বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

৫১টি ইভেন্টে মুচিয়া অঞ্চল চন্দ্র মোহন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
 

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: শুক্রবার পুরাতন মালদহ ব্লকের মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। স্থানীয় রেলের মাঠে দৌড়, হাই জাম্প, লং জাম্প, জ্যাভেলিন থ্রো সহ ৫১টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়। ইভেন্টগুলিতে স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। তাদের উৎসাহ দিতে মাঠের বাইরে অভিভাবকদের সক্রিয় উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এতে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা, স্কুলের পরিচালন কমিটির সভাপতি নবেন্দু সেন সহ অন্যান্যরা। এদিন জাতীয় সঙ্গীত এবং স্কুলের নিজস্ব পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে প্রতিযোগিতার সূচনা হয়।
স্কুলের প্রধান শিক্ষক, পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্য অতিথিদের চন্দনের ফোঁটা, ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। স্কুলের পড়ুয়ারা নিজস্ব ব্যান্ড বাজিয়ে মাঠ পরিক্রমা করে। এরপর নৃত্যানুষ্ঠান হয়। নৃত্যানুষ্ঠান দর্শকদের ব্যাপক নজর কাড়ে। স্কুল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৬৯ সালে মুচিয়া অঞ্চল চন্দ্র মোহন হাইস্কুলের প্রতিষ্ঠা হয়। নালাগোলা রাজ্য সড়কে ধারে স্কুলের ভবনটি রয়েছে। স্কুলটিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয়। প্রত্যন্ত এলাকার এই স্কুলে নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পড়ুয়াদের সংখ্যাই বেশি। বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৬০০’র বেশি। ফি বছর ভালো রেজাল্ট হয়। পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি প্রতিবছরের মতো এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।  স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা এবং পরিচালন কমিটির সভাপতি নবেন্দু সেন বলেন, এই স্কুল আমাদের আবেগ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জয়ীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। এদিন অনেক সম্মানীয় অতিথি উপস্থিত ছিলেন। - নিজস্ব চিত্র
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা