Bartaman Patrika
রাজ্য
 

কেন্দ্রের বঞ্চনার জবাব
৬৫ দিনে ৪ লক্ষ পরিযায়ী শ্রমিককে
কাজ দিয়ে নজির রাজ্যের

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: বঞ্চনার জবাব কথায় নয়, কর্মে। রাজ্যে ফিরে কাজ পেলেন পরিযায়ী শ্রমিকরা। লকডাউন শিথিলের পর পেরিয়েছে ৬৫ দিন। এর মধ্যে চার লক্ষ শ্রমিককে একশো দিনের কাজ দিয়ে নজির গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৈরি হয়েছে আট কোটিরও বেশি শ্রমদিবস। রাজ্যের এই তৎপরতায় খুশি পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এমন উদ্যোগকে চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন অনেকেই।
সম্প্রতি ঢাকঢোল পিটিয়ে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরাহা দিতে তাঁর এই পরিকল্পনা। তবে এর পিছনে ভোটের রাজনীতিও দেখছেন মোদির সমালোচকরা। সে যাইহোক, মোদির ঘোষিত প্রকল্পে নাম নেই পশ্চিমবঙ্গের। পড়শি বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড কিংবা রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশকে ‘অভিযান’-এ শামিল করেছে কেন্দ্র। ছ’টি রাজ্য মিলিয়ে ১১৬টি জেলা মোদির ঘোষিত প্রকল্পের সুবিধা পাবে। বঞ্চিত শুধু বাংলাই। কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মোদি সরকারের অবশ্য যুক্তি, যে সব জেলায় কমপক্ষে ২৫ হাজার শ্রমিক ফিরেছেন, ওই সব জেলাকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অথচ, পশ্চিমবঙ্গের এমন বহু জেলা রয়েছে, যেখানে ২৫ হাজারেরও বেশি শ্রমিক ঘরে ফিরেছেন। ভিনরাজ্যে কাজ হারিয়ে তাঁদের এখন দুর্বিসহ অবস্থা। রাজ্যের তথ্য বলছে, বিভিন্ন জেলা মিলিয়ে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ১১ লক্ষ। বিহার, ওড়িশার শ্রমিকরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেলে বাংলার শ্রমিকরা পাবেন না কেন? এই প্রশ্ন তোলার পাশাপাশি অবশ্য হাত গুটিয়ে বসে নেই রাজ্য সরকার। অত্যন্ত দ্রুততার সঙ্গে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ‘জবকার্ড’ দিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এখন পর্যন্ত চার লক্ষ শ্রমিক অন্তর্ভুক্ত হয়েছেন একশো দিনের কাজে। মোট ‘জবকার্ড’ বিলি হয়েছে এক কোটি ৩০ লক্ষ ২৪ হাজার।
রাজ্যে সবচেয়ে বেশি শ্রমিক ফিরেছেন মুর্শিদাবাদ, নদীয়া, দুই দিনাজপুর, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম এবং হাওড়া, হুগলিতে। শ্রমদিবস তৈরিতে এই সব জেলাগুলিতে বাড়তি গুরুত্ব দিয়েছে রাজ্য। এ ছাড়া প্রতিটি জেলাতেও একশো দিনের কাজে গতি এসেছে। গত ২২ এপ্রিল থেকে এখন পর্যন্ত এই প্রকল্পে খরচ হয়েছে দু’ হাজার ৯২১ কোটি ৬৪ লক্ষ ১১ হাজার টাকা। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জেলা সফরে যাবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শনিবার তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের কাজ দেওয়ার এই সিদ্ধান্ত। সেই মতো প্রথমে তাঁদের হাতে ‘জবকার্ড’ তুলে দেওয়া হয়। তাঁরাই এখন একশো দিনের কাজে গ্রামীণ উন্নয়নে বড় ভূমিকা নিচ্ছেন। রাস্তা তৈরি, পুকুর খনন, সেচের খাল খনন, সবুজায়ন সহ একাধিক কাজের সঙ্গে তাঁরা যুক্ত।’
ঘরে ফিরে এখনও বহু শ্রমিক ‘নিজভূমে পরবাসী’। কোভিডের সংক্রমণ রুখতে তাঁরা এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে। ফলে সবাইকে কাজ দেওয়া সম্ভব হয়নি বলেও মেনে নিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। তবে তাঁর আশ্বাস,‘ওঁদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলেই কাজে যুক্ত করা হবে। এ ব্যাপারে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে।’ একশো দিনের প্রকল্পের নিয়ম মেনেই পরিযায়ী শ্রমিকরা মজুরি পাচ্ছেন। দৈনিক ২০৪ টাকা করে পাচ্ছেন তাঁরা। এই কম মজুরিতে কাজ করতে কিছু পরিযায়ী শ্রমিকের অনিহাও নজর এড়ায়নি রাজ্যের। বিশেষ করে নির্মাণ কিংবা সোনার গহনা তৈরির কাজের যুক্ত শ্রমিকরা কাজ থেকে মুখ ফেরাচ্ছেন বলে খবর। তবে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশই রাজ্যের উদ্যোগে সাড়া দিচ্ছেন। মহামারীর দুর্দিনে দিনে ২০৪ টাকা উপার্জনের সুযোগ পেয়ে খুশি তাঁরা।

28th  June, 2020
 সমস্যা সমাধানে প্রতি জেলায়
লোকাল কমিটি ইএসআইয়ের

  নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সচেতনতামূলক প্রচার রয়েছে। তাও পরিষেবা মিলছে না। যাবতীয় শর্ত মানা হচ্ছে। তবুও ইএসআইয়ের গ্রাহক হতে পারছেন না অনেকে। সব মিলিয়ে জেলায় জেলায় ব্যাহত হচ্ছে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির কাজ।
বিশদ

29th  June, 2020
 রাবেতা বোর্ডের সব মাদ্রাসা
এখন বন্ধই থাকবে, ঘোষণা

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে রাবেতা বোর্ডের অধীনস্থ প্রায় সাড়ে চার হাজার মাদ্রাসা সরকারি লকডাউন বিধি মেনেই আপাতত বন্ধ থাকবে। উত্তরপ্রদেশের বিখ্যাত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ কর্তৃক স্বীকৃত এই বোর্ডের তরফে রবিবার এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিশদ

29th  June, 2020
এবার অনলাইন প্রশিক্ষণ
দেবে এমএসএমই দপ্তর

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার জেরে এবার অনলাইনেই উদ্যোগপতি গড়ে তোলার প্রশিক্ষণ দেবে রাজ্যের এমএসএমই বা ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দপ্তর। ঠিক হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড বা আইআইএফটির সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশদ

29th  June, 2020
লকডাউনে ব্যাপক বেড়েছে বাল্যবিবাহ,
পাচার কি না আশঙ্কা প্রকাশ হাইকোর্টের
কঠোর ব্যবস্থার নির্দেশ পুলিস সুপারদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউন চলাকালীন বাল্যবিবাহ বেড়েছে ব্যাপক হারে। শিশুসুরক্ষা হোমের বাসিন্দাদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ সংক্রান্ত হাইকোর্টের স্বতঃপ্রণোদিত একটি মামলায় এমন তথ্য পেশ হলে প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রীতিমতো আশঙ্কা প্রকাশ করে বলেছে, শিশুপাচারের কারণেও এমন হতে পারে।
বিশদ

28th  June, 2020
 সক্রিয় মাওবাদীরা,
রাজ্যে হামলার ছক
লকডাউন পর্বে তৎপরতা,অভিযানে প্রস্তুত বাহিনী

 শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: করোনার কারণে সন্ত্রস্ত নিরাপত্তারক্ষীরাও। সংক্রমণের ভয়ে টহলদারির সময় বজায় রাখতে হচ্ছে নিরাপদ দূরত্ব। যা মাওবাদী অধ্যুষিত এলাকার জন্য ‘স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর’ (এসওপি) লঙ্ঘনের শামিল। আর এই সুযোগই কাজে লাগাতে চাইছে মাওবাদীরা। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বড়সড় হামলার ছক কষা হয়েছে। তাদের টার্গেট, সিআরপি বাহিনীর জওয়ানরাই।
বিশদ

28th  June, 2020
আয়কর আদায়ে ‘লকডাউন’, প্রথম
কিস্তির অগ্রিম জমাতেই বড়সড় ধাক্কা 

বাপ্পাদিত্য রায়চৌধুরী , কলকাতা: লকডাউনে মুখ থুবড়ে পড়ল আয়কর আদায়। চলতি আর্থিক বছরের জন্য প্রথম কিস্তির অগ্রিম কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ জুন। সেই সময়ের মধ্যে কর আদায়ের যে হিসেব সামনে আসছে, তাতে চক্ষু চড়কগাছ কেন্দ্রের।
বিশদ

28th  June, 2020
৩ বছরের কম শিশুদের খাবার বাড়িতে পৌঁছে দেওয়ার ভাবনা রাজ্যের 

সংবাদদাতা, কাটোয়া: লকডাউনের পর ৩ বছরের নীচে শিশুদের খাবার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার ভাবনা রাজ্যের। বাকি ৩ থেকে ৬ বছরের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই খাওয়ানো হবে। শনিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের মাজিগ্রামে এসে একথা জানালেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।   বিশদ

28th  June, 2020
আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই
স্নাতক ও স্নাতকোত্তরের মূল্যায়ন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিগত পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ফাইনাল সেমেস্টারের মূল্যায়নের নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার এক নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতকস্তরের ফাইনাল সেমেস্টারে বিগত পাঁচটি সেমেস্টারের সর্বোচ্চ নম্বরটিকেই গ্রাহ্য করা হবে। তার উপর ধরা থাকবে ৮০ শতাংশ নম্বর। বাকি ২০ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে অভ্যন্তরীণ মূল্যায়নের উপর।
বিশদ

28th  June, 2020
নিচুতলার বনকর্মীদের আধুনিক অস্ত্র নয়: রাজীব বন্দ্যোপাধ্যায় 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: চোকাশিকারি মোকাবিলায় নিচুতলার বনকর্মীদের হাতে কখনই স্বয়ংক্রিয় আধুনিক অস্ত্র তুলে দেওয়া হবে না। বন সুরক্ষার দায়িত্বে থাকবেন স্থানীয় পুলিসই।  বিশদ

28th  June, 2020
বাঙালিদের পার্টি, প্রমাণে
মরিয়া চেষ্টা বঙ্গ বিজেপির
নেতৃত্ব থেকে সরানো হচ্ছে অবাঙালিদের

 রাজু চক্রবর্তী, কলকাতা: বঙ্গ বিজেপি বাঙালির পার্টি, তা প্রমাণে মরিয়া গেরুয়া শিবির। বাংলার রাজনৈতিক পরিসরে প্রথম থেকেই বিজেপিকে হিন্দি বলয়ের পার্টি হিসেবে আখ্যায়িত করেছে অন্য রাজনৈতিক দলগুলি। কয়েক দশক ধরে যার খেসারত চোকাতে হয়েছে পদ্ম শিবিরকে।
বিশদ

28th  June, 2020
বিজেপির বাংলা দখলের স্বপ্ন সফল হবে না,
কেন্দ্র-বিরোধী সুর চড়িয়ে জবাব তৃণমূলের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। মিশন বাংলার স্লোগান তুলে দিয়েছেন কেন্দ্রের শাসকদলের নেতারা।‌ শনিবার তার জবাব দিল তৃণমূল। রাজ্যজুড়ে দলীয় কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতারা বুঝিয়ে দিলেন, বাংলার মাটির সঙ্গে ঘাসফুলের সম্পর্কটা চিরন্তন।
বিশদ

28th  June, 2020
মনোবল বাড়াতে ধর্মগুরু, ম্যানেজমেন্ট গুরু,
যোগবলের আশ্রয় খুঁজছেন শিল্পকর্তারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউন কাটিয়ে আনলক পর্ব শুরু হয়েছে দেশে। সচল হয়েছে ব্যবসা-বাণিজ্য। কিন্তু এখনও তেমন গতি আসেনি বহু ক্ষেত্রেই। তবু মন চাঙ্গা রাখা দরকার। তাই লড়াইয়ের ময়দানে টিকে থাকতে এবার ‘ভোকাল টনিক’-এর সাহায্য নিচ্ছেন অনেক সংস্থার কর্তাই।
বিশদ

28th  June, 2020
সমবায় ব্যাঙ্কের নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাঙ্কের
হাতে, অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির

  নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সমবায় ব্যাঙ্কের নিয়ন্ত্রণ সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের হাতে চলে আসায় রাজ্য সরকারের অধিকার কি খর্ব হবে? এই প্রশ্ন নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের বিবাদের সম্ভাবনা ক্রমেই জোরদার হচ্ছে। তুঙ্গে উঠেছে বিতর্ক। বিশদ

28th  June, 2020
এই প্রথম ডাক্তারির প্র্যাকটিক্যাল
পরীক্ষায় চালু ভার্চুয়াল ব্যবস্থা

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের মেডিক্যাল শিক্ষার ইতিহাসে এই প্রথমবার রোগী না পেলে মডেল বা রোগীর মতো দেখতে কোনও কিছু বা কম্পিউটার পরিচালিত কোনও ব্যবস্থা বা ভার্চুয়াল মাধ্যমেও প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া সম্ভব হবে। বিশদ

28th  June, 2020

Pages: 12345

একনজরে
অলকাভ নিয়োগী, বর্ধমান: পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরতেই পূর্ব বর্ধমান জেলায় করোনা পরীক্ষাও বেড়েছে। মে মাসের প্রথম সপ্তাহেও সারা জেলায় ৫০০-এর কম নমুনা পরীক্ষা হয়েছিল। কিন্তু, রবিবার পর্যন্ত জেলায় সেই পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২৩ হাজার। যার ...

জীবানন্দ বসু, কলকাতা: বিদেশি বিনিয়োগ তথা বেসরকারিকরণ ইস্যুতে কয়লা শিল্পে তিনদিনের লাগাতার ধর্মঘট নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধংদেহী অবস্থান নিল আরএসএস নিয়ন্ত্রিত শ্রমিক ...

বিশ্বজিৎ দাস, কলকাতা: ১৩৫ কোটির দেশে ডাক্তারিতে রয়েছে মাত্র ১৪টি সংক্রামক রোগ বিশেষজ্ঞের আসন! চোখ কপালে তুলে দেওয়ার মতো এই তথ্য জানা গেল মেডিক্যাল কাউন্সিল ...

কলম্বো: গড়াপেটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কাকে। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথামাজে অভিযোগ করেছিলেন, ২০১১ আইসিসি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইচ্ছা করে ভারতের কাছে হেরেছিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বিবাহ প্রার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম
১৯১৭-দাদাভাই নওরজির মৃত্যু।
১৯৫৯ - বিশিষ্ট বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু
১৯৬৬- মাইক টাইসনের জন্ম।
১৯৬৯- রাজনীতিবিদ সুপ্রিয়া সুলের জন্ম।
১৯৮৫- মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের জন্ম।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮১ টাকা ৭৬.৫৩ টাকা
পাউন্ড ৯১.৯০ টাকা ৯৫.২০ টাকা
ইউরো ৮৩.৫৩ টাকা ৮৬.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৫৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,২৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৭৯০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৮৯০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী ৩৭/৭ রাত্রি ৭/৫০। চিত্রা ১/৩৯ প্রাতঃ ৫/৩৯ পরে স্বাতী ৫৭/৪২ রাত্রি ৪/৪। সূর্যোদয় ৪/৫৯/৯, সূর্যাস্ত ৬/২১/১০। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১২/৬ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ১/২০ গতে ৩/০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৯/০ মধ্যে।
১৫ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী রাত্রি ৭/১৩। চিত্রা নক্ষত্র প্রাতঃ ৫/৪১ পরে স্বাতী নক্ষত্র শেষরাত্রি ৪/৫। সূযোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ১২/৩ গতে ২/১১ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে।
৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম১৯১৭-দাদাভাই নওরজির ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে করোনা পজিটিভ আরও ২,১৯৯ জন, মোট আক্রান্ত ৮৭,৩৬০ 

10:41:52 PM

আগামী ৩ মাসের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র 

10:08:59 PM

কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে 
কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে সাড়ে চার টাকা। আগামীকাল থেকে ...বিশদ

09:56:15 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৪,৮৭৮ জন, মোট আক্রান্ত ১,৭৪,৭৬১ 

08:38:03 PM