প্রত্যাবর্তনের আশায় দিন গুনেছেন নায়ার
জুনের ২০ তারিখ কোনওদিন ভুলতে পারবেন না করুণ নায়ার। শুক্রবার যে পুনর্জন্ম হল এই ভারতীয় ব্যাটারের। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় করুণের চোখেমুখে তৃপ্তির ছাপ

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২১, ২০২৫
লিডস: জুনের ২০ তারিখ কোনওদিন ভুলতে পারবেন না করুণ নায়ার। শুক্রবার যে পুনর্জন্ম হল এই ভারতীয় ব্যাটারের। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় করুণের চোখেমুখে তৃপ্তির ছাপ। দীর্ঘ আট বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের মুহূর্তে এই আবেগটাই স্বাভাবিক। তার আগে বিসিসিআই টিভিকে সাক্ষাত্কারে তিনি বলছিলেন. ‘প্রত্যাবর্তনের আশায় কেটেছে গত আট বছরের প্রতিটা দিন। টিভিতে বিরাট-রোহিতদের খেলতে দেখে ভাবতাম, আবার কবে সুযোগ পাব। ড্রেসিং-রুমে সবার সঙ্গে আড্ডা মারব। এই ইচ্ছাটাকে বাঁচিয়ে রেখেছিলাম। শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হল। জীবনটা সত্যিই একটা বৃত্ত। ভেবে দেখুন, ইংল্যান্ডেই আমি দল থেকে বাদ পড়েছিলাম। আর এখানেই আমার প্রত্যাবর্তন হল।’
বীরেন্দ্র সেওয়াগের পর করণ নায়ার একমাত্র ভারতীয়, যাঁর টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে। তা সত্ত্বেও ব্যর্থতার কানাগলিতে হারিয়ে গিয়েছিলেন তিনি। ২০১৭ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যায় তাঁকে। অন্ধকার কাটিয়ে ফের সাফল্যের রাজপথ খুঁজে পেতে কেটে গিয়েছে দীর্ঘ আটটা বছর। আবেগপ্রবণ করুণের মন্তব্য, ‘কঠিন সময়েও কখনও হাল ছাড়িনি। বরং আরও বেশি ধৈর্যশীল হয়েছি। ছোট ছোট মুহূর্তগুলি উপভোগ করতে শিখেছি। আমি যেমন, তেমনই থাকার চেষ্টা করি। তবে কঠোর পরিশ্রম ছিল আমার সঙ্গী। আশা ছিল, জীবন আর একটা সুযোগ আমায় নিশ্চয় দেবে।’ পাশাপাশি সতীর্থ লোকেশ রাহুল ও প্রসিদ্ধ কৃষ্ণার প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। ভারতীয় ব্যাটার বলেন, ‘ছোট থেকেই লোকেশ ও প্রসিদ্ধ আমার বন্ধু। কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলেছি আমরা। তাই প্রত্যাবর্তনের মুহূর্তে ওদের পাশে পেয়ে ভালো লাগছে।’
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025