পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ
রাষ্ট্রপতি শাসন অবশ্য মণিপুরে এই প্রথম নয়। গত ৫৭ বছরে এই রাজ্য ১১ বার রাষ্ট্রপতি শাসনের কবলে থেকেছে। শেষবার ছিল ২০০১ সালের ২ জুন থেকে ২০০২-এর ৬ মার্চ পর্যন্ত। সাধারণ নিয়মে কোনও রাজ্য যদি সংবিধান মেনে সরকার চালাতে ব্যর্থ হয় তখন রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে ৩৫৬ ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় সেই রাজ্যে। মণিপুরেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর অর্থ খুব পরিষ্কার। ২০২৩-এর ৩ মে থেকে ২১ মাস ধরে অরাজক অবস্থা চলেছে এই মণিপুরে। এই পরিস্থিতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর দিকে আঙুল উঠেছে। মুখ্যমন্ত্রী তাঁর নিজের সম্প্রদায়ের হয়ে অন্য সম্প্রদায়কে উস্কেছেন—এমন গুরুতর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। শুধু বিরোধী নয়, শাসক বিজেপি ও তার সহযোগী দলের একটা বড় অংশও বীরেনের পদত্যাগের দাবিতে বারবার দরবার করেন মোদি-শাহদের কাছে। মণিপুরের ঘটনা আন্তর্জাতিক মহলেও চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। মাথা হেঁট হয় ভারতের। প্রায় সকলেই বুঝতে পারেন, মণিপুর স্বাভাবিক নেই। সে রাজ্যে জাতি দাঙ্গা থামাতে হলে প্রথম ও প্রধান কাজ হল মুখ্যমন্ত্রীর পদ থেকে বীরেন সিংকে সরিয়ে দেওয়া। অদৃষ্টের পরিহাস হল, এতদিন এসব অভিযোগকে গুরুত্ব দেয়নি গেরুয়া শিবির। পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে বুঝেও প্রধানমন্ত্রী মোদি ছিলেন নীরব! এরমধ্যে একটি বারের জন্যও মণিপুরে তাঁর পদার্পণ ঘটেনি। অথচ এখন রাষ্ট্রপতি শাসন জারির কারণ হিসেবে সেই বীরেন সিংয়ের নেতৃত্বে চলা সরকারকেই ব্যর্থতার জন্য কাঠগড়ায় তোলা হয়েছে। যা দেখে বিরোধীরা সঙ্গতভাবেই বলেছেন, এই সিদ্ধান্ত এত পরে নেওয়া হল যখন মণিপুরি সমাজের বাঁধন পুরোপুরি তছনছ হয়ে গিয়েছে।
তবু বলতেই হবে, ‘বেটার লেট দ্যান নেভার’। বীরেন সিংয়ের পদত্যাগ কিংবা রাষ্ট্রপতি শাসনের যে দাবি ঘরে-বাইরে প্রবলভাবে আছড়ে পড়েছিল, পরিস্থিতির চাপে হলেও তা পূরণ হওয়াটা নিঃসন্দেহে মণিপুরের পক্ষে ইতিবাচক ঘটনা। গত প্রায় দু’বছরের ঘটনায় আড়াইশো মানুষ প্রাণ হারিয়েছেন। লক্ষাধিক মানুষ এখনও গৃহহীন। বহু মানুষ এখনও নিখোঁজ ও আহত। এই পরিস্থিতিতে মণিপুরে সশস্ত্র গোষ্ঠীগুলির দৌরাত্ম্য দমন করতে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী কোনও আনুগত্য ছাড়াই বিনা বাধায় কাজ করতে পারবে বলে আশা করা যায়। এই মুহূর্তে সেই রাজ্যের মানুষের মনে আস্থা ফেরানো, শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফেরানোটা বড় কাজ। রাজ্যপাল দেশের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব, তাঁর প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা প্রশ্নাতীত। অতএব তাঁর নেতৃত্বে মণিপুর ফের আলোর পথ খুঁজে পাবে এমনটা আশা করা যেতেই পারে।