উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব। ... বিশদ
গিল-সুদর্শনের দাপটে টস হেরে ব্যাট করতে নেমে টাইটান্সরা তিন উইকেটে তোলে ২৩১। উভয়েই শতরান পূর্ণ করতে নেন ৫০ বল। ৫৫ বলে গিলের ১০৪ রানে ছিল ৯টি চার ও ৬টি ছক্কা। সুদর্শনের ১০৩ আসে ৫১ বলে। কিন্তু শেষ পাঁচ ওভারে যোগ হয় ৪১, পড়ে তিন উইকেট। ফলে আড়াইশোর গণ্ডিও টপকানো গেল না। সুদর্শন ও গিলকে একই ওভারে ফিরিয়ে তুষার দেশপাণ্ডে। শেষ দু’ওভারে ডেভিড মিলার (অপরাজিত ১৬) ও শাহরুখ খান (২) যোগ করেন ১৮ রান।
২৩২ রানের লক্ষ্য তাড়া করে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। প্রথম ওভারের শেষ বলে রান আউট হন রাচীন রবীন্দ্র (১)। দ্বিতীয় ওভারের প্রথম বলে ক্যাচ তোলেন ইমপ্যাক্ট প্লেয়ার অজিঙ্কা রাহানে (১)। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে (০) দুরন্ত ক্যাচে ফেরান রশিদ খান। লড়াই করলেন ড্যারিল মিচেল (৬৩) ও মঈন আলি (৫৬)। তবে এই দুই ব্যাটার আউট হতেই চেন্নাইয়ের হার কার্যত নিশ্চিত হয়ে যায়। শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা ফেরেন যাথাক্রমে ২১ ও ১৮ রানে। আট নম্বরে নেমে ধোনি দলকে জেতাতে ব্যর্থ (অপরাজিত ২৬ রান)। শেষে আট উইকেট হারিয়ে চেন্নাই থামল ১৯৬ রানে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকল তারা।