Bartaman Patrika
চারুপমা
 

আবার   আপন ঘর

করোনা তৃতীয় ঢেউয়ের দাপটে আমরা ফের ঘরবন্দি। মন ভালো নেই। কীভাবে একটু রঙিন ছোঁয়ায় মন ভালো করবে চেনা ঘর? হদিশ দিচ্ছেন অন্বেষা দত্ত।

রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, ‘সব ঠাঁই মোর ঘর আছে, আমি/সেই ঘর মরি খুঁজিয়া।’ কিন্তু এখন সব ঠাঁইকে নিজের করার জো যে নেই। বাহির যতই ডাকুক, ঘরই এখন একমাত্র আশ্রয়। তবে দীর্ঘ সময় ঘরবন্দি থাকতে কারই বা ভালো লাগে? সেই চেনা একঘেয়ে চার দেওয়াল। মনে হয় গিলতে আসছে। শূন্য দেওয়াল যেন মনের শূন্যতা আরও বাড়ায়। তাই নিজের সাজ নিয়ে যেমন ভাবি, ঘরকে নিয়েও ভাবতে হয় বইকি। ঘরের রূপবদলে এক নিমেষে মনও রঙিন। কীভাবে? কথা হচ্ছিল সোহিনী হালদারের সঙ্গে। অন্দরসজ্জার জন্য যাঁর হাতে আছে হরেক রকম জাদুকাঠি। ছোঁয়ালেই কেল্লাফতে! 

গোড়ার কথা
সোহিনীর হাতে তৈরি ঘর সাজানোর হরেক জিনিসের মধ্যে প্রথমেই যেটা চোখ টানে তা হল নানা ছবি আঁকা ওয়াল হ্যাঙ্গিং। ভাবছেন এ আবার নতুন কী? আছে আছে, অনেক কিছুই অন্যরকম আছে। সোহিনী তাঁর ব্র্যান্ড ‘রেনেসাঁ’-র তরফে যে উপাদানই তৈরি করুন না কেন, তার সবটাই হাতের পরশে গড়ে তোলা। হাল আমলে হ্যান্ডমেড কথাটি খুবই চালু। হাতে তৈরি সব জিনিসের মধ্যে পরিবেশ রক্ষার গুরুদায়িত্বটাও মাথায় থাকে। এক্ষেত্রেও জিনিস তৈরি থেকে প্যাকেজিং, সব কিছুতেই তার স্পষ্ট ছাপ পাবেন। ছবিতে যে গোলাকৃতি ওয়াল হ্যাঙ্গিং দেখছেন, তা মেহগনি কাঠের তৈরি। এটি বানানোর সময় কাঠের টুকরো গোল করে কাটার কাজটিও রেনেসাঁর কর্মীদের হাতেই হয়। সোহিনীর সঙ্গে আছেন আর এক শিল্পী, সুমন্ত মান্না। তিনি আর্ট কলেজের ছাত্র ছিলেন। দু’জনে মিলেই ছবি আঁকেন। সোহিনী নিজে ব্যারাকপুরের মেয়ে। ভূগোল নিয়ে পড়াশোনা প্রেসিডেন্সিতে। ছবি আঁকার প্রথাগত শিক্ষা নেই। ওয়াটার কালারে শিখেছেন শুধু। কিন্তু পড়াশোনার বাইরে আঁকিবুকির জগতেই মন, প্যাশন। প্রচুর ওয়ার্কশপ, ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন আগে।   
তারপর ২০১৫ সাল থেকে নিজের কাজ শুরু। এখন অ্যাক্রিলিকে তাঁরা ফুটিয়ে তোলেন ছবি। সোহিনী নিজে নিজেই অ্যাক্রিলিকে তুলির টান দেওয়া শিখেছেন। সঙ্গে পেয়েছেন শিল্পী বন্ধুদের মতামত। এভাবে শুরু করার পরে তিনি ওয়াল ডেকরের জন্য অ্যাক্রিলিকে সড়গড় হয়েছেন। সোহিনীর কথায়, ‘গোলাকৃতি হ্যাঙ্গিংয়ে হাতে এঁকে উড বার্নিশ করা হয় ছবিতে যাতে সেটা সাফসুতরো করে যত্নে রাখা যায়। এভাবে জিনিসটা অনেকদিন ভালো থাকবে। সবরকম আর্ট ফর্ম নিয়েই কাজটা করি। আমরা দু’জনেই রিয়্যালিস্টিক পেন্টার। পোর্ট্রেটও করতাম। শুরু করেছিলাম ফ্রিডা কাহলোর মুখ দিয়ে। তারপর ভ্যান গঘের ‘স্টারি নাইট’ করেছি। এছাড়া লোকশিল্পও উঠে আসে আমাদের ছবিতে। কখনও কোনও পটচিত্রের সঙ্গে নিজেদের কিছু ছোঁয়া থাকে। রাজস্থানের পিচওয়াই কাজ করি। আবার কিছু সমসাময়িক ছবি বা সেমি অ্যাবস্ট্রাক্ট কাজও করি।’    

এরপরে কী?
২০১৯-এ কলেবর পায় তাঁর নিজের ব্র্যান্ড রেনেসাঁ। তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে চান সোহিনী। ‘পোশাকের ক্ষেত্রে যতটা দ্রুত প্রচার হয়, ঘরের সজ্জার এধরনের জিনিস জনপ্রিয়তা পেতে তার চেয়ে বেশি সময় লাগে,’ বললেন তিনি। তাঁর আক্ষেপ, এখনও কলকাতার তুলনায় অন্য শহরে এ জিনিসের কদর অনেক বেশি। ঘর সাজানোর ক্ষেত্রে শুধুমাত্র হ্যান্ড পেন্টেড আর্ট ডেকর সংগ্রহের কথা এখনও এ শহরের অনেকেই ভাবতে পারেন না। তবে শহরের বাইরে ভালোই চাহিদা রেনেসাঁ-র সামগ্রীর। আশাতীত সাড়া পেয়েছেন বললে ভুল হবে না। মূলত দক্ষিণ ভারত থেকে খুব চাহিদা। আর দেশের বাইরে মালয়েশিয়া বা আমেরিকার প্রবাসী বাঙালিরা অবশ্য কেনেন। ‘কলকাতায় লোকেরা উপহার দিতে গিয়ে হয়তো কিছু কেনেন, কিন্তু পুরোপুরি ঘর বদলে ফেলার জন্য এসবের কথা ভাবেন, এমনটা নয়,’ বললেন সোহিনী। 

কালেকশনে কী কী
ওয়াল হ্যাঙ্গিংয়ের পাশাপাশি তাঁর সংগ্রহে রয়েছে ডিজাইনড কেটল, পেন্টেড উডেন কোস্টার বা ক্রুশের কোস্টার, হাতে আঁকা কাঠের ট্রে এবং গ্লাস ইত্যাদিও। এগুলো শুধু সাজানো নয়, চাইলে ব্যবহারও করতে পারেন। মজার কথা, এই কেটল বা কেটলি এবং পুরনো ওয়াইন বটলে ডিজাইন করেই হাত পাকানো শুরু করেছিলেন সোহিনী। বাড়ির পড়ে থাকা পুরনো কেটলির ফ্ল্যাট সারফেসে কিছু এঁকে সেটা বন্ধু বা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপহার দেওয়ার পরে একটু একটু করে অনেকে তাঁর জিনিসের প্রতি আগ্রহ দেখান। তখন কেবল রিসাইকেল ওয়ার্ক করার ভাবনা নিয়ে কাজটা করেছিলেন। পরে তা এতটাই জনপ্রিয় হল, যে কেউ কেউ নতুন কেটল কিনে দিয়েও বলেছিলেন ছবিতে সাজিয়ে দাও। তখন থেকেই কাজটা আরও গুরুত্ব দিয়ে করার কথা ভেবেছিলেন তিনি। ঘরের টেবলওয়্যারের জন্য বেশ মন ভালো করা একটা উপাদান হতে পারে এই রঙিন কেটল। এধরনের জিনিস অবশ্য এখন প্রচুর দেখা যায়। তবে সোহিনীর বিশেষত্ব তাঁর আঁকা ছবির মধ্যে। কেটল ভালো চলতে চলতেই তাঁর মাথায় আসে কাঠের সার্কুলার ওয়াল হ্যাঙ্গিং করে তাতে অন্য ছবি ফুটিয়ে তোলার কথা। এখন কাঠের সঙ্গে সঙ্গে তাঁরা গোলাকৃতি রঙিন ক্যানভাসেও কাজ করছেন। কেউ কাস্টমাইজড চাইলে তা-ও করে দিতে পারেন। মূলত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলছে তাঁদের বিক্রিবাটা। ভবিষ্যতে নিজস্ব ওয়েবসাইট আনতে চান তিনি।

লকডাউনে লাভ  
গৃহবন্দি থাকলেই তো নিজের ঘর নিজের চোখে পড়ে বেশি। তাই ঘরকে সাজানোর তাগিদটাও বাড়ে। করোনার দাপটে সব বন্ধ হয়ে গেলে অন্যদের ব্যবসা যখন মার খায়, সোহিনীদের ক্ষেত্রে বিষয়টা উল্টে যায়। তাঁর দাবি, এইরকম সময়গুলোতে আরও বেশি করে অর্ডার আসে তাঁদের কাছে। বাড়ি থেকে কাজ সেরে অবসরে ঘরের অন্তরঙ্গ কোণটি সাজানোর ইচ্ছা জাগে। তখনই ঘরের রূপবদলে আসে ওয়ালহ্যাঙ্গিং বা রঙিন আরও নানা উপাদান। শুধু ঘর সাজানোর কথা ভেবেই যে লোকে অর্ডার করেন, তা নয়। সোহিনী বললেন, ‘মহামারী মানুষের মনে মারাত্মক প্রভাব ফেলেছে। তাই অনেকেই কাছের মানুষকে উপহার দেওয়ার জন্য এমন কিছু খোঁজেন, যা ব্যতিক্রমী অথচ পলকে মন ভালো করে দিতে পারে। তার জন্য হাতে তৈরি জিনিস কোনও উপলক্ষ্য ছাড়াই কিনেছেন মানুষ। তার সঙ্গে নিজেরা জুড়ে দিতে চেয়েছেন শুভেচ্ছা বার্তা বা ভালো হয়ে ওঠার জন্য একটা দুটো কথা। আমরা উপহারের সঙ্গে সে লেখাও সাজিয়ে দিয়েছি সযত্নে।’ শুধুমাত্র ইনস্টাগ্রামের @renaisa.official পেজ থেকেই তাঁর পসার বেড়েছে।   
ভবিষ্যতে জাপানি ছবির দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা কালেকশনও করতে চান তিনি। প্রাচ্যের ছবি তাঁকে খুব টানে। আঁকার পাশাপাশি সোহিনী এখন কোরীয় ভাষা শিখছেন। তাঁর মা পেশায় চীনা ভাষার বিশ্লেষক। তাই বিদেশি ভাষা, বিশেষ করে প্রাচ্যের কোনও একটা ভাষার শেখার ইচ্ছে তাঁর বরাবরই ছিল। চীনা কিংবা জাপানি তাঁর কাছে কঠিন মনে হয় বলে কোরীয় ভাষায় ঝোঁক! কোরীয় ছবিও ভালোবাসেন। আপাতত ভাষা শিখে পড়াশুনোর পরিধি বাড়িয়ে শিল্পের গন্ডিটা আরও দূরে প্রসারিত করতে চান তিনি। 
15th  January, 2022
পোশাকে  আরামই প্রিয়

বাড়িতে থেকে কাজ করার দিন এসেছে ফিরিয়া। কী ধরনের পোশাকে নিজেকে রাখবেন ফ্যাশনবেল? মনই বা ভালো থাকবে কীভাবে? রইল টিপস। বিশদ

15th  January, 2022
সাজুন ওঁদের মতো

সেলেবদের স্টাইল থেকে অনুকরণ না অনুসরণ? ‘আবার বছর কুড়ি পরে’ ছবির চার অভিনেতার ভিন্ন লুক থেকে দেখে নিন কোনটা আপনার জন্য আদর্শ। এই ছবির পরিচালক, স্টাইলিস্ট, কস্টিউম ডিজাইনারের সঙ্গে আলোচনায় স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

08th  January, 2022
কোন মুখে কোন লুক: 
বিশেষজ্ঞের টিপস

কোঁকড়া চুল সব মুখেই ভালো লাগে। কিন্তু মুখের লেন্থ বা শেপ কেমন, সেটার উপর নির্ভর করে। স্কোয়ার না ওভাল সেটা দেখে বলা যাবে কোঁকড়া চুল কতটা থাকবে। চিন, নাকি ঘাড় পর্যন্ত না কানের উপর উঠবে, সেটা মুখের শেপ দেখে ঠিক হবে। কারও যদি ওভাল শেপের মুখ হয়, তার কোঁকড়া চুল চিন পর্যন্ত থাকতেই হবে। বিশদ

08th  January, 2022
’২২ সাজকাহন

নতুন বছরে পা রাখতেই আসে নতুন চাওয়া-পাওয়া। নতুন বছরে ফ্যাশন দুনিয়াতেও আসবে নানা বদল। কোথাও নতুন রং। কোথাও পরিবেশবান্ধব ফ্যাব্রিক। বেশ কয়েকজন ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কথা বলে লিখেছেন অন্বেষা দত্ত।
বিশদ

01st  January, 2022
মন দিন 
মুখরূপে

আবার উৎসবের মরশুম। আবার সাজগোজের পালা। কেমন মেকআপে সাজলে আপনার দিকেই চোখ পড়বে সবার? লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

25th  December, 2021
শীত ঠেকাতে 
বাহারি মোজা

দেখতে ছোট হলেও সাজের অঙ্ক বদলে দিতে পারে ছোট্ট একজোড়া মোজা। বাহারি মোজায় ভর দিয়ে হয়ে উঠুন ফ্যাশনিস্তা। লিখছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

25th  December, 2021
সিরাম সমাধান

প্যাচপেচে গরমে যতটা সময় চুলের যত্ন নিয়ে ভাবি আমরা, শীত এলে আর সে ভাবনা থাকে কি? অথচ ঠান্ডায় চুলের ক্ষতি হয় বিস্তর। কীভাবে রুখবেন? লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

18th  December, 2021
গৃহসজ্জায় নতুন রূপ

ফেলে দেওয়া জিনিসকেই একটু অদলবদল করে সুন্দরভাবে সাজানো যায় গৃহকোণ? এখন বহু ইন্টিরিয়র ডিজাইনার তেমনই কাজ করছেন। কেউ আবার গৃহসজ্জায় নতুনত্ব আনছেন অভিনব ধারণা কাজে লাগিয়ে। তেমনই দু’জন মহিলা ইন্টিরিয়র ডিজাইনারের খোঁজ দিলেন কমলিনী চক্রবর্তী। বিশদ

11th  December, 2021
ঘরের কোনে
চা-ঘর

শহর জুড়ে এখন ক্যাফের ছড়াছড়ি। ঢেউ লেগেছে মফস্সলেও। কোনটা ছেড়ে কোনটায় যাই! কিন্তু কেমন হয় যদি নিজের চেনা আস্তানায় একটুকরো চা-ঘর বানানো যায়? সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে কথায় অন্বেষা দত্ত। বিশদ

11th  December, 2021
সাজ সাজ রব!

বিয়েবাড়িতে পরার পোশাক মানে কি শুধুই শাড়ি আর পাঞ্জাবি? চেনা ফ্যাশন থেকে কিছুটা সরে গিয়ে ডিজাইনার শ্যামসুন্দর বসু তাঁর কালেকশনে এনেছেন অভিনবত্ব। বিয়েবাড়ির চিরাচরিত সাজে কী ধরনের বদল এনেছেন তিনি? লিখেছেন অন্বেষা দত্ত।
বিশদ

04th  December, 2021
হালকা সাজেই
বাজিমাত

এখন টেলিভিশনের পর্দায়  মা সারদার চরিত্রে জনপ্রিয় তিনি। তবে চারূপমার ফ্যাশন শ্যুটে সন্দীপ্তা সেন ধরা দিলেন নানা রূপে। আর শ্যুটের ফাঁকে মনের অনেক কথাই জানালেন অন্বেষা দত্ত-কে।   বিশদ

27th  November, 2021
কাছে রাখুন 
লিপ স্ক্রাব

শীতের বেলায় ফাটা ঠোঁটের চাই অতিরিক্ত যত্ন। লিপ স্ক্রাবই হতে পারে সেরা উপায়। কীভাবে ঠোঁট থাকবে নরম, রইল পরামর্শ। বিশদ

27th  November, 2021
শুষ্ক  ত্বকের  যত্ন

শীত প্রায় আগত। শুষ্ক ত্বকের সমস্যাও বাড়ল। কী করবেন? সমাধান দিলেন বিউটিশিয়ান  শর্মিলা সিং ফ্লোরা।  বিশদ

20th  November, 2021
ওড়নায়   লেখো নাম!

বিয়ের মরশুম তো  এসেই গেল। কোনটা চাই, স্বতন্ত্র সাবেকি সাজ নাকি ট্রেন্ডে গা ভাসানো? লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

20th  November, 2021
একনজরে
রাজ্যের হেরোইন ‘হাব’ লালগোলায় কারবারে টান চলছে। একের পর এক কারখানায় ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। বিগত ছ’মাসে শতাধিক হেরোইন কারবারি গ্রেপ্তার হয়েছে। ...

বিহারের নালন্দায় বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে আরও সাতজনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১১। রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ থাকা  সত্ত্বেও কীভাবে বারে বারে বিষ ...

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নারীপাচার রুখতে কড়া ভূমিকা নিয়েছে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। ...

আজ সোমবার ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারে ফরেন্সিক দল। রেল সূত্রে এ খবর জানা গিয়েছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। ব্যবসায় অগ্রগতি ও প্রসার। অর্থাগম যোগ শুভ। স্বাস্থ্য বিশেষ ভালো ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪১ - বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়
১৯৪২: মার্কিন মুষ্টিযোদ্ধা মহম্মদ আলির জন্ম
১৯৪৫: গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্ম
২০১০: কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু 
২০১১ - অভিনেত্রী গীতা দের মৃত্যু
২০১৪ - অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার    
পাউন্ড    
ইউরো    
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
16th  January, 2022
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,১৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১,৭৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১,৮৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  January, 2022

দিন পঞ্জিকা

৩ মাঘ, ১৪২৮, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২। পূর্ণিমা ৫৭/১৮ শেষ রাত্রি ৫/১৮। পুনর্ব্বসু নক্ষত্র ৫৫/৩৫ রাত্রি ৪/৩৭। সূর্যোদয় ৬/২৩/৬, সূর্যাস্ত ৫/১০/৩২। অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ১০/৪১ গতে ১২/৫০ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ১১/১৯ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/০ গতে ৪/২৬ মধ্যে। বারবেলা ৭/৪৩ গতে ৯/৪ মধ্যে পুনঃ ২/২৭ গতে ৩/৪৮ মধ্যে। কালরাত্রি ১০/৭ গতে ১১/৪৭ মধ্যে। 
৩ মাঘ, ১৪২৮, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২। পূর্ণিমা শেষরাত্রি ৪/৪৮। পুনর্ব্বসু নক্ষত্র শেষরাত্রি ৪/৪১। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/৯। অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে ও ১০/৪৪ গতে ১২/৫২ মধ্যে এবং রাত্রি ৬/১৪ গতে ৮/৫০ মধ্যে ও ১১/২৪ গতে ২/৫১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৯ গতে ৪/৩৮ মধ্যে। কালবেলা ৭/৪৬ গতে ৯/৭ মধ্যে ও ২/২৮ গতে ৩/৪৯ মধ্যে। কালরাত্রি ১০/৮ গতে ১১/৪৮ মধ্যে। 
১৩ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
একধাক্কায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ
গতকালের তুলনায় একধাক্কায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। রাজ্যে গত ...বিশদ

08:14:13 PM

মন্ত্রী গৌতম দেব করোনা পজিটিভ

06:59:00 PM

আবুধাবিতে বিস্ফোরণ, মৃত ২ ভারতীয়
আজ, সোমবার আবুধাবিতে একটি তেলের ডিপোয় ড্রোন হামলা। এই ঘটনায় ...বিশদ

05:06:00 PM

কোচবিহারে মহিলাকে হেনস্থা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিস-জনতা খণ্ডযুদ্ধ
কোচবিহারের ঘুঘুমারিতে মহিলাকে হেনস্থার অভিযোগে উত্তেজনা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা ...বিশদ

03:39:53 PM

২০ ফেব্রুয়ারি পাঞ্জাব বিধানসভার ভোট
পিছিয়ে গেল পাঞ্জাব বিধানসভার নির্বাচন। আগামী ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ...বিশদ

02:41:00 PM

মাথাভাঙায় বোমা উদ্ধার, চাঞ্চল্য
মাথাভাঙা শহর সংলগ্ন ঠাকুরপাড়া এলাকায় ঝোপের মধ্যে বস্তাবন্দি বোমা উদ্ধারকে ...বিশদ

02:21:00 PM