতে কোনও ইস্যু নেই। বিরোধীরা আশা করেছিল, বাংলা আবাস নিয়ে মানুষের ক্ষোভ চরমে উঠবে। সেই আশায় মাঠেও নেমেছিল। সার্ভেতে যাওয়া অফিসারদের আটকে, পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু তাতে খুব একটা সাড়া মেলেনি। অন্যদিকে, রাজ্য সরকার আবাসের তালিকা যথাসম্ভব ত্রুটিমুক্ত করাটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে। সরকারি কর্মী তালিকা পরীক্ষার পর পুলিস এবং পদস্থ অফিসাররা ‘সুপার চেকিং’ করছেন। বিভিন্ন পর্যায়ে স্ক্রুটিনি চলছে। এরকম গণতান্ত্রিক পদ্ধতিতে বেনিফিসিয়ারির তালিকা তৈরি বাংলায় এর আগে কোনওদিন হয়নি। সম্ভবত এমন নজির দেশেও নেই।
দুর্নীতি, অপরাধ সামাজিক ব্যাধি। সমাজ সৃষ্টির আদিতে ছিল, এখন আছে, আগামী দিনেও থাকবে। তাকে সম্পূর্ণ বন্ধ করা যায় না। তবে চেষ্টা করলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। সম্প্রতি রেশন বিলি সংক্রান্ত আইসিআরআইআর প্রকাশিত একটি রিপোর্টে মিলেছে তারই প্রমাণ।
২০২২-’২৩ অর্থবর্ষে দেশজুড়ে চালানো সমীক্ষায় বলা হয়েছে, রেশনের খাদ্যদ্রব্য গ্রাহকের কাছে পৌঁছনোর আগেই ২৮ শতাংশ উধাও হয়ে যায়। এর পরিমাণ প্রায় ২কোটি টন। যার আনুমানিক মূল্য ৭০ হাজার কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্সে’র হুঙ্কার ছাড়া নরেন্দ্র মোদির আমলে এত দুর্নীতি হচ্ছে কী করে? দুর্নীতি ঠেকানোর কোনও রক্ষাকবচই কি তাহলে সরকারের নেই? সবটাই ফাঁকা আওয়াজ? সেই জন্যই কি নজর ঘোরাতে সমস্ত বিরোধী দলের দুর্নীতিকে জনসমক্ষে আনছে?
তবে সমীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল, দেশে রেশনের যত খাদ্যপণ্য পাচার হয়, তার প্রায় ৬৫ ভাগই হয়েছে পাঁচটি রাজ্যে। কোন কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও গুজরাত। প্রতিটি রাজ্যই বিজেপি শাসিত। প্রধানমন্ত্রীর ভাষায়, সেখানে চলছে ডাবল ইঞ্জিন সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলির যখন এই হাল তখন বাংলায় তার পরিমাণ মাত্র ৯ শতাংশ। ২০১১-’১২ অর্থবর্ষে এটাই ছিল প্রায় ৬৯ শতাংশ।
দেশের মধ্যে একমাত্র এ রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে রয়েছেন। রেশন দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সি তাঁকে গ্রেপ্তার করেছে। তিনি দোষী নাকি নির্দোষ সেটা প্রমাণ হবে আদালতে। বাস্তব হল, তিনি জেল খাটছেন। কিন্তু যেসব রাজ্যে বাংলার থেকে অনেক বেশি রেশন দুর্নীতি হয়েছে, সেখানে কেন কোনও পদক্ষেপ করা হবে না? বিজেপির সরকার আছে বলে? এসব দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ডাবল ইঞ্জিন সরকার মানে কি তাহলে দুর্নীতির ডাবল সুরক্ষা?
সাধারণত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে রেশনকার্ডের সংখ্যাও। অথচ বাংলায় ঘটেছে উল্টো। ১৩ বছরে জনসংখ্যা বেড়েছে অনেকটাই। কিন্তু বাম আমলের চেয়ে রেশন কার্ড কমেছে প্রায় এক কোটি। এখন রাজ্যে মোট রেশনকার্ডের সংখ্যা প্রায় ৮কোটি ৮৪ লক্ষ। তারমধ্যে ৮কোটি ৬৩ লক্ষ কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে। আঙুলের ছাপ ছাড়া রেশন সামগ্রী পাওয়া যায় না। তাতে ভুয়ো কার্ড বানিয়ে রেশন তোলার রাস্তা বন্ধ। রেশনের ডিলারশিপে এখন ‘মধু’র ছিটেফোঁটাও নেই। তাই অনেকে ডিলারশিপ ছেড়ে দিতে চাইছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন, পান থেকে চুন খসলে রক্ষে নেই। যে কোনও ছুতোয় কেন্দ্র টাকা আটকে দেবে। তাই ফাঁক-ফোকর দেখলেই বন্ধের নির্দেশ দিচ্ছেন। তবে, সেই নির্দেশ পালনে দলীয় নেতৃত্ব বা অফিসাররা কতটা আন্তরিক, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু তাঁর সদিচ্ছা নিয়ে সাধারণ মানুষের সংশয় নেই। তাই তাঁকে কালিমালিপ্ত ও ক্ষমতাচ্যুত করার সর্বগ্রাসী চেষ্টায় বারবার জল ঢেলে দিয়েছে বাংলা।
দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপি বাংলার গরিব মানুষের পেটে লাথি মারছে, মাথার ছাদ কেড়ে নিচ্ছে। কিন্তু দুর্নীতি রোধে বিজেপি শাসিত রাজ্যে তারা কী করছে? এর উত্তর নরেন্দ্র মোদি না দিলেও আম জনতা জানে, বিজেপির বিরুদ্ধে আঙুল তুললে গলা টিপে ধরা হয় অভিযোগকারীরই। উদাহরণ? মহুয়া মৈত্র। বিজেপির প্রিয় ‘কর্পোরেট বন্ধু’র বিরুদ্ধে আঙুল তোলায় কেড়ে নেওয়া হয়েছিল তাঁর সাংসদ পদ। কিন্তু এবার? অভিযোগটা এসেছে খোদ মার্কিন মুলুক থেকে। তাতে চৌকিদারের রক্তচাপ কিছুটা হলেও বাড়বে বইকি!