বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলে এন্ট্রি ফি প্রত্যাহার, খুশি পর্যটকরা, ভিড় গোরুমারায়

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার থেকে প্রত্যাহার করে নেওয়া হল জঙ্গলের এন্ট্রি ফি। ফলে উচ্ছ্বসিত পর্যটকরা। ভিড় বাড়ল গোরুমারায়। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, গোরুমারার লাটাগুড়ি, মূর্তি এবং রামশাইয়ের পাশাপাশি নেওড়াভ্যালি ও চাপড়ামারি অভয়ারণ্যেও এদিন থেকে এন্ট্রি ফি তুলে নেওয়া হয়েছে। এতে পর্যটকরা যেমন খুশি, তেমনই রাজ্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টুরিস্ট গাইডরা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জেরে অনেক বেশি পর্যটক ডুয়ার্সের জঙ্গলে আসবেন বলে মনে করছেন তাঁরা। জঙ্গলে পর্যটকদের এন্ট্রি ফি মকুব নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরাও। যদিও তাঁদের বক্তব্য, এই সিদ্ধান্তের জেরে বনবস্তিবাসীর জীবন-জীবিকার উপর যাতে কোনও প্রভাব না পড়ে, সেটাও যেন দেখা হয়। 
গোরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে বলেন, চাপড়ামারি ও গোরুমারায় পর্যটকদের জন্য এন্ট্রি ফি ছিল ২০০ টাকা। নেওড়াভ্যালিতে এন্ট্রি ফি হিসেবে মাথাপিছু ধার্য ছিল ৫০ টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন থেকে তা প্রত্যাহার করা হয়েছে। ফ্লেক্স টাঙিয়ে পর্যটকদের তা জানানোর ব্যবস্থা করা হচ্ছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পর্যটকরা শুধুমাত্র জিপসি ভাড়া করে এবং গাইড নিয়ে জঙ্গলে ঘুরতে যেতে পারবেন। এতে তাঁদের খরচ অনেকটাই কমবে। 
বর্তমানে পর্যটনের মরশুম চলছে। তাছাড়া শীতে জঙ্গলে বন্যপ্রাণী ভালো দেখা যায়। ফলে এসময় অনেক বেশি পর্যটক ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে আসেন। বনদপ্তর সূত্রে খবর, শুধুমাত্র গোরুমারায় এখন দিনে গড়ে সাড়ে পাঁচশো পর্যটক আসছেন। এছাড়া অন্যান্য জায়গা তো রয়েইছে। 
কলকাতার গড়িয়াহাট থেকে শুক্রবার গোরুমারায় সপরিবার বেড়াতে এসেছিলেন মলয় দাশগুপ্ত। বললেন, মুখ্যমন্ত্রী খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। এতে জঙ্গলে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের উপর চাপ অনেকটাই কমবে। তবে এটা নিয়ে প্রচারের প্রয়োজন রয়েছে। লাটাগুড়িতে জঙ্গল সাফারির টিকিট কাটতে গিয়ে এটা জানতে পারি। 
বনদপ্তর সূত্রে খবর, প্রতিটি শিফ্টে ওয়াচ টাওয়ার পিছু যতজন পর্যটককে যাওয়ার অনুমতি দেওয়া হতো, সেটাই থাকবে। ফলে আগে এসে সাফারির জন্য বুকিং করার ভিত্তিতে জঙ্গলে ঢোকার সুযোগ পাবেন পর্যটকরা। লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, জঙ্গলে পর্যটকদের এন্ট্রি ফি প্রত্যাহার হয়েছে খুবই ভালো। কিন্তু এর ফলে জঙ্গল লাগোয়া বনবস্তির মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন যেন থমকে না যায়, সেটাও সুনিশ্চিত করতে হবে।
(গোরুমারা জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড়।)
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা