ছাদ বিক্রি হবে না, রেজিস্ট্রি অফিসে চিঠি পুরসভার
ছাদ বিক্রি করা যাবে না। সেখানে যেন রুফটপ কাফে থেকে শুরু করে অন্যান্য কোনও ধরনের ব্যবসার অনুমোদন না দেওয়া হয়।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাদ বিক্রি করা যাবে না। সেখানে যেন রুফটপ কাফে থেকে শুরু করে অন্যান্য কোনও ধরনের ব্যবসার অনুমোদন না দেওয়া হয়। অর্থাৎ ছাদের কোনও রেজিস্ট্রেশন যেন না করা হয়। এই মর্মে ইনসপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনকে (আইজিআর) চিঠি পাঠাল কলকাতা পুরসভা। পুর কমিশনারের তরফে এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর।
উল্লেখ্য, সম্প্রতি বড়বাজারে এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের প্রাণহানি হয়। তার আগে পাথুরিয়াঘাটায় একইভাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। প্রাথমিক তদন্তে দেখা যায়, ছাদের দরজা বন্ধ থাকায় ছাদে উঠতে না পেরে মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। যার প্রেক্ষিতে শহরজুড়ে বিভিন্ন রুফটপ রেস্তরাঁ বন্ধ করার ফরমান জারি করে পুরসভা। পার্ক স্ট্রিটে এমন একটি রুফটপ কাফের বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। যার জেরে শহরের একাধিক রুফটপ কাফের মালিকপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতে তারা দাবি করে, রীতিমতো রেজিস্ট্রেশন করিয়ে আলাদা করে ছাদ ব্যবহারের ‘ডিড’ পেয়েছেন তারা। সেক্ষেত্রে মোটা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে। তাহলে কীসের ভিত্তিতে পুরসভা এই সিদ্ধান্ত নিচ্ছে, সেই প্রশ্ন তোলে রেস্তরাঁর মালিকপক্ষ। এই পরিস্থিতিতে অবশ্য পুরসভা বিল্ডিং বিভাগের আইনকে হাতিয়ার করেছে। যেখানে স্পষ্ট লেখা রয়েছে, ছাদ হল ‘ওপেন স্পেস’ বা ‘কমন স্পেস’। ছাদের সিঁড়ি আটকানো বা বন্ধ করা যাবে না। ছাদ অবরুদ্ধ করা যাবে না। গোটা ছাদ কিংবা আংশিকভাবে ছাদ বিক্রি করাও যাবে না। সেখানে ঘিরে ফেলে কোনও নির্মাণও করা যাবে না। এমতাবস্থায় মামলাকারী শহরের তিনটি রুফটপ রেস্তরাঁ নিয়ে শুনানি (হিয়ারিং) করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার জন্য কমিটিও গঠন করে পুরসভা। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ মে সেই শুনানি রয়েছে। পুরসভার পাশাপাশি পুলিস, আবগারি, দমকলের প্রতিনিধিরাও শুনানিতে থাকবেন। এই আবর্তেই আইজিআরকে চিঠি পাঠাল পুর কর্তৃপক্ষ। যাতে ভবিষ্যতে কাউকে এভাবে আলাদা করে ছাদ ব্যবহারের অনুমোদন বা রেজিস্ট্রেশন না দেওয়া হয়। এই প্রসঙ্গে এক শীর্ষ পুরকর্তা বলেন, বিল্ডিং বিভাগের আইন অনুসারে এটি বেআইনি। ভবিষ্যতে রুফটপ রেস্তরাঁ তৈরির ক্ষেত্রে এসওপি কী হবে, তা অন্য বিষয়। কিন্তু আপাতত আমরা আইজিআরকে চিঠি পাঠিয়েছি। যেন ছাদের কোনও রেজিস্ট্রেশন না দেওয়া হয়। বলে দেওয়া হয়েছে, এই রেজিস্ট্রেশনের আইনি বৈধতা নেই। তিনি আরও বলেন, ওই বিভিন্ন হোটেলের মালিকরা রেজিস্ট্রেশন করিয়ে ছাদ নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। মোটা টাকার বিনিময়ে ‘ডিড’ পাচ্ছে। সেখানে ব্যবসা চালাচ্ছেন। স্বাভাবিকভাবেই সেই ছাদ তাহলে কেন তাঁরা অন্যকে ব্যবহার করতে দেবে, সেই প্রশ্ন হাইকোর্টে তুলছেন তাঁরা। তাই রেজিস্ট্রেশন না দেওয়া হলে, আর এই ধরনের আইনি জটিলতাই থাকবে না।
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025