সিনেমা

টলিউড থেকে বলিউড যাত্রা

স্বরলিপি ভট্টাচার্য: জন্ম কোচবিহারে। ডিব্রুগড়ে বড় হওয়া। সেন্ট জেভিয়ার্সের এই প্রাক্তনী এমবিএ করার পর চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থেকেছেন। আপাতত তাঁর ঠিকানা কানাডা। সেখানে স্ক্রিন রাইটিং পড়ান। তিনি ভাস্কর চট্টোপাধ্যায়। এই বঙ্গসন্তান ইদানীং আলোচনায় রয়েছেন ‘টেক্কা’র সৌজন্যে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সদ্য মুক্তি পাওয়া এই ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। প্রথমবার কোনও ছবির চিত্রনাট্য লেখার অভিজ্ঞতা কেমন ছিল? ভাস্কর বললেন, ‘আমি মূলত উপন্যাস লিখি। ‘টেক্কা’ আমার প্রথম লেখা চিত্রনাট্য। এটা উপন্যাস হিসেবেই লেখা শুরু করেছিলাম। কিন্তু তিন, চার অধ্যায় লেখার পর মনে হল চিত্রনাট্য হলে বেশি ভালো হবে।’
প্রথমে বলিউডের জন্যই এই চিত্রনাট্য তৈরি করেছিলেন ভাস্কর। কীভাবে সেখানে যুক্ত হলেন দেব? ‘সৃজিতের মাধ্যমে আমার দেবের সঙ্গে আলাপ হয়। সৃজিতের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল। একটা সময় একটি ইংরেজি পোর্টালে সিনেমার সমালোচনা লিখতাম। সৃজিতের ছবির সমালোচনাও করেছি। ও আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল কোন জিনিসগুলো ভালো লাগছে না। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়’, বললেন তিনি। একসময়ের পেশাদার সিনেমা সমালোচক ভাস্কর কি ‘টেক্কা’র রিভিউ দিলেন? প্রশ্ন শুনে হেসে বললেন, ‘ছবি হিসেবে ‘টেক্কা’ ভালো লেগেছে। প্রথমার্ধের গতি মন্থর। এটা আমার মনে হয় সম্পাদনার বিষয়। আর একটা কথা বলতে চাই। ট্রেলারে একটু বেশিই দেখিয়ে দেওয়া হয়েছিল। বরং টিজার আমার বেশি ভালো লেগেছিল।’
ভাস্কর কেরিয়ার শুরু করেন অনুবাদের কাজ দিয়ে। ধীরে ধীরে পাঁচটি উপন্যাস লিখে ফেলেছেন। টলিউডের পর এবার বলিউডেও তাঁর গল্প নিয়ে কাজ হচ্ছে। ভাস্কর বলেন, ‘আমার একটা গোয়েন্দা চরিত্র রয়েছে। জনার্দন মাইতি এবং তার সহকারী প্রকাশ রায়। এছাড়া আরও একটি উপন্যাস রয়েছে ‘পতঙ্গ’। ওটা বিক্রি হয়ে গিয়েছে। সিনেমা হবে। একটা সময় ইরফান খানের করার কথা ছিল। এখন নতুন করে কাস্টিং খোঁজা হচ্ছে। আর জনার্দন মাইতির একটা উপন্যাস বিক্রি হয়েছে। সেটা নিয়েও সিনেমা হবে।’
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা