Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

নরেন্দ্র মোদি মেজাজ হারাচ্ছেন কেন?
শুভা দত্ত

নরেন্দ্র মোদির রাজনীতি নিয়ে অনেকের ভিন্নমত থাকতে পারে, কিন্তু তাঁর সৌজন্যবোধ নিয়ে এ যাবৎ কোনও প্রশ্ন ওঠেনি। ২০১৯-এর ভোটপর্ব যখন শেষ পর্যায়ে, তখন তিনি মেজাজ হারিয়ে একেবারে রাহুল গান্ধীর প্রয়াত পিতার নামে নিন্দা করে বসলেন। এভাবে তিনি ভদ্রতার সীমা ছাড়ালেন।
রাহুল বহুদিন ধরেই রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলছেন। স্লোগান দিচ্ছেন, ‘চৌকিদার চোর হ্যায়’। এতদিন বিজেপি নেতারা তার জবাবে কটূক্তি করেছেন বলে শুনিনি। কিন্তু গত ৫ মে মোদিকে রাহুলের উদ্দেশে বলতে শোনা গেল, আপনার বাবা তো একসময় মিস্টার ক্লিন বলে পরিচিত ছিলেন। কিন্তু তিনি ভ্রষ্টাচারী নম্বর ওয়ান হিসাবে মারা গেলেন।
প্রয়াত রাজীব গান্ধীর আমলে বোফর্স কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। প্রধানমন্ত্রী তার কথাই বলতে চেয়েছেন। তিনি যে কথাটি ভুলে গিয়েছেন, তা হল, বোফর্স নিয়ে রাজীবের বিরুদ্ধে অভিযোগ আদালতে টেকেনি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী কোনও দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে প্রমাণ নেই।
সুতরাং আইনের চোখে ওই অভিযোগ অসত্য। তার চেয়েও বড় কথা হল, মৃত ব্যক্তির নামে অভিযোগ করা শিষ্টাচারসম্মত নয়। মনে হয় নরেন্দ্র মোদি কোনও কারণে নার্ভাস হয়ে পড়েছেন। নার্ভাস হলে মানুষ অল্পে মেজাজ হারায়। উল্টোপাল্টা বলে ফেলে।
কেন মোদি নার্ভাস হচ্ছেন? দেশে পাঁচ দফা ভোটগ্রহণের পরে তাঁর মনে কি জয় নিয়ে সংশয় দেখা দিয়েছে? তিনি অবশ্য মুখে বলছেন, এবার জিতছেনই। সত্যিই কি তিনি জিতবেন বলে নিশ্চিত? নাকি দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য এইসব বলছেন?
মোদি ২০১৪ সালে ভোটের আগে বলতেন, দেশকে জঙ্গিদের হাত থেকে সুরক্ষিত রাখবেন। কোটি কোটি চাকরির সুযোগ সৃষ্টি করবেন। কালো টাকার মালিকদের শায়েস্তা করবেন। মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। এইরকম আরও কত কী! সেই প্রতিশ্রুতিগুলি নিয়ে এবার আর বিজেপি নেতারা বিশেষ উচ্চবাচ্য করছেন না। গত কয়েক মাস যাবৎ ভোটের প্রচারে মোদি, অমিত শাহ এবং তাঁদের দলের অন্যরা সবচেয়ে জোর দিচ্ছেন সন্ত্রাসবাদ দমনের ইস্যুতে। গত ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের পুলওয়ামায় মারাত্মক কাণ্ড ঘটে। সিআরপিএফ-এর কনভয় যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিল, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে তাতে ধাক্কা মারে এক জঙ্গি। ৪০ জনের বেশি আধা সেনা জওয়ান নিহত হন।
স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রতিক্রিয়া দেখা যায় দেশ জুড়ে। জঙ্গি হানার কয়েক দিনের মাথায় আমাদের বায়ুসেনা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বালাকোট নামে এক জায়গায় বোমা ফেলে আসে। সেখানে জঙ্গিদের শিবির ছিল। সরকারের দাবি, সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হয়েছে।
কংগ্রেসের পাল্টা দাবি, মোদির আমলে জম্মু-কাশ্মীরে আরও তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসবাদীরা। সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীদের ওপরে আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে ২৬০ শতাংশ। অনুপ্রবেশও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্যে জানা যায়, ২০১৩ সালে কাশ্মীরে জঙ্গি হানা হয়েছিল ১৭০টি। ২০১৮-তে হয়েছে ৬১৪টি। এই জন্য কংগ্রেস বলছে, সন্ত্রাসবাদীদের তৎপরতা বেড়েছে ২৬০ শতাংশ।
