Bartaman Patrika
কলকাতা
 

ধর্মীয় ও ভাষাভিত্তিক রাজনীতিকে রুখে 
হুগলির ১৪ কেন্দ্রে উড়ল তৃণমূলের ধ্বজা
সম্মান রক্ষা করল সিঙ্গুর

অভিজিৎ চৌধুরী ও অমিত চৌধুরী, চুঁচুড়া: ১৮টির মধ্যে ১৪টি আসন জিতে হুগলিতে আধিপত্য বজায় রাখল তৃণমূল কংগ্রেস। তবে শুধু ১৪টি আসনে জয় দিয়ে এই জেলায় তৃণমূলের আধিপত্যকে ব্যাখ্যা করা যাবে না। রাজনৈতিক মহলের দাবি, এই জয়ের সঙ্গে ধরতে হবে সিঙ্গুরের সম্মান রক্ষার লড়াইয়ের সাফল্য। একইসঙ্গে বাম ও কংগ্রেসের কাছ থেকে দু’টি আসন ছিনিয়ে নেওয়া এবং অতি অবশ্যই বিজেপি’র সাম্প্রদায়িক ও ভাষাভিত্তিক রাজনীতিকে প্রতিরোধ করার সাফল্যকেও যোগ করতে হবে। ফলে দলের দখলে থাকা চারটি আসন প্রবল প্রতিদ্বন্দ্বিতায় হাতছাড়া হলেও সার্বিক রাজনীতির বিচারে অভাবনীয় সাফল্য এসেছে তৃণমূলের। এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।
তাৎপর্যপূর্ণভাবে, বিজেপি’র বাংলা রাজনীতির অন্যতম মুখ সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারের মুখ দেখতে হয়েছে। দুই দলবদলু প্রবীর ঘোষাল ও রবীন্দ্রনাথ ভট্টাচার্যও বিপুল ভোটে হেরেছেন। রাজ্যের বিরোধী দলনেতা প্রবীণ আব্দুল মান্নান পরাজিত হয়েছেন। অন্যদিকে, তৃণমূলের চার প্রাক্তন মন্ত্রী জয় ছিনিয়ে নিয়েছেন। ইন্দ্রনীল সেন, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র ও বেচারাম মান্না বিজেপি’র যাবতীয় ছক উলটে দিয়ে দাপুটে জয় ছিনিয়ে এনেছেন।
এদিন সপ্তম রাউন্ডের গণনার পর থেকেই হুগলির সদর মহকুমা, শ্রীরামপুর ও চন্দননগর মহকুমার গেরুয়া নেতারা ‘গা ঢাকা’ দিতে শুরু করেন। সকালের উত্তেজনা, গেরুয়া উত্তরীয়ের বাড়বাড়ন্ত আচমকাই গায়েব হতে শুরু করে। ১৮-তে ১৮ পাব বলে যাঁরা দাবি করেছিলেন, বিজেপি’র সেই নেতাদের দুপুরের পর আর দেখাই যায়নি। উল্টে দুপুরের পর সবুজ ঝড় বইতে শুরু করে গোটা জেলায়। যার ধাক্কায় উত্তরপাড়া থেকে তারকেশ্বর পর্যন্ত বিজেপি’র যাবতীয় আশা নিরাশায় পরিণত হয়। দিনের শেষে খাবি খেতে থাকা বিজেপিকে আরামবাগের চারটি আসন সামান্য অক্সিজেন দিয়েছে। বিজেপি’র প্রাক্তন রাজ্যনেতা স্বপন পাল বলেন, আমাদের সমীক্ষা মেলেনি। মানুষের মন বুঝতে ভুল হয়েছে, এটাই বাস্তব। জেলা থেকে বাম, কংগ্রেসের মুছে যাওয়া প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক দেবব্রত ঘোষ ও কংগ্রেসের জেলা সভাপতি সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, ফলাফল বিশ্লেষণ করা হবে। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, মানুষের রায় শুধু আমাদের পক্ষে গিয়েছে বলেই নয়, মানুষের ভাবনার জন্য তাঁদের আলাদা করে সম্মান প্রাপ্য। তৃণমূলের আরেক নেতা সুবীর মুখোপাধ্যায় দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে পেরে খুশি। তিনি বলেন, দলনেত্রী চণ্ডীতলা, জাঙ্গিপাড়া ও তারকেশ্বর বিধানসভা আসনের জন্য আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। লড়াই কঠিন ছিল, কিন্তু ‘দিদি’র ভাবমূর্তির জোরে তিনটি আসনেই জয় এসেছে। উল্লেখ্য, চণ্ডীতলায় সিপিএমের ওজনদার প্রার্থী মহম্মদ সেলিম ও বিজেপি’র তারকা প্রার্থী যশ দাশগুপ্ত ধরাশায়ী হয়েছেন তৃণমূলের স্বাতী খন্দকারের কাছে।
নানা কারণে হুগলির নির্বাচন এবার রাজ্য-রাজনীতির চর্চায় ছিল। শেষ পর্যন্ত কৃষি ও শিল্প উভয় বলয়ই ঘাসফুলের ঝুলি ভরে দিয়েছে। তৃণমূলের কাছে সিঙ্গুরের ভোট ছিল সম্মানের লড়াই। সদ্য প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলের টিকিট না পেয়ে বিজেপিতে গিয়ে জল আরও ঘোলা করে তুলেছিলেন। তৃণমূল নেত্রীর বিশ্বস্ত সৈনিক কৃষকনেতা বেচারাম মান্না বিপুল ভোটে তাঁকে হারিয়েছেন। একইভাবে দলবদলু প্রবীর ঘোষালকে সপাট জবাব দিয়েছে উত্তরপাড়া। আনকোরা প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক তাঁকে পর্যুদস্ত করেছেন। প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চাঁপদানি আসন আব্দুল মান্নানের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের অরিন্দম গুঁইন। প্রবীণ নেত্রী রত্না দে নাগ পাণ্ডুয়া ছিনিয়ে নিয়েছেন সিপিএমের হাত থেকে। লকেট চট্টোপাধ্যায়কে চুঁচুড়ায় হারিয়েছেন অসিত মজুমদার। অন্যদিকে, বলাগড়ে তৃণমূলকে সাফল্য এনে দিয়েছেন সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। প্রাক্তন সাংসদ ও সঙ্ঘ ঘনিষ্ঠ বিজেপি নেতা স্বপন দাশগুপ্তকে তারকেশ্বরে হারিয়েছেন রামেন্দু সিংহ রায়।

