বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ক্যান্সারের উত্তর পেয়েছেন যাঁরা

হারানো যায় ক্যান্সারকেও! ঠিক এই কাজটিই করে দেখাচ্ছেন বেহালা পর্ণশ্রীর স্বপন দেবনাথ, জয়নগরের শুভেন্দু বচ্চর, গড়িয়াহাটের রুমকি পাল সহ বহু মানুষ।

ক্যান্সারের উত্তর পেয়েছেন যাঁরা

হারানো যায় ক্যান্সারকেও! ঠিক এই কাজটিই করে দেখাচ্ছেন বেহালা পর্ণশ্রীর স্বপন দেবনাথ, জয়নগরের শুভেন্দু বচ্চর, গড়িয়াহাটের রুমকি পাল সহ বহু মানুষ। ক্যান্সার জয় করে তাঁরা সেই আগের মতোই করছেন আবৃত্তি, নাচের অনুশীলন, গানের রেওয়াজ! ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের অদম্য সাহস তাঁরা পেলেন কীভাবে? সম্প্রতি ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বি পি পোদ্দার হাসপাতালের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সেখানেই উপস্থিত হয়েছিলেন এইসব ক্যান্সারজয়ী এবং ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া ব্যক্তিরা। তাঁরাই জানান, ক্যান্সার জয় করতে হলে রোগ পুষে না রেখে দ্রুত চিকিত্‍সকের পরামর্শ নেওয়া জরুরি। বি পি পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘চিকিৎসকরা বারবার একটাই কথা বলছেন। বয়স ৩৫ বা ৪০ হলেই প্রতি বছর চেক আপ করান। আর বংশে কারও ক্যান্সার থাকলে প্রতি বছর করান প্রয়োজনীয় টেস্ট। কারণ, ক্যান্সারের উন্নততর চিকিৎসা এখন হাতের নাগালেই।’

রাশিফল