কিন্তু শুধু দু’বছরের তথ্য দিয়ে কাশ্মীরের পুরো ছবিটা বোঝা যায় না। সামগ্রিকভাবে কংগ্রেস আমলের তুলনায় বিজেপি জমানায় জঙ্গি হানার সংখ্যা খুব বাড়েনি, কমেওনি। মোটামুটি একই আছে। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে কেন্দ্রে ছিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। তখন কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে ১৭১৭ বার। অন্যদিকে ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে কেন্দ্রে ছিল বিজেপি। ওই বছরগুলিতে জঙ্গি হানার সংখ্যা ১৭০৮। ২০১৮-১৯ সালে জঙ্গিরা কতবার হামলা করেছে, তার হিসাব এখনও মেলেনি।
কংগ্রেস আমলের তুলনায় এখন অনুপ্রবেশ কিছু কমেছে। সরকারের দেওয়া তথ্য বলছে, ২০০৯ থেকে ’১৩-র মধ্যে অনুপ্রবেশ হয়েছিল ১৭৬২ বার। ২০১৪ থেকে ’১৮-র মধ্যে ওই সংখ্যা কমে হয়েছে ১৪৫৬।
২০১৬ সালে কাশ্মীরে বুরহান ওয়ানি নামে এক জঙ্গি নিহত হয়। সে সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা ছিল। এই মৃত্যুর পরে কাশ্মীর উপত্যকায় গোলযোগ বৃদ্ধি পায়। অনুপ্রবেশের চেষ্টাও বাড়তে থাকে। সম্ভবত বুরহানের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে সন্ত্রাসবাদীরা এদেশে ঢুকতে চেষ্টা করেছিল। কিন্তু তাদের অনেককে যে রুখে দেওয়া গিয়েছে তাতে সন্দেহ নেই।
সন্ত্রাসবাদীরা শুধু জম্মু-কাশ্মীরেই নেই, দেশের অন্যত্রও আছে। উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্য দীর্ঘদিন ধরে সন্ত্রাসকবলিত। এছাড়া মধ্য ভারতের দণ্ডকারণ্যে আছে মাওবাদীরা। ওইসব জায়গায় শান্তি ফিরিয়ে আনার জন্য বিজেপি সরকারের চেষ্টা কতদূর ফলপ্রসূ হয়েছে?
স্বরাষ্ট্রমন্ত্রকের হিসাব অনুযায়ী, ২০১৫ সালের পর থেকে উত্তর-পূর্বে জঙ্গি হানায় হতাহতের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। ১৯৯৭ সালের পরে ২০১৭ সালেই ওই অঞ্চল ছিল সবচেয়ে শান্ত।
মধ্য ভারতের ছবিটা কীরকম?
গতবছরে মোদি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০১৪ থেকে ’১৭-র মধ্যে আত্মসমর্পণ করেছে ৩৩৮০ জন মাওবাদী। যদিও নানা মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে, আত্মসমর্পণকারী বলে যাদের দেখানো হয়েছে, তারা সকলে সত্যিই মাওবাদী ছিল তো? নাকি অনেক ক্ষেত্রে গ্রামের নিরীহ মানুষকে ধরে আত্মসমর্পণকারী সাজিয়ে দেওয়া হয়েছে?
যাই হোক, মাওবাদী হিংসা যে আগের চেয়ে কিছু কমেছে তাতে সন্দেহ নেই। কিন্তু তার কৃতিত্ব বিজেপি’র একার নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই বলছে, মাওবাদীদের তৎপরতা কমতে শুরু করে ২০১১ সাল থেকে। তার মানে কংগ্রেস আমল থেকেই মাওবাদী দমনে সাফল্য আসতে শুরু করেছিল।
বিজেপি নেতারা সন্ত্রাসবাদীদের কঠোর হাতে দমন করার কথা বলেন ঠিকই, কিন্তু কংগ্রেস আমলের তুলনায় তাঁদের রেকর্ড তেমন উজ্জ্বল নয়।
অর্থনীতির ক্ষেত্রে মোদি সরকারের সাফল্য কেমন? নতুন নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে কি?
এককথায় বলতে গেলে, এক্ষেত্রে বিজেপি সরকারের রেকর্ড খুব খারাপ। তথ্য বলছে, চলতি বছরে দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ। ১৯৭২-৭৩ সালের পরে বেকারত্বের হার কখনও এত বেশি হয়নি। ২০১১-১২ সালে দেশে কর্মহীন ছিলেন ২.২ শতাংশ মানুষ। সেই তুলনায় কর্মহীনের সংখ্যা এখন অনেক বেড়েছে বলতে হবে। ১৫ থেকে ২৯ বছরের মধ্যে যাদের বয়স, তাদেরই কাজের অভাব সবচেয়ে বেশি। ছেলেদের তুলনায় মেয়েদের কাজের সুযোগ কম। শহরে তরুণদের মধ্যে ১৮.৭ শতাংশ ও তরুণীদের ২৭.২ শতাংশের হাতে কাজ নেই। গ্রামের ক্ষেত্রে তরুণদের ১৭.৪ শতাংশ ও তরুণীদের ১৩.৬ শতাংশ কাজ খুঁজছেন।