জীবনের সেরা ফল করলেন সুব্রত,
বৃহত্তর কলকাতায় ফুটল জোড়াফুল

 

ভেল্কি দেখালেন প্রবীণ রাজনীতিবিদ, বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। কলকাতার প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতলেন তিনি। ২৫ দফা ভোট গণনার পরে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায়কে ৭৫ হাজারেরও বেশি ভোটে হারান তিনি। বিশদ

দক্ষিণ ২৪ পরগনায় ব্যতিক্রম শুধুমাত্র ভাঙড়
জনাদেশ তৃণমূলের পক্ষে,
ধুয়ে-মুছে সাফ বিজেপি

দক্ষিণ ২৪ পরগনা: নিজেদের গড় ধরে রাখল তৃণমূল কংগ্রেস। এবার দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের মধ্যে ৩০টি আসনই ঘরে তুলল ঘাসফুল শিবির। চোনা হিসেবে পড়ে রইল ভাঙড়। বিজেপি দাবি করেছিল, এবার তারা এই জেলায় ন্যূনতম ১২টি আসন পাবে। বিশদ

বারাসত ও বসিরহাট মহকুমায়
সবুজ ঝড়ে উড়ে গেল বিজেপি

বারাসত ও বসিরহাট মহকুমায় তৃণমূলের ঝড়ে উড়ে গেল বিরোধীরা। সর্বত্র জোড়া ফুলের জয়জয়কার। প্রতিটি কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। বিশদ

কলকাতার সব কেন্দ্রে ঘাসফুল
বামেদের হাতছাড়া একমাত্র লালমাটি যাদবপুরও

কলকাতা তৃণমূলের রাজনৈতিক শক্তির মাদারল্যান্ড। প্রমাণ হল আবারও।   আর একটু স্পষ্ট করে বললে,‌ কলকাতার কোনও কেন্দ্রে ফুটল না পদ্মফুল। ২০১৬-তে সিপিএমের হাতে ছিল যাদবপুর। সেটিও ছিনিয়ে নিল তৃণমূল। বিশদ

বিপুল ব্যবধানে মমতার গড়
আগলে রাখলেন শোভনদেব

 

সকাল পৌনে এগারোটা। গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনে সাজগোজ করে গাড়ি থেকে নামলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। পরনে সাদা পাজামা-পাঞ্জাবি এবং ‘মোদি’ কোট। কপালে টিপ। চোখে বাহারি চশমা। বিশদ

তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয়
বাহিনীর লাঠি, পাল্টা ইট বৃষ্টি

জয়ের আনন্দের মাঝেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের ঘটনায় তাল কাটল উলুবেড়িয়ায়। সিআইপিটি কলেজের সামনে এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা পাল্টা ইট বৃষ্টি করেন। পুরো ঘটনায় বেশ কয়েকজন সরকারি কর্মী আহত হয়েছেন। বিশদ

হাওড়া ‘বিরোধীশূন্য’, ১৬-০
ফলে ‘চ্যালেঞ্জ’ জিতল তৃণমূল

সসম্মানে ‘চ্যালেঞ্জ’ জিতে নিল তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলায় ফলাফল ১৬-০। আক্ষরিক অর্থেই বিরোধীশূন্য হাওড়া। চারদিকে শুধুই জয় বাংলা স্লোগান, সবুজ আবীরের উচ্ছ্বাস। নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়েই শাসকদল তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার যে হিড়িক পড়েছিল, তার ঢেউ আছড়ে পড়েছিল হাওড়ায়। বিশদ

গলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট

প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের স্ত্রীর গলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার গয়না লুট করে পালালো দুষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায়, জোড়াসাঁকো থানার মহাত্মা গান্ধী রোডে। বিশদ

বনগাঁ মহকুমা হাসপাতালে গণনা কর্মীদের ভিড়
সকাল থেকে লাইনে দাঁড়িয়ে হল না
করোনা পরীক্ষা, ক্ষোভ হাসপাতালে

বনগাঁ মহকুমায় গণনাকেন্দ্রে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে শুক্রবার করোনা পরীক্ষা করাতে হাসপাতাল ও সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে উপচে পড়েছে রাজনৈতিক কর্মীদের ভিড়। মহকুমা হাসপাতালে সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে। বিশদ

01st  May, 2021
হিঙ্গলগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে ভোর থেকে
লাইন, ভ্যাকসিন না মেলায় অসন্তোষ

ভ্যাকসিনের জোগানের অভাবে ভোগান্তি মানুষের। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার বহু মানুষ টিকা নিতে এসে ফিরে গিয়েছেন। অভিযোগ, একটার পর একটা ভ্যাকসিন শিবির বন্ধ হয়ে যাচ্ছে। যে সব শিবিরে এখনও টিকা দেওয়া হচ্ছে, সেই সব শিবিরে প্রচণ্ড ভিড়। বিশদ

01st  May, 2021
ভোটের ডিউটি থেকে ফিরে করোনায়
আক্রান্ত, চার শিক্ষকের মৃত্যুতে ক্ষোভ

ভোটের ডিউটি করতে গিয়েছিলেন। ফিরেই করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এমন চারজন শিক্ষকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। তবে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠছেন বলে খবর। বিশদ

01st  May, 2021
এজেন্টদের পরীক্ষা ঘিরে
বিশৃঙ্খলা স্টেডিয়ামে

ভোটগণনার জন্য করোনা পরীক্ষাকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা হল হাওড়ায়। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ঠেলাঠেলি, খানিক হাতাহাতি, শেষ অবধি ভিড় সামাল দিতে দেদার নেগেটিভ রিপোর্ট দিয়ে দেওয়া সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় হাওড়া ময়দানের শৈলেন মান্না স্টেডিয়ামে। বিশদ

01st  May, 2021
ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে জখম যুবক
চম্পাহাটি স্টেশনে অবরোধ, উত্তেজনা

 

শুক্রবার সকালে ভিড়ে ঠাসা আপ ক্যানিং লোকাল থেকে নীচে পড়ে যাওয়ায় এক যুবক গুরুতর আহত হন। এই অভিযোগকে কেন্দ্র করে ক্যানিং শাখার চম্পাহাটি স্টেশনে অবরোধ করে উত্তেজিত যাত্রীরা। বিশদ

01st  May, 2021
হাতে করোনা পজিটিভ রিপোর্ট
নিয়ে বিমান ধরতে এলেন যাত্রী

 

বেশিদিন হয়নি। ২৬ এপ্রিলের ঘটনা। পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন এক যাত্রী। বয়স ৫৩ বছর। বিমানটি ছিল ইউকে-৭৪৭।‌ বিমানবন্দরের গেট দিয়ে ভিতরে যান ওই যাত্রী। ইতিমধ্যেই তাঁর বোর্ডিং পাস নেওয়া হয়ে গিয়েছিল। বিশদ

01st  May, 2021

Pages: 12345

একনজরে
মমতা-ঝড়ে বিধ্বস্ত উত্তর দিনাজপুর জেলার বাম-কংগ্রেস ঘাঁটি। জেলার ন’টি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গত লোকসভায় সেখানে বিজেপি মাথাচাড়া দিলেও এবার তারাও কুপোকাত। ...

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দূত’ হিসেবে ময়দান থেকে এবার রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন বিদেশ বসু। সেখানেও তিনি সফল। রবিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তিনি ১৭ হাজারের বেশি ভোটে ...

প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে ওড়িশায়। সংক্রমণে রাশ টানতে এবার লকডাউনের পথে হাঁটল নবীন পট্টনায়েকের সরকার। আগামী ৫ মে বিকেল পাঁচটা থেকে ১৯ মে বুধবার ভোর ...

লালগড়ের ঝিটকার জঙ্গলের স্মৃতি ফিরে এল নরেন্দ্রপুরে। সময়ের ব্যবধান ১৫ বছর। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল সিআইডি’র বম্ব ডিজপোজাল স্কোয়াডের এক এএসআইয়ের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ নম্বর অঞ্চলে এই ঘটনা ঘটেছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি, প্রিয়জনের বিপথগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা, সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮০২ - শহর হিসেবে আত্মপ্রকাশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির
১৮৩৯ - ভারতীয় শিল্পপতি ও টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার জন্ম
১৯১৩- ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘রাজা হরিশচন্দ্র’ মুক্তি পেল
১৯৩৯ - সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন
১৯৬৯- তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেনের মৃত্যু
১৯৮১- অভিনেত্রী নার্গিসের মৃত্যু
১৯৮৮ - কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব প্রেমেন্দ্র মিত্রর মৃত্যু
২০০৬- রাজনীতিবিদ প্রমোদ মহাজনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৪ টাকা ৭৫.০৫ টাকা
পাউন্ড ১০১.৭২ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৮.৩০ টাকা ৯১.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  May, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৭,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
01st  May, 2021

দিন পঞ্জিকা

১৯ বৈশাখ, ১৪২৮, সোমবার, ৩ মে ২০২১। সপ্তমী ২১/২২ দিবা ১/৪০। উত্তরাষাঢ়া নক্ষত্র ৮/৮ দিবা ৮/২২। সূর্যোদয় ৫/৬/৪৯, সূর্যাস্ত ৬/০/১৩। অমৃতযোগ দিবা ৬/৫০ মধ্যে পুনঃ ১০/১৭ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/১১ গতে ২/৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৫ গতে ৫/৯ মধ্যে। বারবেলা ৬/৪৩ গতে ৮/২০ মধ্যে পুনঃ ২/৪৭ গতে ৪/২৪ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৩ মধ্যে। 
১৯ বৈশাখ, ১৪২৮, সোমবার, ৩ মে ২০২১। সপ্তমী রাত্রি ৬/৫১। উত্তরাষাঢ়া নক্ষত্র দিবা ১/৩০। সৃর্যোদয় ৫/৭, সূর্যাস্ত ৬/১। অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৫০ গতে ৯/০ মধ্যে ও ১১/১১ গতে ২/৫ মধ্যে। মাহেন্দ্রেযোগ দিবা ৩/২৮ গতে ৫/১৩ মধ্যে। কালবেলা ৬/৪৪ গতে ৮/২১ মধ্যে ও ২/৪৮ গতে ৪/২৫ মধ্যে। কালরাত্রি ১০/১১ গতে ১১/৩৪ মধ্যে। 
২০ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল নির্বাচন কমিশন

12:51:12 AM

আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন 

08:30:02 PM

নেপালে বন্ধ অভ্যন্তরীন বিমান পরিষেবা, ৬মে থেকে বন্ধ আন্তর্জাতিক উড়ানও  

07:43:23 PM

অসমে ভূমিকম্প, মাত্রা ৩.৭ 

07:18:07 PM

ব্যাহত হবে পানীয় জলের পরিষেবা, জানুন কবে
 

দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত কলকাতার একটা বড় অংশ জুড়ে জল ...বিশদ

06:48:53 PM

বদল হচ্ছে মেট্রোর সময়সূচি
 

আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা মেট্রোর পরিষেবা এবং সময়সূচী ফের বদল ...বিশদ

06:34:35 PM