শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

স্বয়ং অতিরিক্ত জেলাশাসকেরই আসবাবপত্র ক্রোক করল কোর্ট!

 আদালতের নির্দেশে অতিরিক্ত জেলা শাসক অফিসের চেয়ার-টেবিল সহ অন্যান্য আসবাবপত্র ক্রোক! এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ত্রিপুরা জেলা।

স্বয়ং অতিরিক্ত জেলাশাসকেরই  আসবাবপত্র ক্রোক করল কোর্ট!

বিশেষ সংবাদদাতা, আগরতলা: আদালতের নির্দেশে অতিরিক্ত জেলা শাসক অফিসের চেয়ার-টেবিল সহ অন্যান্য আসবাবপত্র ক্রোক! এমনই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ত্রিপুরা জেলা। বিলোনিয়া জেলা আদালতের বিচারক গোবিন্দ দাস এই নির্দেশ দিয়েছিলেন। এরই ভিত্তিতে সোমবার দক্ষিণ জেলার ল্যান্ড অ্যাকুইজিশন (এলএ) কালেক্টর তথা অতিরিক্ত জেলা শাসক অফিসের চেয়ার টেবিল সমেত অন্যান্য সামগ্রী ক্রোক করা হয়। 
জানা গিয়েছে, বিলোনিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা দিলীপ দাস দক্ষিণ জেলার এলএ কালেক্টরের বিরুদ্ধে মামলা করেছিলেন। অভিযোগ ছিল রেল দপ্তর তাঁর কাছ থেকে অধিকৃত জমির জন্য সঠিক অর্থ প্রদান করেনি। প্রাপ্য অর্থ তিনি পাননি।  এই মামলায় আদালত দক্ষিণ জেলা অতিরিক্ত জেলাশাসককে মামলাকারীর প্রাপ্য সুদসহ মিটিয়ে দিতে বলে। বর্তমানে সেই অর্থের পরিমাণ ৪২ লক্ষ ৯৫ হাজার ৬২ টাকা। যার মধ্যে আসল টাকার পরিমাণ প্রায় ২০ লক্ষ ৯০ হাজারেরও বেশি। আর সুদ ২২ লক্ষ টাকারও বেশি। আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার আদালতের বেইলিফ কমল চৌধুরী এবং কিশোর দেববর্মা ও প্রসেস সার্ভার আশীষ দাসগুপ্ত অতিরিক্ত জেলা শাসকের অফিসে এসে চেয়ার টেবিল সমেত অন্যান্য সম্পত্তি গাড়ি করে তুলে নিয়ে যায়। খোদ অতিরিক্ত জেলা শাসকের অফিস থেকে চেয়ার-টেবিল সহ অন্যান্য আসবাবপত্র তুলে নিতে দেখে এলাকার মানুষ ভিড় জমান।

রাশিফল