পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের ... বিশদ
এদিকে, আজ লোকসভার জিরো আওয়ারে বাংলার বিজেপি এমপি খগেন মুর্মু আর্জি জানিয়েছেন, হুল উৎসবকে সারা দেশে শহিদ দিবসের স্বীকৃতি দিক কেন্দ্র। এই উদ্দেশ্যে ৩০ জুন দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবেও ঘোষণা করা হোক। অন্যদিকে, আজ ফের কাটমানির প্রসঙ্গ উঠল সংসদে। আজ রাজ্যসভায় বিষয়টি তোলেন বিজেপি এমপি স্বপন দাশগুপ্ত। তিনি দাবি করেছেন, আগামীকালের কেন্দ্রীয় বাজেটে কাটমানি মোকাবিলার ব্যবস্থা করা হোক। কারণ এই ইস্যুটি নিয়ে বাংলায় জন আন্দোলন শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘সংবাদমাধ্যমের রিপোর্টেই কাটমানি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।’
যদিও স্বপনবাবুর এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন রাজ্যসভার তৃণমূল এমপিরা। দু’দলে বাগবিতণ্ডাও শুরু হয়ে যায়। তৃণমূলের ডেরেক ও’ ব্রায়েন বলেন, ‘কীসের ভিত্তিতে এতবড় অভিযোগ করছেন স্বপনবাবু? এভাবে কোনও রাজ্যের নাম তিনি সংসদে উল্লেখ করতে পারেন না।’ সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনের গোড়া থেকেই কাটমানি প্রসঙ্গে উত্তপ্ত হচ্ছে সংসদ। এই ইস্যুতে সংসদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চেপে ধরতে মরিয়া হয়েছে বিজেপি।