বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সাধারণতন্ত্র দিবসে মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পুরস্কার পাচ্ছেন কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ২০২৫ সালের সাধারণতন্ত্র দিবসে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সারা দেশের বিভিন্ন রাজ্যের পুলিস বিভাগের পাশাপাশি পশ্চিমবঙ্গের পুলিস বিভাগে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। সেখানেই আইপিএস পদমর্যাদার এই পুলিস অফিসারকেও সম্মান প্রদান করা হচ্ছে।
পুলিস সুপারের গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি একইসঙ্গে শিল্প, সাহিত্য, পরিবেশ সহ বহু বিষয়ে উল্লেখযোগ্য কাজ করে চলেছেন। ২০১০ সালে জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের গোলাগুলির সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আবার কোচবিহারের পুলিস সুপারের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখানে দুষ্কৃতী দমন থেকে শুরু করে মাদকের চোরাচালান বা গাঁজা, পপি চাষ রুখে দিতে উল্লেখযোগ্য পদক্ষেপ করছেন। কিন্তু এসবের পাশাপাশিই চলছে তাঁর অন্যান্য কাজও। তথ্যচিত্র নির্মাণ, পুলিস কর্মীদের নিয়ে পথনাটক করানো, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বৃক্ষরোপণ, গ্রীষ্মকালে পাখিদের জন্য জলের ব্যবস্থা করার মতো কাজ তিনি নিরন্তর করে চলেছেন। 
তিনি একজন দক্ষ কার্টুনিস্ট, চিত্রশিল্পী ও অভিনেতা। ক্রাইম থ্রিলার থেকে শুরু করে বিভিন্ন লেখালেখিতেও তিনি দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। কর্মক্ষেত্র ও সমানভাবে সমাজে তাঁর অনবদ্য ভূমিকাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর এই পুরস্কারের বিষয়টি সামনে আসতেই জেলার পুলিস মহলে খুশির হাওয়া ছড়িয়েছে। কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, খবর পেয়েছি। শুনে ভালো লাগছে। তবে এখনও অফিসিয়ালি কিছু শুনিনি।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা