Bartaman Patrika
দেশ
 

কঠিন লড়াই বুঝে জয়ী এমপিকেই সরিয়ে দিয়েছেন মোদি
উজ্জয়িনী বরাবর বিজেপির দুর্গ, এই মিথ ধরে রাখাই এবার বড় চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের

সমৃদ্ধ দত্ত, উজ্জয়িনী, ৮ মে: মিথের শহর উজ্জয়িনী নগরী। আজ সন্ধ্যায় দিলেন মহাকালেশ্বর মন্দিরে পুজো। আগামীকাল একটা রোড শো! তাহলে তো আজ রাতটা থেকে যাওয়াই স্বাভাবিক ছিল। একটামাত্র রাতের জন্য আবার সেই ইন্দোর যাওয়া। শুধুমাত্র রাতটুকু অন্য শহরে কাটিয়ে আগামীকাল সকালে এখানেই পুনরায় আসা! এত ধকলের কারণ কী? খুব সহজ। এই প্রাচীন অবন্তিকা নগরীর যে কোনও বাচ্চা ছেলেও বলে দেবে কারণটা কী। উজ্জয়িনীতে কোনও রাজা রাত কাটায় না। রাত্রিযাপন কর঩লেই তাঁর ক্ষতি অবশ্যম্ভাবী। এমনকী মৃত্যুরও সম্ভাবনা। এই হল লোকশ্রুতি। এখানে একজনই রাজা। মহাকাল। আর তাই পুরাণ কিংবা ইতিহাসে নাকি যখনই অন্য কোনও রাজা এখানে এসে রাত কাটিয়েছেন তাঁর আর ফেরা হয়নি। মহাকাল তা সহ্যই করবেন না। এই শহরে একজনই নিয়ন্তা। তাই অন্য রাজার স্থান নেই। ঠিক সেই মিথকে বিশ্বাস করেই আজকের রাজারা অর্থাৎ রাজনৈতিক বা সরকারি পদাধিকারীরাও ভয়ে কম্পমান। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা কেউই এ নগরীতে কখনওই রাত কাটান না। তাঁরা আসেন, সভা সমাবেশ করেন, মহাকাল দর্শন করেন। কিন্তু রাত্রিযাপনের প্রশ্নই নেই। সুতরাং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস ঠিক সেই পথই অনুসরণ করে গতকাল রাতে মহাকালকে পুজো দিয়েই চলে গেলেন অন্য শহর ইন্দোরের সার্কিট হাউসে। আবার এলেন ভোরে। শুধু রাত কাটাতে গি঩য়েছিলেন ইন্দোর।
নানাখেড়া বাসস্ট্যাণ্ড থেকে সকালে হল রোড শো। কালভৈরব শ্মশান পর্যন্ত। দেবেন্দ্র ফাড়নবিস বারংবার বললেন, কংগ্রেসের মিথ্যাচারের কথা। পাঁচ মাস আগেই বিধানসভা ভোটের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এসে কৃষিঋণ শোধ করে দেবে। ক্ষমতায় তো তাদের আনলেন আপনারা। কোথায়? কতজন পেলেন ঋণ মকুবের চেক? আমাদের মহারাষ্ট্রে আসুন। দেখে যান যা প্রতিশ্রুতি দিয়েছি, তাই পালন করেছি। সব কৃষিঋণ মকুব। ফাড়নবিসের পাশে দাঁড়িয়ে ছিলেন অনিল ফিরোজিয়া। বিজেপির নতুন প্রার্থী।
মিথের শহর উজ্জয়িনী।
শিপ্রা নদীর তীরে সন্ধ্যার আরতী দেখতে মনোহর লাল পাওয়ার বললেন, এখানে কেউ ভুখা থাকে না জানেন তো? সে যত ভিক্ষুক কিংবা দরিদ্রই হোক , উজ্জয়িনী নগরীতে একবার মহাকালের শরণাপন্ন হলে খাবার কিন্তু জুটবেই। একদিন পরীক্ষা করে দেখবেন সকাল থেকে নিজে খাবেন না। দেখবেন কীভাবে যেন কোনও মন্দিরের পাশে ভান্ডারা কিংবা আচমকা প্রসাদ পেয়ে যাবেনই। ৫৬ বছর ধরে আছি এই শহরে। কেন জানেন তো? তার দিকে তাকাতেই মনোহর বললেন, এক কুলটা নারী গোটা নগরীর খাবার একাই খেয়ে নিচ্ছিলেন। তাঁকে রাজা বিক্রমাদিত্য অবশেষে শহর থেকে বহিষ্কার করলেন। তার সঙ্গেই চলে গেল অনাহার। সেই