জলপাইগুড়ির স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় পদক্ষেপ পুলিসের
জলপাইগুড়ির এক নামী বেসরকারি স্কুলে ক্লাসের মধ্যে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিস।

বর্তমান ওয়েবডেস্ক
জুলাই ৬, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির এক নামী বেসরকারি স্কুলে ক্লাসের মধ্যে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিস। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নাবালক ওই ছাত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছেন অতিরিক্ত পুলিস সুপার (হেড কোয়ার্টার) শৌভনিক মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘ইতিমধ্যেই ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে। যে ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে আজ।’
এদিকে চাপে পড়ে স্কুলের তরফে এদিন দাবি করা হয়েছে, ঘটনাটি জানতে পেরেই পদক্ষেপ করেছিল তারা। ছাত্র ও তার পরিবারকে ডেকে সতর্ক করাও হয়। যদিও ছাত্রীর মায়ের অভিযোগ, স্কুল অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি এতদিন। উল্টে তাঁদেরই ধমক দেওয়া হয় স্কুলের তরফে। এমনকী ঘটনার পরও ক্লাসে অভিযুক্ত ছাত্রের পাশে তাঁর মেয়েকে বসতে বাধ্য করা হয়। স্কুলে গেলেই পড়ুয়াদের একাংশ তাঁর মেয়েকে টিজ করলেও স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পাশাপাশি জলপাইগুড়ি মহিলা থানা এবং জেলা পুলিস সুপারকে লিখিতভাবে জানানো হয়। জেলাশাসক শমা পারভীন জানিয়েছেন, ‘অভিযোগ জমা পড়েছে। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে।’
ছাত্রীর মায়ের দাবি, ঘটনাটি ঘটে গত ২৩ জুন। ক্লাসে পিছনের বেঞ্চে বসা এক ছাত্র তাঁর মেয়ের শ্লীলতাহানি করে। প্রতিবাদ করায় ছেলেটি মেয়ের হাত মচকে দেয়। এনিয়ে যদি মেয়ে স্কুল কর্তৃপক্ষকে নালিশ করে, তাহলে সে আরও ‘খারাপ’ কিছু করবে বলে হুমকি দেয়। বিষয়টি প্রথমে মেয়ে ক্লাস টিচারকে জানায়। কিন্তু তিনি প্রথমে মেয়ের কথায় আমল দেননি ব.লে অভিযোগ। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বাধ্য হয়ে মেয়ে বিষয়টি স্কুলের প্রিন্সিপালকে জানায়। কিন্তু স্কুলের তরফে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও ছাত্রীর ক্লাস টিচার ফোনে বলেন, ‘আমি মোটেই কোনও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করিনি। বিষয়টি প্রিন্সিপাল দেখছেন।’
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 19, 2025
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025