বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বাসস্ট্যান্ড সরানোর প্রক্রিয়া শুরু,  এবার যানজট থেকে মুক্তির আশা
 

সংবাদদাতা, রায়গঞ্জ: সরকারিভাবে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড সরানোর প্রক্রিয়া শুরু হল। রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত এই বাসস্ট্যান্ড শিলিগুড়ি মোড় এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে পূর্তদপ্তরের অধীনে থাকা প্রায় তিন একর জমি ভূমিদপ্তরকে হস্তান্তর করা হয়েছে বাসস্ট্যান্ড তৈরির জন্য। ফলে পাকাপাকিভাবে বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করতে চলেছে প্রশাসন।
রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, পূর্তদপ্তরের এই জায়গা হস্তান্তরের মধ্যে দিয়ে সরকারিভাবে বাসস্ট্যান্ড সরানোর কাজ শুরু হল।
উপ নির্বাচনের আগে বাসস্ট্যান্ড সরিয়ে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। 
শহরের মধ্যে রেলগেট ও পুর বাসস্ট্যান্ড পাশাপাশি থাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করে। কৃষ্ণ বিধায়ক হওয়ার পর সেই কাজ সরকারিভাবে শুরু হওয়ায় খুশি রায়গঞ্জের বাসিন্দারা। রায়গঞ্জের বাসিন্দা দেবব্রত বণিক বলেন, যানজট বড় সমস্যা। বিধায়কের উদ্যোগে সেই সমস্যা সমাধান হতে চলেছে। শিলিগুড়ি মোড়ে বাসস্ট্যান্ড সরলে শহরটাও ধীরে ধীরে বড় হবে।
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ বলেন, বাসস্ট্যান্ড তৈরির জন্য ভূমিদপ্তর পূর্তদপ্তরের কাছে নো-অবজেকশন সার্টিফিকেট চেয়েছিল। জায়গাটি যেহেতু পূর্তদপ্তরের।  এখন ভূমিদপ্তর জায়গাটি পুর ও নগর উন্নয়ন দপ্তরকে দেবে। তারপরই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে রায়গঞ্জ পুরসভার একটি চুক্তি হবে। দ্রুত এই কাজটি শুরু হবে। দীর্ঘদিন ধরে যানজটের জন্য শহরে বাস চলাচলে সমস্যায় পড়তে হতো চালকদের। যানজটের কারণে বেসরকারি বাসগুলিকে বাইপাস করে দেওয়া হতো। পুর বাসস্ট্যান্ড সরলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি বলেন, এই বাসস্ট্যান্ড সরিয়ে নিলে যানজট অনেক কমবে। বাসচালকদের সুবিধা হবে। - নিজস্ব চিত্র
16d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা