বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

রাস্তা সংস্কার হচ্ছে না, দেড় ঘণ্টা অবরোধ

সংবাদদাতা, হলদিবাড়ি: পাঁচশো মিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় টোটোচালক ইউনিয়ন। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের সিঞ্জারহাট নিমাই মোড়ে অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হলদিবাড়ি থানার পুলিস। পরে পুলিসি আশ্বাসে অবরোধ ওঠে। 
বিএসএফের হুদুমডাঙা বিওপি থেকে নিমাই মোড় পর্যন্ত পাঁচশো মিটার রাস্তা দীর্ঘ ২৫ বছর ধরে বেহাল অবস্থায়। বর্ষাকালে টোটো নিয়ে যাতায়াত করা যায় না। তখন রাস্তার গর্তে জল ভরে পুকুর হয়ে যায়। শুখা মরশুমে ধুলোবালি ওড়ে। টোটোচালকদের দাবি, গ্ৰাম পঞ্চায়েত অফিসে এ নিয়ে বহুবার জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বাধ্য হয়ে এদিন তাঁরা টানা দেড় ঘণ্টা রাস্তা আটকে বসে থাকেন। এতে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। যদিও হলদিবাড়ি থানার পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে। 
টোটোচালক ইউনিয়নের সদস্যরা বলেন, কয়েকদিন আগেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে হলদিবাড়ি বিডিও’র দ্বারস্থ আমরা হয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কাজ কিছুই হয়নি। এই রাস্তা দিয়ে চাষিদের ফলানো সব্জি হলদিবাড়ি বাজারে নিয়ে যেতে সমস্যা হয়। ভাঙা রাস্তায় টোটোর যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। 
টোটোচালক শিবু রায়, মহম্মদ বেলাল বলেন, দীর্ঘদিন ধরেই পাঁচশো মিটার রাস্তার এই দশা। এই রাস্তাটি হলদিবাড়ি বাজারে যাওয়ার একমাত্র পথ। প্রশাসনের আধিকারিকদের জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা চাই দ্রুত বেহাল রাস্তা সংস্কার করা হোক। আরও একবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এদিন আমরা রাস্তা অবরোধ করি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। 
এ বিষয়ে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা জানান, আগামী ২৭ তারিখ রাস্তাটি পরিদর্শন করতে যাব। রাস্তা সংস্কার করতে উদ্যোগ নেওয়া হবে।
21d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা