শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

‘ক্রাইম ক্যাপিটালে’ পরিণত হয়েছে পাটনা, শিল্পপতি খুনে তোপ রাহুল গান্ধীর

দিন কয়েক পরেই বিধানসভা ভোট। তার আগে খোদ পাটনায় দুষ্কৃতীদের হাতে শিল্পপতি গোপাল খেমকাকে খুনের ঘটনাকে ঘিরে সরগরম বিহারের রাজ্য রাজনীতি। এই ইস্যুতে রাজ্যের ‘ডাবল ইঞ্জিন সরকার’কে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির।

‘ক্রাইম ক্যাপিটালে’ পরিণত হয়েছে পাটনা, শিল্পপতি খুনে তোপ রাহুল গান্ধীর

পাটনা: দিন কয়েক পরেই বিধানসভা ভোট। তার আগে খোদ পাটনায় দুষ্কৃতীদের হাতে শিল্পপতি গোপাল খেমকাকে খুনের ঘটনাকে ঘিরে সরগরম বিহারের রাজ্য রাজনীতি। এই ইস্যুতে রাজ্যের ‘ডাবল ইঞ্জিন সরকার’কে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির অভিযোগ এনে রবিবার নীতীশ কুমার সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, বর্তমানে ‘ক্রাইম ক্যাপিটাল’ অর্থাৎ অপরাধের রাজধানীতে পরিণত হয়েছে পাটনা। মানুষকে যারা রক্ষা করতে পারে না, এমন সরকারকে একটিও ভোট না দেওয়ার জন্য বিহারের ভোটারদের কাছে আবেদন করেছেন তিনি।
সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে বিহারের এনডিএ জোটকে নিশানা করেন রাহুল গান্ধী। তিনি লিখেন, ‘বর্তমানে বিহারে লুটপাট, গোলাগুলি এবং খুনের পরিবেশ বিরাজ করছে। অপরাধ এখন নিউ নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপরাধ রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ।’ রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে লোকসভার বিরোধী দলনেতা আরও লিখেছেন, ‘প্রতিটি খুন, প্রতিটি ডাকাতি, প্রতিটি গুলি পরিবর্তনের ডাক দিচ্ছে। সময় এসেছে নতুন বিহারের। যে বিহার আতঙ্ক নয়, অগ্রগতির পথে এগিয়ে যাবে। এবারের ভোট শুধু সরকার পরিবর্তনের জন্য নয়। আপনার একটি ভোট বিহারকে বাঁচাবে।’

রাশিফল