বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

প্রৌঢ়ার রহস্যমৃত্যু, উত্তেজনা কোচবিহারের হরিণচওড়ায়

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধরের অভিযোগ। ঘটনায় এক প্রৌঢ়ার মৃত্যু। গর্ভবতীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, বাড়ির বেশ কয়েকজন পুরুষকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া সহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কোচবিহারের হরিণচওড়া এলাকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আম্বিয়া বিবি (৫৫)। শনিবার সকালে পুলিসের বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয়রা কোচবিহার-দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করেন। দেড় ঘণ্টা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় তোর্সার ঘুঘুমারি সেতু সংলগ্ন এলাকায়। পরে কোচবিহার কোতোয়ালি থানা থেকে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিসের আশ্বাসে অবরোধ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিসের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামীম পর্যন্ত বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুলিসের মারে মহিলার মৃত্যু হয়েছে এমন কোনও তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত গত বুধবার। অভিযোগ, তোর্সার বাঁধের ধারে একটি ফাস্টফুডের দোকানের সামনে গাড়ি ধুচ্ছিলেন এক ব্যক্তি। তিনি পুলিসের গাড়ির চালক। দোকান খোলা নিয়ে সেই সময় বচসা হয়। এরপর শুক্রবার রাতে ওই প্রৌঢ়ার ছেলে তথা ওই দোকানের মালিকের বাড়িতে পুলিস আসে। অভিযোগ, তাঁদের ঘরে, বাড়ির টিনের বেড়া ভাঙচুর করা হয়। পরিবারের সদস্যরা বেরিয়ে এলে তাঁদেরকে মারধর করা হয়। সেসময় ওই প্রৌঢ়াকেও মারা হয় বলে অভিযোগ। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে বাড়ি থেকে বেশ কয়েকজনকে পুলিস তুলে নিয়ে যায়। এরপরেই সকালে হরিণচওড়ায় পথ অবরোধ করে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। 
কোচবিহারের ডিএসপি (হেড কোয়ার্টার) চন্দন দাস, কোচবিহার কোতোয়ালি থানা আইসি তপন পাল সহ অন্যান্য পুলিস আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। আন্দোলনকারীদের সঙ্গে তাঁরা কথা বলে ঘটনার তদন্তের আশ্বাস সহ দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
মৃতার পুত্রবধূ লায়লা খাতুন বলেন, রাত সাড়ে ১২টা নাগাদ পুলিস বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসে। টিন ভাঙচুর করা হচ্ছিল। আমার স্বামী কিছু বলার আগেই তাঁকে মারধর করা হয়। আমি গর্ভবতী। আমাকেও ধাক্কা দেয়। আমার শাশুড়িকে মারধর করা হয়। তিনি মারা গিয়েছেন। ওই বাড়ির গৃহবধূ আফরোজা বেগম বলেন, আমার স্বামী বুধবার দোকান খুলতে গিয়ে দেখেন পুলিসের এক চালক দোকানের সামনে গাড়ি ধুচ্ছেন। তাঁকে সরতে বললে বচসা হয়। শুক্রবার গভীর রাতে বাড়িতে লাঠি হাতে আমাদের মারধর করা হয়। 
ডিএসপি চন্দন দাস বলেন, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। অবরোধ উঠে গিয়েছে। দু’পক্ষের সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। বচসার একটা খবর এসেছে। কোনও লিখিত অভিযোগ এখনও হয়নি। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যেটা প্রকৃত ঘটনা পুলিস তার তদন্ত করবে। যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি হবে। সে পুলিস হোক বা যেই হোক।
(পুলিসকে ঘিরে বিক্ষোভ। - নিজস্ব চিত্র।)
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা