শ্রাবণী মেলার আগে জল্পেশ মন্দির পরিদর্শনে পুলিস কর্তারা
ময়নাগুড়ির জল্পেশ মন্দির চত্বরে পুলিস কর্তাদের সামনে বেশকিছু দাবি তুলে ধরলেন ব্যবসায়ীরা। আসন্ন শ্রাবণী মেলাকে কেন্দ্র করে শনিবার মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) সমীর আহমেদ, ডিএসপি (ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরী, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।

বর্তমান ওয়েবডেস্ক
জুলাই ৬, ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির জল্পেশ মন্দির চত্বরে পুলিস কর্তাদের সামনে বেশকিছু দাবি তুলে ধরলেন ব্যবসায়ীরা। আসন্ন শ্রাবণী মেলাকে কেন্দ্র করে শনিবার মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) সমীর আহমেদ, ডিএসপি (ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরী, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। তাঁরা এদিন নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পাশাপাশি, ভক্তরা কোন পথ দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করবেন এবং বাইরে যাবেন, সেগুলি খতিয়ে দেখেন। সেসময় স্থানীয় ব্যবসায়ীরা পুলিস কর্তাদের সঙ্গে দেখা করে তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
২০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। চলবে ১১ আগস্ট পর্যন্ত। এবছর শুধুমাত্র ৫০ টাকার টিকিট থাকছে। ভক্তরা হাতি গেট হয়ে ঢুকে স্কাইওয়াক দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। পুজো দিয়ে শিব-পার্বতী গেট হয়ে তাঁরা বেরিয়ে যাবেন। পুজো হয়ে যাওয়ার পর মন্দিরের বাইরে এসে মেলায় ঢুকতে পারবেন ভক্তরা। পুলিসের পক্ষ থেকে মন্দির কমিটিকে দু’টি টিকিট কাউন্টার তৈরি করার কথা বলা হয়েছে। একটি হবে জটিলেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তায়। অপরটি জল্পেশ মন্দিরে আসার আগে যে টার্নিং রয়েছে, সেই কালী মন্দিরের সামনে।
জল্পেশ ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কানু বলেন, প্রশাসনের কাছে দাবি, ভক্তরা যেন মেলায় ঢুকতে পারেন। আমরা শুনেছি ভক্তদের নাকি নতুন ব্রিজ দিয়ে বাইরে বের করা হবে। এতে আমাদের ব্যবসার ক্ষতি হবে। সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি। তবে, এদিন পুলিস কর্তারা এসেছিলেন। তাঁদের সবকিছু বলেছি। শুক্রবার আমরা অন্যরকম কথা শুনে খুব আতঙ্কে ছিলাম। আমাদের দাবি, ভক্তরা পুজো দিয়ে মেলা ঘুরেই যেন বাইরে যেতে পারেন।
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, বিভিন্ন দিক আমরা খতিয়ে দেখলাম। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 19, 2025
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025