বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

জাল রডের কারবারিদের ধরতে অসমে গেল ময়নাগুড়ির পুলিস

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে নকল রড কাণ্ডে আরও কয়েকজনের নাম পেল পুলিস। তাদের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিল ময়নাগুড়ি থানার একটি দল। এই চক্রের মূল পান্ডা সহ কয়েকজন অসমে আত্মগোপন করে রয়েছে। তাদের খোঁজে ওই কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অসম পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিস। ময়নাগুড়িতে জাল রড কাণ্ডে ইতিমধ্যেই প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছে কোচবিহার এবং শিলিগুড়ি সাহুডাঙ্গির দুই অভিযুক্ত। অসম অভিযানে পুলিস তাদেরও সঙ্গে নিয়েছে।
একটি কোম্পানির নাম ভাড়িয়ে লোহার রড বিক্রির জাল ব্যবসার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে নামি কোম্পানির প্রতিনিধি ময়নাগুড়ির হাসপাতাল পাড়া মোড় সংলগ্ন এলাকা থেকে একটি লরি আটক করে। সেই লরিটির সঙ্গে ছিল লিঙ্কম্যানও। অভিযুক্ত চার চাকা গাড়িতে ছিল। দুটি গাড়ি আটক করে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি সহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিস। এরপর আসল রড এবং নকল রড প্রশাসনের কাছে দেখান কোম্পানির আধিকারিকরা। অভিযুক্তদের জেরা করা হয়। তাদের কথায় অসংগতি দেখা দিলে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ছিলেন কোচবিহারের বাসিন্দা বিশ্বজিৎ রায়। তিনি লরি চালক। অপর অভিযুক্তর নাম জয়ন্ত দে। তার বাড়ি সাহুডাঙ্গিতে।
পুলিস তাদের গ্রেপ্তারের পর শিলিগুড়ির একাধিক গোডাউনে হানা দেয়। তবে এই গোডাউন থেকে কিছুই উদ্ধার হয়নি। কোম্পানি থেকে জানা গিয়েছে, নকল রড শুধু ময়নাগুড়ি নয় বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল। কিছুদিন ধরে এমন অভিযোগ পেয়ে সেখানে আসে কোম্পানির প্রতিনিধি দল। 
এক পুলিস আধিকারিক জানান, জাল রড কাণ্ডে কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। অসমে কারখানার হদিশ মিলেছে। সে কারণে অসমে বিশেষ অভিযানে গিয়েছে থানার একটি টিম। মূল চক্রীরা সেখানে আত্মগোপন করে রয়েছে। - নিজস্ব চিত্র।
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা