শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভোটের আগে বিহারে পরিবারতন্ত্র ইস্যুতে সরব মোদি, পাল্টা লালুর

চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর গদি দখলকে কেন্দ্র করে এখন থেকেই মাঠে নেমে পড়েছে বিজেপি-জেডিইউ। পাল্টা ঘুঁটি সাজাতে শুরু করেছে আরজেডিও। 

ভোটের আগে বিহারে পরিবারতন্ত্র ইস্যুতে সরব মোদি, পাল্টা লালুর

পাটনা: চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর গদি দখলকে কেন্দ্র করে এখন থেকেই মাঠে নেমে পড়েছে বিজেপি-জেডিইউ। পাল্টা ঘুঁটি সাজাতে শুরু করেছে আরজেডিও। সেইসূত্রেই শুক্রবার বিহারের সিওয়ানে এক জনসভায় যোগ দিয়ে একযোগে আরজেডি ও কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, এরা শুধু পরিবারবাদে বিশ্বাসী। এদের আমলেই বিহারে জঙ্গলরাজ, দারিদ্র্য, অনাচার চরমে পৌঁছেছে। এরপরই পাল্টা সরব হন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তাঁর বক্তব্য, আজ বিহারে মিথ্যা প্রতিশ্রুতির বৃষ্টি হয়েছে। সবাই সাবধান।
সিয়ানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু আরজেডি ও কংগ্রেস পরিবার কা সাথ, পরিবার কা বিকাশে বিশ্বাসী। ভারতের দারিদ্র্যের জন্য কংগ্রেসই দায়ী। কংগ্রেসের নেতারা ক্রমে ধনী হয়ে উঠেছেন আর সাধারণ মানুষ আরও গরিব হয়ে গিয়েছেন। আরজেডি ও কংগ্রেসের আমলেই বিহারে জঙ্গলরাজ তৈরি হয়েছে। বর্তমানে বিহারে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরই উন্নয়ন শুরু হয়েছে। ওরা বাবাসাহেব আম্বেদকরকেও অপমান করেছে। বিহারের মানুষ কোনওদিনও এদের ক্ষমা করবে না।’ মোদির এই বক্তব্যের পরই সরব হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। আবহাওয়া সংক্রান্ত বার্তা দেওয়ার ভঙ্গিতে তাঁর কটাক্ষ, ‘বিহারবাসীর স্বার্থে আবহাওয়ার সতর্কবার্তা। আজ বিহারে মিথ্যা কথা, বিভ্রান্তি ও মিথ্যা প্রতিশ্রুতির ভারী বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ অনেক লোভনীয় প্রতিশ্রুতির শিলাবৃষ্টিও হয়েছে। তাই সবাই সতর্ক থাকুন’। বিহারের এনডিএ সরকারের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আম জনতার কি দশা, তা বোঝাতে একটি এআই ভিডিও শেয়ার করেছেন লালুপ্রসাদ। যেখানে ছেঁড়া কাপড়ে ছাতা মাথায় এক বৃদ্ধ  প্রতিশ্রুতির বন্যার মাঝে নিজের আশ্রয় খুঁজছেন। আর ভাঙা সেতুর নীচে আনন্দে নাচছেন নীতীশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আক্রমণ শানিয়েছেন লালুপুত্র তেজস্বী যাদবও। মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, টেলিপ্রম্পটার দেখে উনি শুধু মিথ্যা কথা বলেন। আসলে এনডিএ হল ‘ন্যাশনাল দামাদ অ্যালায়েন্স।’

রাশিফল