উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব। ... বিশদ
ভাতার ব্লকের বাসুদা গ্রামের কৃষক মানিক দাস জানান, অনেক আশা নিয়ে চার বিঘা জমিতে বোরো চাষ করেছিলাম। কিন্তু মাজরা পোকার আক্রমণে আমরা এখন দিশাহারা। দোকানের নামীদামি কীটনাশক ওষুধ কিনে জমিতে একাধিকবার স্প্রে করা হলেও কোনও সুফল পাওয়া যায়নি। ধারদেনা করে জমি ভাগ নিয়ে চাষ করেছি। এই মুহূর্তে কী করব, বুঝে উঠতে পারছি না।
ভাতার ব্লক সহ কৃষি অধিকর্তা বিপ্লব প্রতিহার জানিয়েছেন, এবছর ভাতার ব্লকের ৩০-৩৫ শতাংশ জমিতে মাজরা পোকার উপদ্রব দেখা দিয়েছে। আবহাওয়াজনিত কারণে মাজরার উপদ্রব বেশি হয়েছে। বোরোধানের অধিকাংশ জমিতে ধানের ফলন শুরু হয়নি। এখন মাজরা পোকা মারার জন্য উপযুক্ত ব্যবস্থা নিলে ধান উৎপাদনে কোনও ক্ষতি হবে না। তিনি বলেন, মাজরা পোকার জন্য জমিতে নোভালিউরোন মিশ্রণ, অ্যাসিফেট, তার সঙ্গে ল্যানডা কীটনাশক মিশ্রণ করে স্প্রে করলে মাজরা পোকার থেকে রক্ষা পাওয়া যাবে।