দীঘায় সফল রথের ট্রায়াল রান, পুলিস আধিকারিকরা খতিয়ে দেখলেন প্রস্তুতি
অপেক্ষার আর ৭দিন। দীঘায় প্রথম রথযাত্রার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার সকালে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত তিনটি রথের ‘ট্রায়াল রান’ হয়।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২১, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দীঘা: অপেক্ষার আর ৭দিন। দীঘায় প্রথম রথযাত্রার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার সকালে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত তিনটি রথের ‘ট্রায়াল রান’ হয়। সকালে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, জেলা পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য প্রমুখ দীঘা থানায় যান। সেখানে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তারপর রাজ্যের শীর্ষ পুলিসকর্তারা জগন্নাথ মন্দিরে পৌঁছন। মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি গর্ভগৃহে যান। রথের চাকা পর্যবেক্ষণ করেন। এরপর মন্দির থেকে মাসির বাড়িতে যান। সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে কথাবার্তা সারেন। বিকেলে ডিএসডিএ অফিসে হিডকোর ভাইস চেয়ারপার্সন হরিকৃষ্ণ দ্বিবেদী ও জেলাশাসক পূর্ণেন্দু মাজীর উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক হয়। বৃহস্পতিবার থেকেই রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সড়ক বরাবর বাঁশের ব্যারিকেড বাঁধার কাজ শুরু হয়েছিল। শুক্রবারও পুরোদমে সেই কাজ চলেছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে পুলিস। রাস্তার দু’ দিকে ব্যারিকেড করা হবে। নির্দিষ্ট দূরত্ব অন্তর ড্রপ গেট বসবে। মাসির বাড়িতে যাওয়া এবং বেরনোর জন্য আলাদা রাস্তার ব্যবস্থা থাকছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নিরাপত্তা বাহিনী আসবে। রথযাত্রা উপলক্ষ্যে ইতিমধ্যে দীঘার বেশিরভাগ হোটেল বুক হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, ২৬ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে যাবেন। এই সফরে সরকারি পর্যালোচনা মিটিং হবে কি না, তা নিয়ে নিশ্চিত নয় প্রশাসন। তা সত্ত্বেও প্রস্তুতি সেরে রাখছে তারা। এমনকী, একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার লিস্টও তৈরি করেছে জেলা পরিকল্পনা অফিস। ২৬ কিংবা ২৮ জুন দীঘায় প্রশাসনিক মিটিং হলে তারজন্যও সবরকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে।
শুক্রবার দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস বলেন, শুক্রবার আমরা তিনটি রথের ট্রায়াল রান করেছি। পুরীর মতোই ট্রাডিশনাল রথ হয়েছে দীঘায়। বিভিন্ন মোড়ে রথের চাকা কেমন ঘুরছে ট্রায়াল রানে সেটাই দেখার বিষয় ছিল। এমনিতে কোনও সমস্যা নেই। শুক্রবার সকাল থেকেই রাজ্য সরকারের শীর্ষস্তরের অফিসাররা এখানে এসে মিটিং করছেন। রথের একদিন আগে ২৬ জুন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। ২৭ তারিখ সকাল ৬টায় মন্দিরের দরজা খুলে যাবে। ভক্তরা ভগবানের দর্শন পাবেন। পাহান্ডি বিজয়ের মাধ্যমে প্রভুকে রথে নিয়ে যাওয়া হবে। বেলার দিকে রথযাত্রা শুরু হবে।
দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, রথযাত্রা উপলক্ষ্যে দীঘার হোটেলগুলিতে খুব ভালো বুকিং হয়েছে। তবে, ২৬ জুন থেকে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হবে। এর ফলে সকলে আসতে পারবেন কি না, তা নিয়ে সংশয় আছে। তাছাড়া, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও অনেক হোটেল বুক করা হয়েছে।
পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এদিন বৈঠক হয়েছে। রাজ্য পুলিসের শীর্ষকর্তারা এসে সবটা দেখেছেন। মিটিংয়ে বেশকিছু নির্দেশও দিয়েছেন। সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে।
related_post
অমৃত কথা
-
অমৃতকথা
- post_by বর্তমান
- জুলাই 13, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 13, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 13, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 11, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 11, 2025
-
ইউরো
- post_by Admin
- জুলাই 11, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 11, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 11, 2025