বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

খড়িবাড়িতে এনসিবির জালে কুখ্যাত মাদক কারবারি বাঙরু

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ঘন ঘন ডেরা বদল। কখনও গৌড়সিংজোত, কখনও নেপাল সীমান্তবর্তী পানিট্যাঙ্কিতে গা ঢাকা দেন। আবার কখনও নকশালবাড়িতেও আশ্রয় নেন। পাঁচ মাস ধরে টোটো চালকের বেশে এভাবে ডেরা বদল করেন মাদক কারবারি জয়ন্ত দাস ওরফে বাঙরু। তবু শেষ রক্ষা হল না। বুধবার রাতে অভিযুক্তকে পাকড়াও করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ধৃত হেরোইন কারবারের অন্যতম মাস্টারমাইন্ড বলেই সন্দেহ। একই সঙ্গে এনসিবি’র বক্তব্য, শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গে মাদকের রমরমা কারবার চলছে। সংশ্লিষ্ট কারবারের শিকড় উপড়ে ফেলতেই এখানে এনসিবি’র নজরদারি বাড়ানো হয়েছে। চালু করা হয়েছে সংস্থার জোনাল অফিস।
খড়িবাড়ির গৌড়সিংজোতে বাঙরুর বাড়ি। পাঁচ মাস আগে মাদক কারবারের বিরুদ্ধে তদন্তে নেমে বাঙরুর নাম জানতে পারে এনসিবি। তারা সেই সময় থেকে একাধিকবার বাড়িতে হানা দিয়েও অভিযুক্তের নাগাল পায়নি। সে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ছিল। অবশেষে বুধবার রাতে খড়িবাড়ি থানার পুলিসের সহযোগিতায় অভিযুক্তকে ধরেছে এনসিবি। গোয়েন্দা সূত্রের খবর, পুলিস ও গোয়েন্দাদের নজর এড়াতেই সে টোটো চালকের বেশে  ঘন ঘন ডেরা বদল করছিল। শুধু তাই নয়, সে টোটো চালকের বেশে হেরোইনের কনসাইনমেন্ট এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করত বলেই মনে হচ্ছে।
এনসিবির আইনজীবী রতন বণিক বলেন, গত ১০ আগস্ট ৪১৭ গ্রাম হেরোইন সমেত গ্রেপ্তার করা হয় জিতু বর্মনকে। সে পেশায় টোটো চালক ছিল। ধৃতকে জেরা করেই বাঙরুর নাম পান এনসিবি’র অফিসাররা। সেই সময়ই এনসিবি’র তরফে অভিযুক্তের কাছে নোটিস পাঠানো হয়। তাতে অভিযুক্ত সাড়া দেয়নি। এরপর একাধিকবার তার বাড়িতে গিয়েও গোয়েন্দারা নাগাল পায়নি। অবশেষে স্থানীয় পুলিসের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এনসিবি।
বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ির এসিজেএম আদালতে তোলা হয়। জামিনের আবেদন খারিজ করে দিয়ে ধৃতকে একদিনের জন্য এনসিবি’র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এনসিবি’র আইনজীবী বলেন, ধৃত সম্ভবত হেরোইন পাচারের মাস্টারমাইন্ড। এর সঙ্গে নেপালে ঘাঁটি গেড়ে থাকা আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সংস্রব রয়েছে বলেই সন্দেহ।
প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে মাদক কারবারের রমরমা দীর্ঘদিনের। এর মোকাবিলায় এখানে শক্তি বৃদ্ধি করেছে এনসিবি। ইতিমধ্যে তারা কলেজপাড়ায় জোনাল অফিস চালু করেছে। এনসিবি’র আইনজীবী বলেন, শুধু শিলিগুড়ি নয়, সংশ্লিষ্ট ইউনিট মাদক কারবারের বিরুদ্ধে গোটা উত্তরবঙ্গজুড়ে অভিযান চালাচ্ছে।
21d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা