Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

দেশের যে সমস্যাগুলি
আড়ালে থেকে যাচ্ছে
সমৃদ্ধ দত্ত

লস অ্যাঞ্জেলেস টাইমসের এডিটোরিয়াল পেজ এডিটর সিউয়েল চ্যান বলেছিলেন, ইন্টারনেটের মাধ্যমে, কেবল নিউজের মাধ্যমে জন্ম হচ্ছে নন স্টপ ওপিনিয়ন মেশিনের। অর্থাৎ প্রতিনিয়ত মতামত প্রদানের চরম আকাঙ্ক্ষা। প্রবণতা। এবং সবথেকে বড় কথা হল সুযোগ অর্থাৎ প্ল্যাটফর্ম। তাঁর সেই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে বেশ কিছুকাল আগে থেকেই। সোশ্যাল মিডিয়া সেই সুযোগ করে দিয়েছে। এখন যে কোনও বিষয়ে, যে কোনও সময়, যে কোনও স্তরের মানুষ অবিরত মতামত তথা ওপিনিয়ন দিতে পারেন এবং দেনও। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির কাছে এটা ব্যবসা বৃদ্ধির সুযোগ। আর ইউজারদের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠা তথা যে কোনও ইস্যুতে রিয়্যাক্ট করার মঞ্চ। 
ইন্টারনেট কিংবা অডিও ভিস্যুয়াল আসার আগের যুগে সাধারণত দেখা যেত, মানুষ সকালে সংবাদপত্র পড়ছেন। হয়তো কর্মস্থলে যাওয়ার তাড়নায় সকালে প্রতিটি সংবাদ খুঁটিয়ে পড়া হল না। তাঁরা রাতে বাড়ি ফিরে আবার সেই সংবাদপত্র পড়তেন অনেক বিস্তারিতভাবে। আজ সকালে ঘটে যাওয়া কোনও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ আগামী কাল সকালে সংবাদপত্রে পড়া হতো। আর তার আগে রেডিও কিংবা টিভির সংবাদে কিছুটা জানা হয়ে যেত। তবে বিস্তারিত এবং পূর্ণাঙ্গ বিবরণের জন্য পরদিন পর্যন্ত অপেক্ষা করতেই হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ হল, ওই যে সকালে সংবাদপত্র পাঠ করে সে কাজে বেরিয়ে গেল, তারপর সারাদিন কিন্তু তার আর কোনও নিউজের সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শ রইল না। সে জানছে না যে, তার ব্যস্ততার ফাঁকে দেশে বিদেশে কত কিছু ঘটে যাচ্ছে। সেগুলি জানতে পারা যাবে পরদিন সকালে আবার সংবাদপত্রে। সে সারাদিন ধরে ভাবার সময় পেয়েছে সকালে পড়ে আসা সংবাদগুলিকে। 
এই চিত্রটি সম্পূর্ণ বদলে গিয়েছে। এখন মোবাইল নামক যন্ত্র চলে আসা এবং ইন্টারনেট নামক একটি উচ্চপ্রযুক্তির কারণে মানুষ সবথেকে বেশি যে জিনিসটি বহন করে চলে, যাপন করে চলে এবং  ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যার সঙ্গে, সেটি হল, নিউজ। মোবাইলের স্ক্রিন খুললে নানাবিধ মাধ্যমে সবথেকে সামনে হাজির হয় নিউজ। শুধুই যে নিউজ পোর্টাল, ওয়েবসাইটের নোটিফিকেশন কিংবা সংবাদমাধ্যমের ওয়েব ভার্সান নিউজ বহন করে নিয়ে আসে মোবাইলে তা নয়। লক্ষ্য করলে দেখা যাবে যে, প্রতিটি মানুষের মধ্যেই একজন করে সাংবাদিক বাস করছে। অর্থাৎ প্রত্যেকেই সংবাদ দিতে আগ্রহী। তাই ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দুটি  বিষয়ই মানুষ জানায়। হয় কোনও না কোনও নিউজ অথবা নিজের ওপিনিয়ন। 
কোনও বিখ্যাত মানুষের মৃত্যু হলে কিংবা ভারত কোনও খেলায় জয়ী হলে দেখা যায়, কমবেশি সকলেই সেই  দুঃখ ও আনন্দের সংবাদ নিজের ওয়ালে জানাচ্ছেন, শেয়ার করছেন বন্ধুদের। অথচ সেই সংবাদ সকলেই কমবেশি জানতে পারবে একটু পর অথবা ইতিমধ্যেই জেনে ফেলেছে। কিন্তু তাঁর মনে হচ্ছে আমাকেও জানাতে হবে। অর্থাৎ আমার কাছে একটি নিউজ পেয়ে অন্যরা যেন বিস্মিত হয়, ক্রুদ্ধ হয়, আনন্দ পায়। মানুষের রিয়াকশন তৈরি হোক আমার মাধ্যমে। তাই পাড়ায়, শহরে, রাজ্যে, দেশে, বিদেশে কী কী ঘটেছে সেটার অবিরাম ধারাবিবরণী সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। এর অন্যতম সুবিধাজনক দিক হল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্তহীন নিউজ পাওয়া যায় কোনও আর্থিক ব্যয় না করে। ফেসবুক গোটা বিশ্বের সবথেকে বড় মিডিয়া কোম্পানি, যাদের নিজেদের কোনও ক্রিয়েশন নেই। অর্থাৎ ফেসবুক অন্য কোম্পানির তৈরি করা নিউজ শেয়ার করার সুযোগ করে দেয় ইউজারদের। গুগলও তা‌ই। নিজের কথা অন্যকে জানানোর এই তাড়না আন্দাজ করে ২০০৬ সালের পর থেকে ফেসবুক একের পর এক নতুন ফিচার যুক্ত করে। লাইক, ট্যাগিং ফিচার এবং শেয়ার। দ্রুত ফেসবুকের মার্কেট শেয়ার প্রভূত বৃদ্ধি পায়। 
রাজনীতিক থেকে সাধারণ মানুষ, সকলেই নিউজ সংগ্রহ করেন মিডিয়া থেকেই। সেই নিউজ শেয়ার করেন এবং নিজেকে ব্যস্ত রাখেন আলাপ আলোচনা আড্ডায়। কিন্তু পাশাপাশি আবার মিডিয়াকেই সবথেকে বেশি সমালোচনা করেন তাঁরা। কেন করেন? কারণ, তাঁর মনের মতো পছন্দসই সংবাদ যেখানে পাওয়া যায়নি অথবা বিপরীত কোনও অভিমত পাওয়া গিয়েছে, তখন তাঁর কাছে সেই মিডিয়া খারাপ হয়। সেটা সোমবার হতে পারে। আবার বুধবার হয়তো সেই মিডিয়াতেই তাঁর পছন্দমতো এবং মনের অবস্থানের সঙ্গে মানানসই একটি সংবাদ পাওয়া গেল। তখন আবার সেই সংবাদটি তিনি শেয়ার করেন। সেদিন সেই মিডিয়া তাঁর কাছে হয়ে উঠছে বিশ্বাসযোগ্য। অর্থাৎ মিডিয়ার প্রতি ক্ষোভ অথবা ভালোবাসা নয়। তাঁর কাছে মাপকাঠি হল, আমার মন যা চায়, আমার রাজনৈতিক অবস্থান যা দাবি করে এবং আমি যাতে সন্তুষ্ট হই, সেরকম সংবাদ কোথায় পাওয়া যাবে! এটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রবণতা। কিন্তু দেখা যায়, বাংলা সংবাদপত্রগুলিতে অসংখ্য সাধারণ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত সংবাদ থাকে। বাসস্ট্যান্ডে শেড নেই, বাজার জলমগ্ন, গঙ্গাভাঙন, কোনও একটি হল্ট স্টেশনের বেহাল দশা, কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইন্ডোর পরিষেবা বন্ধ দীর্ঘদিন ধরে, সারের দাম আকাশছোঁয়া ইত্যাদি নানাবিধ সংবাদ থাকে মিডিয়ায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কখনও কেউ এই নিউজগুলি নিয়ে চর্চা করে না।  গুরুত্ব কম দেওয়া হয়। 
দ্রুত ওপিনিয়ন দেওয়ার বিপদ কী? বিপদ হল, বিচারবুদ্ধি ব্যবহার না করে কিছু একটা বলে দেওয়ার প্রবণতা এবং তারপর সেটি ভুল প্রতিপন্ন হওয়া। যেমন সম্প্রতি দেখা গেল, স্কুল বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে বহু মানুষ গর্জে উঠেছিলেন। প্রচুর ওপিনিয়ন দিয়েছিলেন যে, এটা একটা শিক্ষার বিরুদ্ধে চক্রান্ত। অথচ তার কিছুদিনের মধ্যে সংক্রমণ আকাশছোঁয়া হয়ে গেল। এখন কিন্তু আর সেই স্কুল খোলার পক্ষের সওয়ালগুলি দেখা যাচ্ছে না। তাই ওই ওপিনিয়ন দেওয়ার আগে থট প্রসেসের  বিশ্লেষণ দরকার ছিল যে, কেন এই সিদ্ধান্ত নিচ্ছে সরকার? যে কাজে সমালোচনা করার দরকার, সেটা তো অবশ্যই করা উচিত। কিন্তু কোনটায় করব, কোনটায় করব না, দুটিতেই আগে দরকার ভাবার! ভাবা কমে যাচ্ছে। ওপিনিয়ন বেড়ে যাচ্ছে!
অযোধ্যার যুবক সলিল ত্রিপাঠি মিরাটের জেপি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে পাশ করে একের পর এক হোটেলে চাকরি করেছেন ম্যানেজার হিসেবে। করোনার প্রথম ঢেউয়ে তাঁর চাকরি চলে গেল। ২০২১ সালে একটি কাফেতে চাকরি পেলেন। এপ্রিল মাসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। আবার চাকরি গেল। সংসার চালাতে একজন ম্যানেজার খাবার ডেলিভারি বয় হিসাবে ঢুকলেন একটি সংস্থায়। আগে বেতন পেতেন ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। এখন ডেলিভারি বয় হিসেবে বেতন পাচ্ছিলেন ১০ হাজার টাকা। দিল্লিতে স্ত্রী, সন্তান। অযোধ্যায় পরিবার। আয় বাড়াতে দিন এবং রাত, দুটি শিফটে কাজ করেছিলেন। গত শনিবার রাতে খাবার ডেলিভারি করার একটি অর্ডার মোবাইলে নিচ্ছিলেন রাস্তার পাশে দাঁড়িয়ে। পিছন থেকে দিল্লি পুলিসের এক কনস্টেবল তাঁকে গাড়ির ধাক্কা মারে। মত্ত অবস্থায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩৮ বছরের সলিলের। অথৈ জলে  শিশুসন্তানকে নিয়ে স্ত্রী সুচেতা। করোনা এবং জীবিকা। এরকম কোটি কোটি ঘটনা আছে গত দেড় বছরে। 
যে পাঁচ রাজ্যে আগামী ১০ ফেব্রুয়ারি ভোট হচ্ছে তার প্রতিটি রাজ্যে গত পাঁচ বছরে জীবিকা হারানোর সংখ্যা বিপুল। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি জানাচ্ছে, উত্তরপ্রদেশে ১৬ লক্ষ মানুষ কাজ হারিয়েছে পাঁচ বছরে। পাঞ্জাবে সাড়ে তিন লক্ষ। উত্তরাখণ্ডে সাড়ে ৪ লক্ষ মানুষ কর্মহীন হয়েছে। গোয়ায় ১৪ শতাংশ কমে গিয়েছে ওয়ার্কফোর্স। ভারতের চিত্রটা কী? সবথেকে চাহিদা যে চাকরির অর্থাৎ নিয়ম করে প্রতি মাসে বেতন আসবে, এরকম জীবিকা ভারতে বিপুলভাবে কমে গিয়েছে। যাকে পরিভাষায় বলা হয় স্যালারিড জব। এই চাকরি ২০১৯ সালে ভারতে ছিল ২১ শতাংশ। ২০২১ সালে হয়েছে ১৯ শতাংশ। 
কোন দুটি ঘটনা সবথেকে বেশি দেখা গিয়েছে করোনাকালে? জীবিকা চলে গিয়েছে। আর অন্যদিকে, বিপুলভাবে বেড়েছে ওষুধের দাম। ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে দাবি করেছে, নন সিডিউলড ওষুধের দাম বছরে ২০ শতাংশ করে বাড়ানোর অনুমতি দেওয়া হোক। কারণ তাদের ইনপুট কস্ট অনেক বেড়ে গিয়েছে। অর্থাৎ আরও বাড়তে চলেছে ওষুধের দাম। দ্বিতীয় বৃহত্তম বৃদ্ধি খাবারের দাম। এই প্রতিটি সংবাদ তো মিডিয়া মারফত পাওয়া গিয়েছে। কিন্তু কতটা আন্দোলিত করছে আমাদের? কতটা চর্চার বিষয় হয়ে উঠছে এই বেঁচে থাকার লড়াইয়ের উদ্বেগগুলো? যদি আমরা চর্চা না করি, যদি আমাদের প্রতিদিনের ওপিনিয়ন প্রদান উৎসবে এই ইস্যুগুলি না উপস্থিত হয়, তাহলে কাদের লাভ? রাষ্ট্রের! 
14th  January, 2022
ভারতীয় অর্থনীতি নিয়ে বৃথা অহঙ্কার
পি চিদম্বরম

মানুষের কথাবার্তায় আলোচনায় অবশ্য জিডিপির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গ্যাস, ডিজেল ও পেট্রলের দাম। বেকারত্ব নিয়ে উদ্বেগ রয়েছে। সিএমআইই-র হিসেবে, শহুরে বেকারত্বের হার ৮.৫১ শতাংশ এবং গ্রামীণ বেকারত্বের হার ৬.৭৪ শতাংশ। তবে বাস্তবটা আরও ভয়াবহ! বিশদ

উত্তরপ্রদেশ মোদির
ওয়াটারলু হবে না তো!
হিমাংশু সিংহ

গত এপ্রিলে যখন কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে মিরাট থেকে শাহাজাহানপুর, অযোধ্যা থেকে বারাণসী, তখন এক যুবক ক্রমাগত ছুটছেন উত্তরপ্রদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দলিত আর পিছড়ে বর্গের মানুষের ঘরে ঘরে। কোনওকিছুতেই যেন ভ্রুক্ষেপ নেই তাঁর। বয়স ৪৮।
বিশদ

16th  January, 2022
বিজেপির গেম প্ল্যানে জল
ঢেলে দিল সুপ্রিম কোর্ট
তন্ময় মল্লিক

প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং কার গাফিলতিতে ফিরোজপুরের ঘটনা তার যথাযথ তদন্ত চায় সুপ্রিম কোর্ট। দেশের মানুষের সামনে সত্যিটা তুলে ধরতে চায়। তাই গঠন করেছে তদন্ত কমিটি। এই কমিটি যেমন বিজেপির তোলা প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্তের অভিযোগ খতিয়ে দেখবে, তেমনি তদন্তের আতসকাচের নীচে যাচাই হবে এসপিজির সেদিনের ভূমিকাও। সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল, তদন্তের অজুহাতে রাজনীতি আর চলবে না।
বিশদ

15th  January, 2022
সার্বিক টিকাকরণ ও কোভিড
স্বাস্থ্যবিধিতেই বাগ মানবে ওমিক্রন
মৃন্ময় চন্দ

গোটা পৃথিবীর রাতের ঘুম কেড়েছে ওমিক্রন। সংক্রমণ লাগামছাড়া, ডেল্টার তুলনায় ৩৫ শতাংশ বেশি। মানবশরীরে ডেল্টার তুলনায় পাঁচগুণ দ্রুতগতিতে বংশবিস্তার শুরু করে ওমিক্রন। ওমিক্রনের ‘আরনট’ বর্তমানে ১০-এর (ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন, ১৭ ডিসেম্বর ২০২১) বেশি। হাম বা মিজলস-এর মতোই ছোঁয়াচে ওমিক্রন। বিশদ

15th  January, 2022
স্বামীজি ধর্মের নামে কারবার ঘৃণা করতেন
মৃণালকান্তি দাস

 

ছেলেবেলায় বাবার বৈঠকখানায় সব গড়গড়ার নল মুখে নিয়ে জাত যায় কী করে, পরীক্ষা করতে চেয়েছিলেন।
বাবা বিশ্বনাথ দত্তের রসুইখানার বাবুর্চিও ছিলেন মুসলিম।
বিশদ

13th  January, 2022
নেমে আসুক সেই
উজ্জ্বল জ্যোতিষ্কের আলো
সন্দীপন বিশ্বাস

যে ভারত গড়ার স্বপ্ন স্বামীজি দেখেছিলেন, সেই ভারতকে আজ খুঁজে পাওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই মহামানব নরেন্দ্রর বাণীকে জীবনে ও কর্মে আত্মস্থ করতে পারেননি। বারবার তাঁর কথায় স্বামীজির প্রতি ভক্তির প্রকাশ দেখা যায় বটে, কিন্তু কর্মে তাঁর অবস্থান একেবারে বিপরীত মেরুতে। বিগত কয়েক বছরে তাঁর শাসন দক্ষতার নিদর্শন বুঝিয়ে দিয়েছে, যে ভরসা মানুষ তাঁর উপর করেছিলেন, সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ।
বিশদ

12th  January, 2022
মহামারীর ব্যবসা
শান্তনু দত্তগুপ্ত

শিয়ালদহ স্টেশন। রাত ৯টা ৩৭ মিনিট। তীব্র হর্নে কেঁপে উঠল শিয়ালদহ সাউথ। লাস্ট ক্যানিং লোকাল ছেড়ে যাচ্ছে। আর ব্যাগ কাঁধে পিছন পিছন ছুটছেন এক বৃদ্ধ। বছর ৬৫ বয়স। এই ট্রেনটা বেরিয়ে গেলে রাতটা কাটাতে হবে প্ল্যাটফর্মেই। তাই ছুটছেন তিনি। কোনওমতে শেষ কামরার রডটা ধরলেন। বিশদ

11th  January, 2022
বেলাগাম গোঁড়ামি
পি চিদম্বরম

প্রথমে ওরা কমিউনিস্টদের জন্য এসেছিল, এবং আমি প্রতিবাদ করিনি—
কারণ আমি কমিউনিস্ট নই।
তারপরে তারা সমাজতন্ত্রীদের জন্য এসেছিল, এবং আমি প্রতিবাদ করিনি—
কারণ আমি সমাজতন্ত্রী নই।
বিশদ

10th  January, 2022
বাংলারই রিপ্লে দেখছি পাঞ্জাবে...
হিমাংশু সিংহ

আপাতভাবে বিরোধীরা হীনবল হলেও আন্দোলন আর প্রতিবাদের নতুন চালিকা শক্তি আজ কৃষকরা। যাঁদের সামনে মাথা ঝোঁকাতে হয়েছে সর্বশক্তিমানকেও। পার্লামেন্টে গরিষ্ঠতা থাকা সত্ত্বেও। সেই পথ ধরেই শ্রমিক, সরকারি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁদের হক বুঝে নিতে চাইছে। লোকসভা ভোটের দু’বছর আগে এই বার্তা মোটেও শুভ সঙ্কেত নয় নোট বাতিলের ব্যর্থ নায়কের পক্ষে!
বিশদ

09th  January, 2022
মনমোহন পারলেও
মোদি পারলেন না
তন্ময় মল্লিক

মোদিজির ‘বেঁচে ফেরা’র মন্তব্য প্রাণহানির আশঙ্কা থেকে নাকি রাজনৈতিক গিমিক, তা নিয়ে বিতর্ক চলবে। তবে যখন কমান্ডো পরিবেষ্টিত একজন প্রধানমন্ত্রী তাঁর নিজের দেশে দাঁড়িয়ে প্রাণ সংশয়ের কথা বলেন, তখন তাঁর রাজনৈতিক দেউলিয়াপনাই প্রকাশ পেয়ে যায়।
বিশদ

08th  January, 2022
মোদির শক্তিবৃদ্ধির পর্ব শেষ, এবার শক্তিক্ষয়
সমৃদ্ধ দত্ত

এই ২০২২ হল ভারত ছাড়ো আন্দোলনের ৮০ তম  বছর। যখন ৭৫তম বর্ষ হয়েছিল, সেই ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে আগস্ট মাসে তাঁর রেডিও বার্তা ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেছিলেন, ‘১৯৪২ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এই পাঁচ বছরে ভারত বদলে গিয়েছিল।
বিশদ

07th  January, 2022
হরিদ্বারে বিদ্বেষের বিষকুম্ভ!
মৃণালকান্তি দাস

ধর্মনিরপেক্ষতার অন্যতম শর্ত অন্য ধর্মের প্রতি সম্মানবোধ, সহিষ্ণুতা। সেই গুণটি ধ্বংস হলে ধর্মনিরপেক্ষতার খোলসটুকুই শুধু পড়ে থাকে। সেখানে প্রাধান্য পায় সঙ্কীর্ণ রাজনীতি, সাম্প্রদায়িকতার বিষবাষ্প। প্রশ্ন ওঠে, চারপাশে ঘৃণার এই নিবিড় চাষকে নিশ্চুপ থেকে মদত দেওয়ার মাধ্যমে কি আদতে শাসকদলের রাজধর্মই টাল খাচ্ছে না? ক্ষতিগ্রস্ত হচ্ছে না ভাবমূর্তি?
বিশদ

06th  January, 2022
একনজরে
হুগলির পর বোলপুরের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগের জন্য আয়োজিত সিনার্জিও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ...

বিহারের নালন্দায় বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে আরও সাতজনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১১। রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ থাকা  সত্ত্বেও কীভাবে বারে বারে বিষ ...

আজ সোমবার ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারে ফরেন্সিক দল। রেল সূত্রে এ খবর জানা গিয়েছে।  ...

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নারীপাচার রুখতে কড়া ভূমিকা নিয়েছে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। ব্যবসায় অগ্রগতি ও প্রসার। অর্থাগম যোগ শুভ। স্বাস্থ্য বিশেষ ভালো ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪১ - বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়
১৯৪২: মার্কিন মুষ্টিযোদ্ধা মহম্মদ আলির জন্ম
১৯৪৫: গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্ম
২০১০: কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু 
২০১১ - অভিনেত্রী গীতা দের মৃত্যু
২০১৪ - অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
16th  January, 2022
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১,৭৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১,৮৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  January, 2022

দিন পঞ্জিকা

৩ মাঘ, ১৪২৮, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২। পূর্ণিমা ৫৭/১৮ শেষ রাত্রি ৫/১৮। পুনর্ব্বসু নক্ষত্র ৫৫/৩৫ রাত্রি ৪/৩৭। সূর্যোদয় ৬/২৩/৬, সূর্যাস্ত ৫/১০/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/৪১ গতে ১২/৫০ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ১১/১৯ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/০ গতে ৪/২৬ মধ্যে। বারবেলা ৭/৪৩ গতে ৯/৪ মধ্যে পুনঃ ২/২৭ গতে ৩/৪৮ মধ্যে। কালরাত্রি ১০/৭ গতে ১১/৪৭ মধ্যে। 
৩ মাঘ, ১৪২৮, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২। পূর্ণিমা শেষরাত্রি ৪/৪৮। পুনর্ব্বসু নক্ষত্র শেষরাত্রি ৪/৪১। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/৯। অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে ও ১০/৪৪ গতে ১২/৫২ মধ্যে এবং রাত্রি ৬/১৪ গতে ৮/৫০ মধ্যে ও ১১/২৪ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৯ গতে ৪/৩৮ মধ্যে। কালবেলা ৭/৪৬ গতে ৯/৭ মধ্যে ও ২/২৮ গতে ৩/৪৯ মধ্যে। কালরাত্রি ১০/৮ গতে ১১/৪৮ মধ্যে। 
১৩ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
একধাক্কায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ
গতকালের তুলনায় একধাক্কায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। রাজ্যে গত ...বিশদ

08:14:13 PM

মন্ত্রী গৌতম দেব করোনা পজিটিভ

06:59:00 PM

আবুধাবিতে বিস্ফোরণ, মৃত ২ ভারতীয়
আজ, সোমবার আবুধাবিতে একটি তেলের ডিপোয় ড্রোন হামলা। এই ঘটনায় ...বিশদ

05:06:00 PM

কোচবিহারে মহিলাকে হেনস্থা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিস-জনতা খণ্ডযুদ্ধ
কোচবিহারের ঘুঘুমারিতে মহিলাকে হেনস্থার অভিযোগে উত্তেজনা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা ...বিশদ

03:39:53 PM

২০ ফেব্রুয়ারি পাঞ্জাব বিধানসভার ভোট
পিছিয়ে গেল পাঞ্জাব বিধানসভার নির্বাচন। আগামী ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ...বিশদ

02:41:00 PM

মাথাভাঙায় বোমা উদ্ধার, চাঞ্চল্য
মাথাভাঙা শহর সংলগ্ন ঠাকুরপাড়া এলাকায় ঝোপের মধ্যে বস্তাবন্দি বোমা উদ্ধারকে ...বিশদ

02:21:00 PM