শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

মোদি-শাহের পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

 গুজরাতের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনার পিছনে কি শুধুই যান্ত্রিক ত্রুটি? 

মোদি-শাহের পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

নয়াদিল্লি: গুজরাতের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনার পিছনে কি শুধুই যান্ত্রিক ত্রুটি? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। তারই মধ্যে বিমান দুর্ঘটনা নিয়ে মোদি-শাহকে বিঁধলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এই দুর্ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। এক্স হ্যান্ডলে স্বামী লেখেন, ‘১৯৫০ সালে দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইড়ুর পদত্যাগ দাবি করছি। যাতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব হয়।’

রাশিফল