সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

সরকারি গাছ কেটে পাচারের চেষ্টা রুখল পুলিস

বন দপ্তরের অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ নতুন নয়। এবার এমন অভিযোগ ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় ভূতনির পশ্চিম নারায়ণপুরে।

সরকারি গাছ কেটে পাচারের চেষ্টা রুখল পুলিস

সংবাদদাতা, মানিকচক: বন দপ্তরের অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ নতুন নয়। এবার এমন অভিযোগ ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় ভূতনির পশ্চিম নারায়ণপুরে।
স্থানীয় ক্লাব ও এলাকার কয়েকজন যুবক ওই গাছ কেটে তা গোপনে পাচারের চক্রান্ত করছিল বলে অভিযোগ। কাঠগড়ায় স্থানীয় পুলিস। তাদের বিরুদ্ধে উঠেছে এই অবৈধ কাজে মদত দেওয়ার অভিযোগ। যদিও অভিযুক্ত যুবকদের দাবি, গ্রামবাসী সহ স্থানীয় ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই গাছগুলি কেটেছেন তাঁরা। 
এদিকে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে কাটা গাছের গুঁড়ি।