রবিবার, 13 জুলাই 2025
Logo
  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

২২ দিন পরে নড়ল এফ ৩৫-এর চাকা, স্বস্তি তিরুবনন্তপুরমে

২২ দিন পরে অবশেষে নড়ল চাকা! রবিবার তিরুবনন্তপুরম বিমানবন্দর চত্বর থেকে সরিয়ে সরিয়ে নেওয়া হল ব্রিটিশ সেনার অত্যাধুনিক এফ ৩৫ যুদ্ধবিমান।

২২ দিন পরে নড়ল এফ ৩৫-এর চাকা, স্বস্তি তিরুবনন্তপুরমে

তিরুবনন্তপুরম: ২২ দিন পরে অবশেষে নড়ল চাকা! রবিবার তিরুবনন্তপুরম বিমানবন্দর চত্বর থেকে সরিয়ে সরিয়ে নেওয়া হল ব্রিটিশ সেনার অত্যাধুনিক এফ ৩৫ যুদ্ধবিমান। গত মাসের শেষের দিকে জরুরি পরিস্থিতিতে কেরলের এই বিমানবন্দরে নেমেছিল যুদ্ধবিমানটি। এর পরে সেটি সেখানেই দাঁড়িয়ে ছিল। যা নিয়ে দানা বেঁধেছিল নানা জল্পনা।
যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্রিটিশ সেনার এফ ৩৫ যুদ্ধবিমানটিকে আর আকাশে ওড়ানো যায়নি। এমনকি সেটিকে হ্যাঙ্গারে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও ব্যর্থ হয়। যার জেরে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, রবিবার ব্রিটিশ বায়ুসেনার বিশেষজ্ঞদের একটি দল তিরুবনন্তপুরমে আসেন। এর পরে বিমানবন্দরের বে থেকে যুদ্ধবিমানটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। সেই ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটি মেরামত করে বিমানটি কবে ফের আকাশে ডানা মেলতে পারবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

রাশিফল