রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

ওয়েবারকে হারিয়ে সোনা নীরজের

মধুর প্রতিশোধ নিলেন নীরজ চোপড়া। শুক্রবার প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জিতেলন তিনি। দ্বিতীয় জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৮৮ মিটার)।

ওয়েবারকে হারিয়ে সোনা নীরজের

প্যারিস: মধুর প্রতিশোধ নিলেন নীরজ চোপড়া। শুক্রবার প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জিতেলন তিনি। দ্বিতীয় জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৮৮ মিটার)। উল্লেখ্য, দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার জ্যাভেলিন ছুড়ে স্বপ্নপূরণ হয়েছিল ভারতের সোনার ছেলের। কিন্তু শেষ থ্রোয়ে ৯১.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে বাজিমাত করেন ওয়েবার। সেবার রুপোতেই সন্তষ্ট থাকতে হয়েছিল ওলিম্পিকসে জোড়া পদক জয়ী ভারতীয় তারকাকে। তাই এদিন শুরু থেকেই সতর্ক ছিলেন নীরজ। প্রথম প্রচেষ্টায় ৮৮.১৬ মিটার জ্যাভেলিন ছুড়ে শুরু থেকেই এক নম্বরে ছিলেন তিনি। ওয়েবার দ্বিতীয় স্থানে (৮৭.৮৮ মিটার)। ভারতীয় তারকার দ্বিতীয় থ্রোটি ছিল ৮৫.১০ মিটারের। এরপর তাঁর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রচেষ্টা বাতিল হয়। সোনা জয়ের পর নীরজ বলেন,‘এই পারফরম্যান্স অবশ্যই তৃপ্তির।’

রাশিফল