যে দেশে যুবকদের এক বড় অংশ বেকার থাকে, সেখানে নানা অশান্তি সৃষ্টি হয়। তরুণদের একাংশ অবধারিতভাবে নানা অসাধু কার্যকলাপে জড়িয়ে পড়ে। নানা স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের কাজে লাগায়। অনেক সময় বেকার যুবকদের একটা অংশ চরমপন্থীদের দলে ভেড়ে। এইভাবে অর্থনৈতিক সংকট সমাজে অস্থিরতার জন্ম দেয়।
কর্মসংস্থানের হাল এত খারাপ কেন?
বিরোধীরা বলছেন, এর জন্য দায়ী নোটবন্দি আর জিএসটি।
২০১৬ সালে ৮ নভেম্বরের সন্ধ্যায় প্রধানমন্ত্রী সবাইকে চমকে দিয়ে ঘোষণা করলেন, দেশে পাঁচশো আর হাজার টাকার নোট বাতিল। দেশে ওইসময় যত নোট চালু ছিল, তার ৮৬ শতাংশই পাঁচশো ও হাজার টাকার। সরকার ভেবেছিল, নোট বাতিল করে কালো টাকার মালিকদের জব্দ করা যাবে। কিন্তু পরে রিজার্ভ ব্যাঙ্ক জানায়, প্রায় সব নোট ফেরত এসেছে।
তাহলে আর কালো টাকার মালিকদের শাস্তি দেওয়া হল কই?
অসাধু উপায়ে যারা বিপুল ধনসম্পত্তির মালিক হয়েছে, তারা দিব্যি রয়ে গেল। কিন্তু নোট বাতিলের ফলে ক্ষতি হল অর্থনীতির। বিশেষত, অর্থনীতির যে শাখায় সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়, সেই অসংগঠিত ক্ষেত্র পড়ল সবচেয়ে বিপদে। সেখানে মূলত নগদ টাকায় কারবার হয়। নোটবাতিলে অনেক ছোট ব্যবসার ঝাঁপ বন্ধ হল। তার অনিবার্য পরিণতি, কর্মসংকোচন। হাজার হাজার মানুষের বেকার হয়ে যাওয়া।
২০১৭ সালের জুলাই মাসে দেশে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু হয়। এতেও ছোট ও মাঝারি ব্যবসা সংকটে পড়ে। বহু কর্মী ছাঁটাই হন। মোদি বলেছিলেন, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে দেশকে সুপার পাওয়ারে পরিণত করবেন। তার কী হল?
সরকারের দাবি, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের জোরে আর্থিক বৃদ্ধি ঘটবে। ২০২৫ সাল নাগাদ দেশের মোট জাতীয় উৎপাদনের ২৫ শতাংশ আসবে ম্যানুফ্যাকচারিং থেকে।
ওই প্রকল্প চালু হয়েছে কয়েক বছর হয়ে গেল। এখন ছবিটা কী?
তথ্য বলছে, এখনও পর্যন্ত জিডিপি-র বড়জোর ১৫ শতাংশ আসে ম্যানুফ্যাকচারিং থেকে। আগামী দিনে তার পরিমাণ খুব বেশি বাড়বে বলে আশা কম।
২০১২ সালে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরে বোঝা গিয়েছিল, পথেঘাটে মেয়েদের কতবড় বিপদ ঘটতে পারে। মোদি বলেছিলেন, তাঁর সরকার মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। কিন্তু তথ্য বলছে, বিপদ কমেনি। বরং বেড়েছে। নারী নির্যাতনের নানা মামলায় যারা জেলে বন্দি, তারা শাস্তি পেয়েছে কমই। অনেক সময় দেখা গিয়েছে, আক্রান্ত মেয়েটি লোকলজ্জার ভয়ে সাক্ষী দেয়নি। অনেক সময় নিপীড়নকারী পুরুষটিই ভয় দেখিয়েছে আক্রান্ত মহিলা ও তার পরিবারকে।
সারা দেশে চাষিরা কেমন আছেন?
মোদি তো বলেছিলেন, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় হবে ডবল। তার কোনও ইঙ্গিত দেখা যাচ্ছে কি? মনে হয় না।
কৃষকদের ঋণ বাড়ছে। চাষের যন্ত্রপাতি, বীজ, সার ইত্যাদি কিনতে গিয়ে তাঁরা দেনাগ্রস্ত হয়ে পড়ছেন। ফসলের ন্যায্য দামও সবসময় মিলছে না। দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন অনেক চাষি। গত কয়েক বছরে দেশে কয়েকটি বড় কৃষক মিছিল দেখা গিয়েছে।
সব মিলিয়ে স্পষ্ট, এনডিএ সরকারের পাঁচ বছরে ব্যর্থতার ভাগ বেশি। সাফল্য কম। ভোটের বাক্সে সেই ব্যর্থতার প্রতিফলন পড়তে বাধ্য। মোদি তো নার্ভাস হবেনই।
09th  May, 2019
তাহলে, হাওয়া
এবার কোন দিকে?
মোশারফ হোসেন

দেখতে দেখতে মোট সাত দফা ভোটগ্রহণের পাঁচটি দফাই সম্পূর্ণ হয়ে গেল। গোটা দেশে। আমাদের রাজ্যেও। বাকি দুটি দফায় মাত্র ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। যদিও ওইসব কেন্দ্রের ভোট বেশ কয়েকটি সর্বভারতীয় রাজনৈতিক গুরুত্বের বিচারে অত্যন্ত সংবেদনশীল।
বিশদ

রাজনীতির পাঁকে সরকারের
উচ্চপদস্থ কর্মচারীরা
শুভময় মৈত্র

দেশের উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা রাজনৈতিক নেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে বিপদে পড়ছেন অনেক সময়। কেউ কেউ বড্ড বেশি যোগাযোগ রাখছেন ক্ষমতাশীল রাজনৈতিক দলের সঙ্গে। তারপর সেখানে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় অনেক সময় চাকরিতে ইস্তফা দিতে হচ্ছে। নিজের অস্তিত্ব রক্ষায় যোগ দিতে হচ্ছে অন্য কোনও রাজনৈতিক দলে। ভোটপ্রচারে তাঁদের মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে এমন সব ভাষা যা একেবারে রাজনৈতিক নেতাদের কাছ থেকেই শেখা।
বিশদ

মোদিময় রাজনীতিতে
নয়া পাঠ ‘বাণপ্রস্থ কথা’
মৃণালকান্তি দাস

তাঁর বাড়িতে পা দিলেই চন্দনকাঠের একটা মূর্তিতে চোখ পড়বেই। তাতে অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন শ্রীকৃষ্ণ। তার পিছনে মহাভারতের টুকরো নানা ছবি। শরশয্যায় শায়িত ভীষ্মও। বিজেপিতে আদবানিকে ভীষ্ম পিতামহের সঙ্গে তুলনা করা হয়। নিজের হাতে তৈরি দলে যেভাবে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, তাকে কি তাঁকে আজ ভীষ্মের সেই শরশয্যার সঙ্গে তুলনা করা যায়?
বিশদ

10th  May, 2019
জনপ্রতিনিধিত্ব আইনের অনেক
সংশোধন প্রয়োজন 
বিশ্বনাথ চক্রবর্তী

 ভারতীয় সংবিধান রচয়িতারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে সংবিধান প্রদত্ত পূর্ণ স্বাধিকার দিয়েছিল। সংবিধানের ৩২৪নং ধারা বলে লোকসভা নির্বাচনে তত্ত্বাবধান, নির্দেশ ও নির্বাচনের ওপর পূর্ণ কর্তৃত্ব রাখবার ক্ষমতা অর্পণ করা হয়েছে নির্বাচন কমিশনের হাতে।
বিশদ

10th  May, 2019
কেন্দ্রে শক্তিক্ষয়, রাজ্যে শক্তিবৃদ্ধি—
সম্ভাবনার বিচিত্র জল্পনায় মুখর বঙ্গ
মেরুনীল দাশগুপ্ত

 বিশেষ করে বিষয় যখন দেশের ক্ষমতা দখলের ভোট-মহারণ সঙ্গে বাংলায় জোড়া ফুলের ৪২-এ ৪২-এর ডাক, আর সে মহাসংগ্রামে দুই প্রধান প্রতিপক্ষের নাম মোদি-মমতা— তখন পায় কে! একেবারে রসিয়ে কষিয়ে গরমে নরমে যুক্তি অযুক্তি কুযুক্তির কড়া পাকে পাহাড় থেকে সাগর জঙ্গলমহল থেকে যাদবপুর যাকে বলে জল্পনা-কল্পনার একটা উৎসবই যেন শুরু হয়ে গেছে।
বিশদ

09th  May, 2019
তাহলে, হাওয়া এবার কোন দিকে?
মোশারফ হোসেন

দেখতে দেখতে মোট সাত দফা ভোটগ্রহণের পাঁচটি দফাই সম্পূর্ণ হয়ে গেল। গোটা দেশে। আমাদের রাজ্যেও। বাকি দুটি দফায় মাত্র ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। যদিও ওইসব কেন্দ্রের ভোট বেশ কয়েকটি সর্বভারতীয় রাজনৈতিক গুরুত্বের বিচারে অত্যন্ত সংবেদনশীল।
বিশদ

07th  May, 2019
রাজনীতির পাঁকে সরকারের উচ্চপদস্থ কর্মচারীরা
শুভময় মৈত্র

 দেশের উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা রাজনৈতিক নেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে বিপদে পড়ছেন অনেক সময়। কেউ কেউ বড্ড বেশি যোগাযোগ রাখছেন ক্ষমতাশীল রাজনৈতিক দলের সঙ্গে। তারপর সেখানে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় অনেক সময় চাকরিতে ইস্তফা দিতে হচ্ছে।
বিশদ

07th  May, 2019
ইরান-মার্কিন দ্বন্দ্ব
তেলসংকটের মুখে ভারত 
গৌরীশঙ্কর নাগ

গত ২২ এপ্রিল ইরান থেকে তেল আমদানির ওপর আমেরিকার ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে ২ মে থেকে ভারতসহ ৬টি রাষ্ট্র (চীন, ইতালি, গ্রিস, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও তুর্কি) ফের অসুবিধার মুখে পড়তে চলেছে।  বিশদ

06th  May, 2019
আমাদের কি ‘সাচ্চে দিন’
আসতে পারে না?
পি চিদম্বরম

আমার সামনে ১ মে তারিখের একটি ইংরেজি দৈনিক কাগজ রয়েছে। চলতি নির্বাচনের রকমারি খবর পড়ছি। নজরকাড়া শিরোনামের একটি ‘স্টোরি’ পড়লাম: ‘লোকসভায় বিরোধী দলনেতা নেই, সেই দল প্রধানমন্ত্রী পাওয়ার স্বপ্ন দেখে: মোদি’। নরেন্দ্র মোদি লখনউ এবং মজফ্ফরপুরে যে ভাষণ দিয়েছেন তার গুরুত্বপূর্ণ অংশের বিস্তারিত বিবরণ ওই রিপোর্টে রয়েছে।  বিশদ

06th  May, 2019
মোদিকে ঘিরে বিরোধীদের ইস্যুহীন লড়াই!
মৃণালকান্তি দাস

দেশের সাধারণ নির্বাচন আরও একবার দারুণভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। এবং সেই ব্যক্তিকে ঘিরেই গোটা দেশে গড়ে উঠছে আশা-নিরাশার এক অদ্ভুত দোলাচল। বিরোধীদের যাবতীয় মরণ-কামড়ও। এই লোকসভা নির্বাচনে তিনিই ওয়ান ম্যান আর্মি।
বিশদ

05th  May, 2019
ফণী: বিপর্যয় মোকাবিলার প্রস্তুতিতে ফুল মার্কস মমতাকে
শুভা দত্ত 

প্রকৃতির রোষ ঠেকানোর ক্ষমতা মানুষের নেই। ঝড়ঝঞ্ঝা, বজ্র-বিদ্যুৎ, ভূমিকম্প, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দাপটের কাছে সত্যি বলতে কী—আজও মানুষ অসহায়। অবশ্য, আধুনিককালে বিজ্ঞানের বলে মানুষ প্রকৃতির ওই দাপটের হাত থেকে আত্মরক্ষার অনেক কলাকৌশলও আয়ত্ত করেছে।  
বিশদ

05th  May, 2019
রাজ্যে জাতপাতের রাজনীতির
গুরুত্ব কি বাড়ছে?
বিশ্বনাথ চক্রবর্তী

 জাতপাতের রাজনীতি কি পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলছে? রাজনৈতিক দলগুলো প্রচারে ও প্রার্থী নির্বাচনে যতটা জাতপাতকে গুরুত্ব দিচ্ছে বাস্তবে ইস্যুটি ততটা প্রাসঙ্গিক কি? স্বাধীনতার পর সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি ভারতীয় সমাজে বহু শতক ধরে চলা জাতব্যবস্থায় নতুন গতি এনেছে।
বিশদ

04th  May, 2019
একনজরে
সংবাদদাতা, বালুরঘাট: পথদুর্ঘটনায় মৃত্যু হওয়া একব্যক্তির মৃতদেহ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্ত করতে এসে বিপাকে পড়ে একটি দরিদ্র পরিবার। মৃত ব্যক্তির নাম বাবুলাল চৌধুরী(৫৫)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার গচিহারে।  ...

 সায়ন্ত ভট্টাচার্য, কলকাতা: লর্ডসের মোড় পেরিয়ে তখন হুডখোলা জিপ ঢুকছে বিক্রমগড়ে। চারপাশে মানুষ। কেউ হাত নাড়ছেন, কেউ নমস্কার করছেন। প্রত্যুত্তরে প্রত্যেককে হাতজোড় করে নমস্কার করছেন ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন কোচ হিসাবে স্প্যানিশ কোচ হোসে আন্তেনিও কিবু ভিচুনাকে বেছে নিল মোহন বাগান। ভারতে কাজ করার কোনও অভিজ্ঞতা না থাকলেও উয়েফা প্রো-লাইসেন্স আছে তাঁর। ছ’বছর পর সবুজ-মেরুনের দায়িত্বে আবার বিদেশি কোচ। ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা
১৯০৪: ১৯০৪ - স্পেনীয় চিত্রকর সালভাদর দালির জন্ম
১৯১৫: স্বাধীনতা সংগ্রামী বসন্তকুমার বিশ্বাসের জন্ম।
১৯১৬: আপেক্ষিকতাবাদের উপস্থাপনা আইনস্টাইনের
১৯৮৪: স্পেনের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তার জন্ম
১৯৯৮: পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা করল ভারত
২০১৬: বাগদাদে আইএসের হামলায় হত শতাধিক



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭০.৮৮ টাকা
পাউন্ড ৮৯.৫৭ টাকা ৯২.৮২ টাকা
ইউরো ৭৭.১৮ টাকা ৮০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৩২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৬৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,১২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
10th  May, 2019

দিন পঞ্জিকা

২৭ বৈশাখ ১৪২৬, ১১ মে ২০১৯, শনিবার, সপ্তমী ৩৬/৪৫ রাত্রি ৭/৪৫। পুষ্যা ২০/২৭ দিবা ১/১৩। সূ উ ৫/২/৩২, অ ৬/৩/৩০, অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ১/২৩ মধ্যে পুনঃ ২/৭ গতে ৩/৩৫ মধ্যে, বারবেলা ৬/৪১ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৮ মধ্যে পুনঃ ৪/২৫ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/২৫ মধ্যে পুনঃ ৩/৪০ গতে উদয়াবধি। 
২৭ বৈশাখ ১৪২৬, ১১ মে ২০১৯, শনিবার, সপ্তমী ৩৪/৪৭/৪১ রাত্রি ৬/৫৮/৭। পুষ্যানক্ষত্র ১৯/২৭/১৬ দিবা ১২/৪৯/৫৭, সূ উ ৫/৩/৩, অ ৬/৪/৩৯, অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/৫২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে, বারবেলা ১/১১/৩৩ গতে ২/৪৯/১৫ মধ্যে, কালবেলা ৬/৪০/৪৫ মধ্যে ও ৪/২৬/৫৭ গতে ৬/৪/৩৯ মধ্যে, কালরাত্রি ৭/২৬/৫৭ মধ্যে ও ৩/৪০/৪৫ গতে ৫/২/৩০ মধ্যে। 
৫ রমজান 
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: শেয়ার বা ফাটকাতে লাভ হবে। বৃষ: বিদ্যার্থীদের পঠন-পাঠনে আগ্রহ থাকবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা১৯০৪: ১৯০৪ ...বিশদ

07:03:20 PM

পাকিস্তানের একটি পাঁচতারা হোটেলে ৩ বন্দুকবাজের হামলা, চলছে গোলাগুলি

07:18:04 PM

অন্ধ্রপ্রদেশের কুরনুলে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১৩, জখম বেশ কয়েকজন 

06:18:00 PM

বাইক বাহিনী ও বহিরাগতদের দাপাদাপি রোখার দাবিতে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের অবস্থান বিক্ষোভ 

05:05:00 PM

উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাত

04:55:00 PM