মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আমেরিকায় গোল্ডেন ডোম, ঘোষণা ট্রাম্পের

ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের আদলে এবার আমেরিকায় গোল্ডেন ডোম। তবে তা অনেক বেশি শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হবে। 

শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে  আমেরিকায় গোল্ডেন ডোম, ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন: ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের আদলে এবার আমেরিকায় গোল্ডেন ডোম। তবে তা অনেক বেশি শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হবে। এর জেরে শত্রুদেশের ছোড়া যে কোনও মিসাইলই সহজে ধরা পড়ে যাবে। আর তা মার্কিন মুলুকের মাটি স্পর্শ করার আগেই ধ্বংস করে দেওয়া হবে। মঙ্গলবার ওভাল অফিস থেকে একথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ২০২৯ সালে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। আর তার মধ্যেই আমেরিকার আকাশ প্রতিরক্ষায় যুক্ত হবে এই ডিফেন্স সিস্টেম। সম্পূর্ণ প্রকল্পের বাস্তবায়নে খরচ হবে ১৭৫ বিলিয়ন ডলার। জানা গিয়েছে, গোল্ডেন ডোম তৈরির কাজে তদারকি করবেন জেনারেল মাইকেল গুয়েতলিন। বর্তমানে তিনি আমেরিকার মহাকাশ অভিযান বিভাগে ভাইস চিফ হিসেবে কর্তব্যরত। 
ট্রাম্প বলেছেন, ‘প্রতিশ্রুতি মতো জাতীয় সুরক্ষার স্বার্থে একটি অত্যাধুনিক প্রকল্পের কাজ শুরু হবে। এটি যে কোনও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে আমেরিকাবাসীকে। এক্ষেত্রে প্রাথমিক পর্বে খরচ হচ্ছে ২৫ বিলিয়ন ডলার। তিন দশক আগে প্রেসিডেন্ট রোনাল্ড রেগন যে স্বপ্ন দেখেছিলেন, এবার তা সত্যি হবে।’ জানা গিয়েছে, নয়া এই ডিফেন্স সিস্টেম নিমেষেই যে কোনও ধরনের ক্রুজ, ব্যালেস্টিক, হাইপারসোনিক মিসাইলকেও ধ্বংস করে দেবে।