শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ওজন কমাচ্ছেন সলমন

চরিত্রের প্রয়োজনে ওজন কমাচ্ছেন সলমন খান। পরিচালক অপূর্ব লাখিয়ার পরের ছবিতে কাজ করছেন ভাইজান। ২০২০ সালে লাদাখে ভারত-চীন সীমান্তে গালওয়ান উপত্যাকে ঘিরে দু’দেশের সংঘর্ষ বেধেছিল। 

ওজন কমাচ্ছেন সলমন

চরিত্রের প্রয়োজনে ওজন কমাচ্ছেন সলমন খান। পরিচালক অপূর্ব লাখিয়ার পরের ছবিতে কাজ করছেন ভাইজান। ২০২০ সালে লাদাখে ভারত-চীন সীমান্তে গালওয়ান উপত্যাকে ঘিরে দু’দেশের সংঘর্ষ বেধেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি হচ্ছে। সলমনকে দেখা যাবে সেনা জওয়ানের চরিত্রে। সেই কারণেই রোগা হতে হবে অভিনেতাকে। ইতিমধ্যে তার জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি। নিয়মিত ডায়েটের মধ্যে থাকতে হয় অভিনেতাকে। তবে এই ছবির জন্য নিয়মিত ডায়েট ভাঙতে হচ্ছে তাঁকে। আপাতত কঠোর ডায়েটের মধ্যে রয়েছেন তিনি। দিনের অধিকাংশ সময় কাটাচ্ছেন জিমে। শোনা যাচ্ছে, জুলাই মাসের শুরুতেই লুক টেস্ট হবে। সেসব চূড়ান্ত হওয়ার পর জুলাইয়ের শেষ থেকেই শ্যুটিং শুরু হওয়ার কথা। ২৫ দিন ধরে লাদাখে চলবে প্রথম পর্বের শ্যুটিং। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শ্যুটও করা হবে বলে খবর। এই ছবিতে সলমনের বিপরীতে কাজ করবেন অভিনেত্রী চিত্রঙ্গদা সিং। এছাড়াও আরও তিনজন থাকবেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই কাস্টিং চলছে বলে খবর।      

রাশিফল