রীতি আজও চলছে। কেউ না খেয়ে থাকে না। হাত বাড়িয়ে কাকে যেন ডাকলেন মনোহর লাল। শিপ্রা নদীর ঘাটে সব আলো জ্বলছে। যে লোকটি এসে দাঁড়ালেন তাঁর নাম ওমপ্রকাশ। মনোহর বললেন, এই যে, এই প্রকাশের সঙ্গে আগামীকাল ভোরে যাবেন, ও আপনাকে দেখিয়ে আনবে ভুখা মাতার মন্দির!! সেকি? অনাহারেরও আবার দেবী? তাঁরও মন্দির আছে উজ্জয়িনীতে। মনোহর লাল বললেন কী নেই এখানে? একটা ডুব দিয়ে আসুন শিপ্রায়। দেখবেন অর্ধেক রোগ চলে গেল!
মিথের শহর উজ্জয়িনী।
বিক্রমাদিত্য কিংবা মহাকাল অথবা শিপ্রা নদীমাতাকে ঘিরে থাকা মিথের তো কমতি নেই। কিন্তু এতকাল ধরে রাজনৈতিক মিথ ছিল বিজেপিকে কেউ হারাতে পারে না। বছরের পর বছর লোকসভাই হোক, বিধানসভাই হোক কিংবা পুরসভা, উজ্জয়িনী বরাবর বিজেপির দুর্গ। অথচ সেই মিথ ধরে রাখতে আপাতত সবথেকে টেনশনে নরেন্দ্র মোদির দল। কারণ অশনি সঙ্কেতের মতো বার্তা দিয়েছে সাম্প্রতিক বিধানসভা ভোটের ফলাফল। বিজেপি এই প্রথম দেখা যাচ্ছে লোকসভার মধ্যে থাকা সবকটি বিধানসভা আসনের মিলিত ভোট মিলিয়ে আড়াই হাজার ভোটে পিছিয়ে পড়েছে। এই বিস্ময়কর ঘটনা এতটাই স্নায়ুকে নাড়িয়ে দিয়েছে যে জয়ী এমপিকেই সরিয়ে দিয়েছেন মোদি। কংগ্রেসের টাউন উপ সভাপতি নরেন্দ্র পচৌরি বললেন, চিন্তনলাল মালব্যকে যদি এবার বিজেপি টিকিট দিতো তাহলে পরাজয় নিশ্চিতই ছিল। কারণ সেই পাঁচ বছর আগে প্রচারে তাঁকে একবার দেখা গিয়েছিল। আর কখনওই তাঁকে উজ্জয়িনীতে চোখে পড়েনি। তাই তাঁর ব্যর্থতা ঢাকতে এবার জয়ী এমপিকেই সরিয়ে নতুন মুখ এনেছে বিজেপি। আর কী অবস্থা দেখুন। স্থানীয় কাউকে পেল না বিজেপি। সেই ৪০ কিলোমিটার দূরের জনপদ তারানার বাসিন্দা, সেখানকার বিধায়ককে উজ্জয়িনীর লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে। সুতরাং আবার বোঝা যাচ্ছে তাঁকে ভোট দিলে একই দশা হবে। আর খুঁজে পাওয়া যাবে না। কংগ্রেসের প্রার্থী বাবুলাল মালব্যও বাইরের মানুষ। তিনিও স্থানীয় নয়। এটাই হল আমাদের স্ট্যাটাস। বিক্রম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোহিতাশ্ব সিং বললেন, উজ্জয়িনীকে স্রেফ একটা ট্যুরিস্ট স্পট হিসাবেই দেখা হয়। অথচ পাশের শহর ইন্দোর দেখতে দেখতে দেশের মধ্যে একটা এত বড় উন্নত নগরী হয়ে গেল। আমরা একেবারে লাগোয়া এবং বহু প্রাচীন হওয়া সত্ত্বেও কোনও গুরুত্বই পেলাম না।
কার্যত আজ উজ্জয়িনীতে কোনও কাজ নেই। একটা সময় ছিল অসংখ্য কারখানা আর ক্ষুদ্র শিল্পের ইউনিট। গোটা শহরের যুবকরা কাজে যেত। সব শিল্প বন্ধ। ইন্দোর যতই আধুনিক হচ্ছে, বিজনেস সেন্টার হচ্ছে, উজ্জয়িনী ততই ডুবে যাচ্ছে হতাশায়। কারণ হাজার হাজার একর জমি। অথচ একটিও শিল্প হচ্ছে না। তাই আজও উজ্জয়িনীর একজনই রক্ষাকর্তা। অটোচালক থেকে মাহেশ্বরী শাড়িবিক্রেতা প্রত্যেকের একটাই জবাব, মহাকাল মন্দিরের জন্যই জীবিকা বেঁচে রয়েছে। সুতরাং মিথের শহর উজ্জয়িনীতে স্থায়ী মিথ একটাই। মহাকাল!

09th  May, 2019
 ভোটারদের বুথমুখো করতে কেনাকাটায়
বেনজির ছাড় জামশেদপুরের ব্যবসায়ীদের

সৌম্যজিৎ সাহা, সাকচি (জামশেদপুর): কেউ ৩০ শতাংশ, কারও আবার ১০ শতাংশ ডিসকাউন্ট। উঁহু, চৈত্র সেল বা কোনও পরবে নয়। ভোটের উৎসবে। জামশেদপুর লোকসভার অন্তর্গত সাকচির অলিগলি এহেন আকর্ষণীয় ছাড়ের পোস্টারে ছেয়ে গিয়েছে। প্রথমে দেখে মনে হতেই পারে, এ কোনও রাজনৈতিক দলের ভোট টানার কৌশল। আদপে তা নয়। এই ছাড়ের ক্যাচলাইন একটাই, ভোট দিন, ছাড় নিন।
বিশদ

09th  May, 2019
বিরোধী ভোট ভাগাভাগিতে জয়
নিশ্চিত দেখছেন মীনাক্ষী লেখি

 নয়াদিল্লি, ৮ মে: দিল্লিতে আপ এবং কংগ্রেসের জোট হয়নি। যার দায় একে অপরের ঘাড়ে চাপিয়ে প্রতিটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে দু’দলই। দুই প্রধান প্রতিপক্ষ হাত না ধরায় বিজেপির মুখে চাওড়া হাসি। দিল্লির লড়াই শেষ পর্যন্ত ত্রিমুখী হওয়ায় নিজেদের ফায়দা দেখছেন বিজেপির প্রার্থীরা।
বিশদ

09th  May, 2019
দেশে এমডি-এমএস পড়ার সুযোগ বাড়ানোই কি লক্ষ্য?
নিট পিজি পাশের যোগ্যতামান
৬ পার্সেন্টাইল কমানো হল

 বিশ্বজিৎ দাস, কলকাতা: দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে এমডি-এমএস’এ ভর্তির অভিন্ন পরীক্ষা নিট উত্তীর্ণ হওয়ার যোগ্যতামান কমাল কেন্দ্রীয় সরকার। এতদিন দেশব্যাপী এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতামান ছিল ৫০ পার্সেন্টাইল।
বিশদ

09th  May, 2019
ক্ষমতায় এলে পেট্রোল-ডিজেলের দাম কমবে
মোদির দিন শেষ, বললেন
আত্মবিশ্বাসী রাহুল

 নয়াদিল্লি, ৮ মে (পিটিআই): পঞ্চম দফার নির্বাচন অতিবাহিত। এখনও দু’টি দফা বাকি। ফলাফল কী হবে, তা নিয়ে দোলাচলে বিভিন্ন মহল। কিন্তু প্রত্যয়ী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দাবি, নরেন্দ্র মোদির খেল খতম। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে মোদি-অমিত শাহকে হারানোর কথা বলতেন।
বিশদ

09th  May, 2019
  রাহুলের মুখে ভালোবাসা আর কংগ্রেস নেতারা
বাঁদর, সাপ, হিটলার বলছেন আমাকে: মোদি

 কুরুক্ষেত্র ও ফতেহাবাদ (হরিয়ানা), ৮ মে: রাহুল গান্ধী ভালোবাসার কথা বলছেন। কিন্তু কংগ্রেস নেতারা বাঁদর, ইঁদুর, সাপ, বিছে বলে আমাকে অপদস্থ ও অপমান করে চলেছেন। অনুযোগ প্রধানমন্ত্রীর কণ্ঠে।
বিশদ

09th  May, 2019
দিল্লিতে এবারও বিজেপিই জিতবে, মেগা
র‌্যালি থেকে সদর্প ঘোষণা মোদির

 দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ৮ মে: বালাকোটে পাকিস্তানকে প্রত্যাঘাতের কৃতিত্ব এবং প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে আক্রমণ করেই দিল্লির ‘মেগা র্যা লি’র মন জয় করলেন মোদি। নাম না করে সমালোচনা চড়ালেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও। ’৮৪ এর শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে ঠেস দিলেন কংগ্রেসকে।
বিশদ

09th  May, 2019
‘চৌকিদার চোর হ্যায়’
সুপ্রিম কোর্টের নাম জড়ানোর জন্য
নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল গান্ধী

 নয়াদিল্লি, ৮ মে (পিটিআই): ‘চৌকিদার চোর হ্যায়’— এই রাজনৈতিক স্লোগানের সঙ্গে দেশের শীর্ষ আদালতের নাম জড়ানোয় বুধবার সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, অনিচ্ছাকৃতভাবে এবং অসাবধানতাবশত তিনি রাজনৈতিক স্লোগানের সঙ্গে রাফাল মামলার রায়ের প্রসঙ্গ টেনেছিলেন।
বিশদ

09th  May, 2019
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য মোদি ও অমিত শাহের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

 নয়াদিল্লি, ৮ মে (পিটিআই): নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কংগ্রেস এমপি সুস্মিতা দেব।
বিশদ

09th  May, 2019
বারাণসীতে তেজ বাহাদুরের মনোনয়ন বাতিল নিয়ে
কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৮ মে: বারাণসীতে কেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের মনোনয়নপত্র বাতিল হল, তা নিয়ে নির্বাচন কমিশনের মতামত জানত চাইল সুপ্রিম কোর্ট। আগামীকালের মধ্যে কমিশনকে মত জানাতে হবে।
বিশদ

09th  May, 2019
  গুরুদাসপুরে সানি দেওলের মোকাবিলায় কংগ্রেসের ভরসা প্রিয়াঙ্কা গান্ধী

 চণ্ডীগড়, ৮ মে (পিটিআই): গুরুদাসপুরে বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওলকে প্রার্থী করে প্রচারের সার্চলাইট নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে বিজেপি। ‘বর্ডার’-এর নায়কের সঙ্গে পাল্লা দিতে কংগ্রেস এবার প্রচারে নামাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীকে।
বিশদ

09th  May, 2019
  মোদিকে জল্লাদ বললেন রাবড়ি

 নয়াদিল্লি, ৮ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘জল্লাদ’ বলে নতুন করে বিতর্ক উসকে দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবড়ি দেবী। মোদিকে প্রিয়াঙ্কা গান্ধী ‘দুর্যোধন’ বলে মন্তব্য করেছিলেন। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই রাবড়ি এই মন্তব্য করেছেন।
বিশদ

09th  May, 2019
মোদিকে ‘আধুনিক যুগের ঔরঙ্গজেব’
বললেন কংগ্রেস নেতা, পাল্টা জবাব বিজেপির

 বারাণসী, ৮ মে (পিটিআই): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। বারাণসীতে প্রচারে এসে মোদিকে ‘আধুনিক যুগের ঔরঙ্গজেব’ বলে কটাক্ষ করলেন তিনি। ষষ্ঠ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা টেনে কংগ্রেস নেতার অভিযোগ, মন্দিরের শহর বারাণসীতে মোদির নির্দেশেই শতাধিক মন্দির ভাঙা হয়েছে।
বিশদ

09th  May, 2019
বালাকোটের হামলায় মারা পড়েছে ১৭০
জয়েশ জঙ্গি, দাবি ইতালীয় সাংবাদিকের

 নয়াদিল্লি, ৮ মে: বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলায় মারা পড়েছে ১৭০ জনের কাছাকাছি জয়েশ-ই-মহম্মদ জঙ্গি। এমনটাই দাবি করলেন ইতালির এক সাংবাদিক। ফ্রান্সেকা মারিনো নামে এই ইতালীয় সাংবাদিকের রিপোর্ট অনুযায়ী, বালাকোটে জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে ২৬ ফেব্রুয়ারির ওই হামলায় মৃত্যু হয়েছে ১৩০ থেকে ১৭০ জন জঙ্গির। ভারতীয় বায়ুসেনার হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে পাকিস্তান মিথ্যা দাবি করছে।
বিশদ

09th  May, 2019
রাজপুত বনাম রাজপুতের লড়াইয়ে
জমজমাট বিহারের মহারাজগঞ্জ

 পাটনা, ৮ মে: দুই রাজপুতের ভোটযুদ্ধে জমজমাট বিহারের ‘চিতোর’ হিসেবে খ্যাত মহারাজগঞ্জ। ঔরঙ্গাবাদের পর নির্বাচনী রাজনীতিতে সবথেকে বেশি রাজপুত ভোটারদের প্রভাব বিহারের এই অঞ্চলে। উত্তরপ্রদেশ লাগোয়া মহারাজগঞ্জে প্রধানত কৃষিজীবী মানুষের বাস। ভোটযুদ্ধে তাঁদের উপস্থিতিই সবথেকে বড় বাজি বিজেপি এবং আরজেডির।
বিশদ

09th  May, 2019

Pages: 12345

একনজরে
বিএনএ, তমলুক: উন্নয়নকে হাতিয়ার করেই পূর্ব মেদিনীপুরের দু’টি আসনে তৃণমূলকে রেকর্ড ভোটে জেতানোর লক্ষ্যে ঝাঁপিয়েছেন দলের অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারী। নিজের খাসতালুক পূর্ব মেদিনীপুরে দলের রেকর্ড অক্ষত রাখাই তাঁর টার্গেট।  ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন কোচ হিসাবে স্প্যানিশ কোচ হোসে আন্তেনিও কিবু ভিচুনাকে বেছে নিল মোহন বাগান। ভারতে কাজ করার কোনও অভিজ্ঞতা না থাকলেও উয়েফা প্রো-লাইসেন্স আছে তাঁর। ছ’বছর পর সবুজ-মেরুনের দায়িত্বে আবার বিদেশি কোচ। ...

সংবাদদাতা, বালুরঘাট: পথদুর্ঘটনায় মৃত্যু হওয়া একব্যক্তির মৃতদেহ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্ত করতে এসে বিপাকে পড়ে একটি দরিদ্র পরিবার। মৃত ব্যক্তির নাম বাবুলাল চৌধুরী(৫৫)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার গচিহারে।  ...

 রূপাঞ্জনা দত্ত, লন্ডন, ১০ মে: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হামলায় মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের। ঘটনাটি ঘটেছে লন্ডনের কাছে বার্কশায়ারের স্লাও এলাকায়। নিহত ওই যুবকের নাম ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা
১৯০৪: ১৯০৪ - স্পেনীয় চিত্রকর সালভাদর দালির জন্ম
১৯১৫: স্বাধীনতা সংগ্রামী বসন্তকুমার বিশ্বাসের জন্ম।
১৯১৬: আপেক্ষিকতাবাদের উপস্থাপনা আইনস্টাইনের
১৯৮৪: স্পেনের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তার জন্ম
১৯৯৮: পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা করল ভারত
২০১৬: বাগদাদে আইএসের হামলায় হত শতাধিক



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭০.৮৮ টাকা
পাউন্ড ৮৯.৫৭ টাকা ৯২.৮২ টাকা
ইউরো ৭৭.১৮ টাকা ৮০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৩২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৬৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,১২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
10th  May, 2019

দিন পঞ্জিকা

২৭ বৈশাখ ১৪২৬, ১১ মে ২০১৯, শনিবার, সপ্তমী ৩৬/৪৫ রাত্রি ৭/৪৫। পুষ্যা ২০/২৭ দিবা ১/১৩। সূ উ ৫/২/৩২, অ ৬/৩/৩০, অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ১/২৩ মধ্যে পুনঃ ২/৭ গতে ৩/৩৫ মধ্যে, বারবেলা ৬/৪১ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৮ মধ্যে পুনঃ ৪/২৫ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/২৫ মধ্যে পুনঃ ৩/৪০ গতে উদয়াবধি। 
২৭ বৈশাখ ১৪২৬, ১১ মে ২০১৯, শনিবার, সপ্তমী ৩৪/৪৭/৪১ রাত্রি ৬/৫৮/৭। পুষ্যানক্ষত্র ১৯/২৭/১৬ দিবা ১২/৪৯/৫৭, সূ উ ৫/৩/৩, অ ৬/৪/৩৯, অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/৫২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে, বারবেলা ১/১১/৩৩ গতে ২/৪৯/১৫ মধ্যে, কালবেলা ৬/৪০/৪৫ মধ্যে ও ৪/২৬/৫৭ গতে ৬/৪/৩৯ মধ্যে, কালরাত্রি ৭/২৬/৫৭ মধ্যে ও ৩/৪০/৪৫ গতে ৫/২/৩০ মধ্যে। 
৫ রমজান 
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: শেয়ার বা ফাটকাতে লাভ হবে। বৃষ: বিদ্যার্থীদের পঠন-পাঠনে আগ্রহ থাকবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা১৯০৪: ১৯০৪ ...বিশদ

07:03:20 PM

পাকিস্তানের একটি পাঁচতারা হোটেলে ৩ বন্দুকবাজের হামলা, চলছে গোলাগুলি

07:18:04 PM

অন্ধ্রপ্রদেশের কুরনুলে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১৩, জখম বেশ কয়েকজন 

06:18:00 PM

বাইক বাহিনী ও বহিরাগতদের দাপাদাপি রোখার দাবিতে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের অবস্থান বিক্ষোভ 

05:05:00 PM

উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাত

04:55:00 PM