মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

হায়দরাবাদের কাছে ৪২ রানে লজ্জার হার আরসিবির

লজ্জার হার! আজ, শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলাকে এইভাবেই ব্যাখ্যা করা যায়। 

হায়দরাবাদের কাছে ৪২ রানে লজ্জার হার আরসিবির

লখনউ, ২৪ মে: লজ্জার হার! আজ, শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলাকে এইভাবেই ব্যাখ্যা করা যায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুযোগ প্রায় হাতছাড়া করল আরসিবি। হায়দরাবাদের কাছে ৪২ রানে হারল আরসিবি। এদিন লখনউতে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক জীতেশ শর্মা।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ধাক্কা খান অভিষেক শর্মা(৩৪) ও ট্রাভিস হেড(১৭)। হায়দরাবাদের হয়ে একাই লড়াই করেন ঈশান কিষাণ(৯৪)। তাঁর কাঁধে ভর করেই সানরাইজার্স হায়দরাবাদ পৌঁছয় ২৩১ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আরসিবি। বিরাট কোহলি(৪৩) ও ফিলিপ সল্টের(৬২) জুটি ভালো রান করে। কিন্তু সমস্ত আশায় জল ঢালে মিডল অর্ডার। ব্যর্থ হন শেফার্ডও। চোটের কারণে এদিন আরসিবির হয়ে ফিনিশারের ভূমিকা পালন করতে পারেননি টিম ডেভিডও।