মঙ্গলবাড়িতে পুরনো জাতীয় সড়কে জল জমে ভোগান্তি
অল্প বৃষ্টিতেই পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়িতে পুরনো জাতীয় সড়কের উপর একাধিক জায়গায় জল জমে গিয়েছে। বিশেষ করে কালভার্ট সংলগ্ন সার্ভিস রোডে জমা জলের জন্য যান চলাচলে ব্যাপক সমস্যা হয়েছে সোমবার।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২০, ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: অল্প বৃষ্টিতেই পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়িতে পুরনো জাতীয় সড়কের উপর একাধিক জায়গায় জল জমে গিয়েছে। বিশেষ করে কালভার্ট সংলগ্ন সার্ভিস রোডে জমা জলের জন্য যান চলাচলে ব্যাপক সমস্যা হয়েছে সোমবার। রবিবারের বৃষ্টির পর এদিন বেলা ১২টার পরেও জমা জল নামেনি। ভোর থেকে দিনভর শহরের মানুষকে জল পেরিয়ে চলাফেরা করতে হয়। ভুক্তভোগীদের দাবি, পূর্ত দপ্তরের উদ্যোগে সম্প্রতি পুরনো জাতীয় সড়ক সংস্কার করা হয়। দু’পাশে হাইড্র্যান্ট করা হয়েছিল। তবুও কেন জল জমছে, সেটা বর্ষার আগে অবিলম্বে খতিয়ে দেখা উচিত্। এদিন সকালে ওই সার্ভিস রোড দিয়ে টোটো নিয়ে ইংলিশবাজারের রথবাড়ি যাচ্ছিলেন শেখ মুজাফফর। তিনি ক্ষোভ উগরে বলেন, আমরা টোটো করে সব্জি নিয়ে পাশের শহরে যাচ্ছিলাম। রোডে জল জমে যাওয়ায় যাতায়াতে ভীষণ সমস্যা হয়েছে। টোটো উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। পুরাতন মালদহ শহরের পুরনো জাতীয় সড়ক মঙ্গলবাড়ির লাইফলাইন। ওই রুট দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের যানবাহন চলে। পাশাপাশি ১১,১২,১৩ নম্বরে ওয়ার্ডের মানুষ ওই রাস্তার ধারে বাস করেন। অনেক দোকানও রয়েছে। জল জমার সমস্যা মেটাতে প্রায় দেড় বছর আগে ভার্চুয়ালি পুরনো জাতীয় সড়কের বুলবুলচণ্ডী মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তার সম্প্রসারণ কাজের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। সার্ভিস রোড সহ সেখানে সুষ্ঠু নিকাশির জন্য হাইড্র্যান্ট করা হয়। কালভার্ট নির্মাণও চলছে। পূর্ত দপ্তরের পুরাতন মালদহের জুনিয়র ইঞ্জিনিয়ার সুধীন বন্দোপাধ্যায় জল জমার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ওই এলাকায় হাইড্র্যান্টের কাজ সম্পূর্ণ হয়নি। জল বের হওয়ার জন্য পুরাতন মালদহগামী ওসমানিয়া মাদ্রাসা এলাকার হাইড্র্যান্টের কাজ শেষ হয়নি। কাজ হয়ে গেলে জল আর দাঁড়াবে না।
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025