উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
গ্রাহক গ্যাস বুকিং করার পর, দু’দিনের মধ্যে তাঁর বাড়িতে সিলিন্ডার চলে আসার কথা। ডিলারদের বক্তব্য, সেপ্টেম্বরের শেষদিকে যেখানে কলকাতা ও শহরতলিতে দেড় থেকে দু’দিনের মধ্যে গ্যাস ডেলিভারি হচ্ছিল, এখন তা কম করে পাঁচদিনে এসে ঠেকেছে। কোথাও কোথাও ছ’-সাত দিনও লেগে যাচ্ছে। ডিলাররা জানাচ্ছে, পুজোর সময় সিলিন্ডার ডেলিভারি নাও হতে পারে, এই আশঙ্কায় বহু গ্রাহক গ্যাস বুক করতে শুরু করেন। করোনা সংক্রমণের গোড়ার দিকে সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম আরোপ করা হয়েছিল। একটি সিলিন্ডার কেনার পর পরের সিলিন্ডারটি বুকিং করার ক্ষেত্রে অন্তত ১৫ দিনের তফাত রাখা হচ্ছিল। আনলক পর্ব শুরু হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেই নিয়ম তুলে দেওয়া হয়। ফলে গ্রাহকদেরও এখন সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ নেই। পুজোর সময় বাড়িতে সিলিন্ডার মজুত রাখার কারণেই পুজোর আগে ফি বছর ‘প্যানিক’ বুকিং হয়। তাতে চাহিদা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। সেই পরিস্থিতি এবারও শুরু হয়ে গিয়েছে বলে জানাচ্ছে ডিলাররা। তাঁদের বক্তব্য, বটলিং প্ল্যান্টগুলির কিছু সমস্যা ও পরিবহণ সংক্রান্ত কিছু সঙ্কটের কারণে গ্যাসের ডেলিভারি দেরিতে হচ্ছে। এর ওপর যদি বুকিংয়ের সংখ্যাও বেড়ে যায়, তাহলে সিলিন্ডার পৌঁছাতে আরও বেশি সময় লেগে যাওয়ার কথা।