বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিস। তার সঙ্গে একজন ভারতীয় নাগরিকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মহম্মদ আতাউর রহমান। তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। ধৃত ভারতীয় নাগরিকের নাম ফিরদৌস আলম। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা একজন ভারতীয় নাগরিক সহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি। দু’জনের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। কেন কোন উদ্দেশ্যে সে এদেশে ঢুকেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ফুলবাড়ির আমায়দিঘির এশিয়ান হাইওয়ে-২ তে একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায় পুলিস। গাড়িটি ফিরদৌস চালাচ্ছিল। তার পাশে সিটে বসেছিল আতাউর রহমান। দুজনের কাছে পরিচয়পত্র চাওয়া হলে কালিয়াগঞ্জের বাসিন্দা নিজের নথি দিতে পারলেও বাংলাদেশি নাগরিক তা দেখাতে পারেনি। এরপরই তাদের আটক করে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে আসা হয়। ফিরদৌসের সমস্ত নথি খতিয়ে দেখা শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে হলদিবাড়ি সীমান্ত হয়ে আতাউর এদেশে এসেছে। হলদিবাড়ির এক দালাল তাকে অনুপ্রবেশে সাহায্য করেছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 
কালিয়াগঞ্জ থেকে গাড়ি নিয়ে তাকে নিতে যায় ফিরদৌস। সেখানে আতাউরের আরও আত্মীয় আছে বলে জানতে পেরেছে পুলিস। এদেশে ওই আত্মীয় পরিজনেদের সঙ্গে দেখা করতে এসেছিল আতাউর নাকি অন্য কোনও উদ্দেশ্য আছে তা জানতে পুলিস তদন্ত শুরু করেছে। এছাড়াও হলদিবাড়ি হয়ে গত কয়েক বছরে কতজন বাংলাদেশি এদেশে ঢুকেছে তাও খতিয়ে দেখছে পুলিস।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা