মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আপনাদের শ্বাসরুদ্ধ করব…! জঙ্গিদের সুরে এবার ভারতকে হুমকি পাক সেনাকর্তার

অপারেশন সিন্দুর থেকেও শিক্ষা নেয়নি পাকিস্তান। আরও একবার তার প্রমাণ মিলল হাতেনাতে। ভারতীয় অভিযানে খতম জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাক সরকারের একাধিক পদস্থ কর্তা।

আপনাদের শ্বাসরুদ্ধ করব…! জঙ্গিদের সুরে এবার ভারতকে হুমকি পাক সেনাকর্তার

ইসলামাবাদ, ২৩ মে: অপারেশন সিন্দুর থেকেও শিক্ষা নেয়নি পাকিস্তান। আরও একবার তার প্রমাণ মিলল হাতেনাতে। ভারতীয় অভিযানে খতম জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাক সরকারের একাধিক পদস্থ কর্তা। এবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সইদদের বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেল পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর মুখে। সিন্ধুর জল নিয়ে ভারতকে হুমকি দিলেন তিনি। একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বলেন, ‘আপনারা আমাদের জল আটকালে আমরা আপনাদের শ্বাস নেওয়া বন্ধ করে দেব।’ কিছুদিন আগে এই একই ভাষায় ভারতকে হুমকি দিতে দেখা গিয়েছিল হাফিজ সইদকে।

পুলগাঁওয়ে হামলার পরে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ নিয়ে। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। একথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জেরে চরম সঙ্কটে পড়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ভারতকে অনুরোধ করেছে সিন্ধু জল চুক্তি নিয়ে বিবেচনা করতে। কিন্তু  তা খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। তবে পাক সেনার মুখপাত্রের এদিনের মন্তব্য সম্পর্কে নয়াদিল্লির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।